Tabula Rasa বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য

পাশ্চাত্য দর্শন প্রধানত তিনটি শাখায় বিভিক্ত যথা- ১. অধিবিদ্যা ২. জ্ঞানবিদ্যা ও ৩. নন্দনবিদ্যা। দর্শন আলোচনার এই পর্বের বিষয় হল-“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য লেখ | এটি পাশ্চাত্য দর্শন শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় ।

“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য লেখ | 
“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য লেখ |

 

“Tabula Rasa” বা “অলিখিত কাগজ” কথার তাৎপর্য |

Significance of “Tabula Rasa” 

‘Tabula Rasa’ শব্দটি ইংরাজি প্রতিশব্দ হল ‘Clean slate’ or ‘White paper’ অর্থাৎ ‘অলিখিত সাদা কাগজ।’ অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক্‌ তাঁর অভিজ্ঞতাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে এই শব্দটি ব্যবহার করেছেন।

লকের মতে, ধারণা থাকে মনে , কিন্তু প্রারম্ভিক অবস্থায় অর্থাৎ জন্মের সময় মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। তারপর ধীরে ধীরে সংবেদন ও অন্তর্বেদনের মাধ্যমে বিভিন্ন ধারণা এসে আমাদের মনের মধ্যে জমা হয়। তখন মন এই ধারণা গুলিকে সাজিয়ে জ্ঞান গড়ে তোলে।

আমাদের বাহ্য ইন্দ্রিয় যেমন – চক্ষু, কর্ন, নাসিকা, জিহ্বা, ত্বক -এর সাহায্যে বাহ্য জগতের যে অনুভব তা হল সংবেদন। যেমন – লাল, নীল, কঠিন, নরম ইত্যাদির ধারণা। অন্যদিকে অতিইন্দ্রিয় অর্থাৎ মনের সাহায্যে যে অনুভব হয় তাকে বলে অন্তবেদন। যেমন – সুখ, দুঃখ ইত্যাদির ধারণা। লকের মতে, এই দুই প্রকার ইন্দ্রিয় অনুভবের সাহায্যে অলিখিত কাগজের উপর ধারণা লিখিত হয় এবং মন সেগুলিকে সাজিয়ে জ্ঞানে পরিণত করে।


আরো পড়ুনঃ 


 

Leave a comment