একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসে তোমদের কবি কাজী নজবুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতাটি রয়েছে । কবিতার উৎস হল-সাম্যবাদী কাব্যগ্রন্থ, 1925 সালে প্রকাশিত ।
একাদশ শ্রেণীর বংলা Semester-1 MCQ question answers করতে হবে।আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি-সাম্যবাদী কবিতার MCQ প্রশ্ন উত্তর।
কবিতা – সাম্যবাদী
কবি – কাজী নজরুল ইসলাম
সাম্যবাদী কবিতার শব্দের অর্থ
সাম্যবাদী কথার অর্থ – জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলকে সমান ভাবে দেখা ।
এককথায়, সকলের সমান অধিকারের পক্ষপাতী ।
কবিতার উৎস – সাম্যবাদী কাব্যগ্রন্থ ।
প্রকাশকাল – 1925 সালে ‘লাঙ্গল’ পত্রিকায় প্রকাশ হয় ।
জাতির উল্লেখ রয়েছে – কবিতাটিতে দশটি জাতির উল্লেখ রয়েছে।
হিন্দু, বৌদ্ধ, মুসলিম, ক্রিশ্চান, পার্শি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভীল, গারো,।
ধর্মগ্রন্থের উল্লেখ রয়েছে – কবিতাটিতে ৬টি ধর্মগ্রন্থের উল্লেখ রয়েছে ।
i) কোরান- ইসলাম ধর্মগ্রন্থ ।
ii) বেদ ও পুরান , বেদান্ত – হিন্দু ধর্মগ্রন্থ ।
iii) বাইবেল- ক্রিশ্চান ধর্মগ্রন্থ ।
iv) ত্রিপিটক- বৌদ্ধ ধর্মগ্রন্থ ।
v) জেন্দাবেস্তা- জড়াথ্রুষ্টীয় পার্শিক ।
vi ) গ্রন্থ সাহেব-শিখ ধর্ম গ্রন্থ।
জাতি
1) পার্সি– পারস্য দেশের/ ইরানের নাগরিক।
2) জৈন – ভারতীয় নাস্তিক দর্শন সম্প্রদায় (মহাবীর এই ধর্মের প্রতিষ্ঠাতা) ।
3) ইহুদি– প্রাচীন হিব্রু জাতির মানুষ।
4) সাঁওতাল, ভিল– ভারতীয় উপমহাদেশের আদিম জনগোষ্ঠী।
5) গারো – গারো পাহাড়ের ক্ষুদ্র আদিবাসী সম্প্রদায় ।
6) চার্বাক – ভারতীয় একটি চরমপন্থী নাস্তিক দার্শনিক সম্প্রদায়। (দেবগু্রু বৃহস্পতি এই দর্শন শুরু করেছেন)।
স্থান
i) নীলাচল – জগন্নাথ ধাম, নীলাদ্রী পর্বতের পাদদেশে অবস্থিত।
ii) কাশী – বারাণসীতে অবস্থিত হিন্দুদের তীর্থস্থান। বরুনা ও অসি নদীর মধ্যস্থলে অবস্থিত ।
iii) মথুরা– রাজা কংসের রাজধানী। উত্তর প্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত।
iv) বৃন্দাবন – উত্তর প্রদেশে অবস্থিত শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র।
v) বুদ্ধগয়া – বর্তমানে বিহারের ‘গয়ার নিকটে অবস্থিত। এখানে গৌতম বুদ্ধ বোধী লাভ করেছিলেন।
vi) জেরুজালেম– প্রাচীন প্যালেস টাইনের শহর।
vii) মদিনা– আরব দেশের মক্কা শহরে ২৪৮ মাইল উঃ-পশ্চিমে অবস্থিত একটি শহর । মুসলিম ধর্মের পবিত্র তীর্থস্থান ।
x) কাবা-ভবন – আরব দেশের বিখ্যাত শহর মক্কা। পবিএ মসজিদের অন্দরমহল হলো কাবাভবন ।
এখানে ভবন একটি কালো পাথর, আছে। যা হযরত আদমের সর্গ থেকে চ্যুত হয়েছিল।
xi) কন্দর– হৃদয়ের গভীর স্থান/ গুহা।
ধর্মপ্রচারক
a) ঈসা – ‘যিশু-খ্রিস্ট, হিব্র ‘ যিস’ শব্দ থেকে ঈসা শব্দটি এসেছে।
b) কনফুসিয়াস– চিনের একজন বিখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ।
c) নবী– ইসলাম মতে ঈশ্বর প্রেরিত দূত। আরবি শব্দ নদী ।
d) মুসা– ইহুদিদের ধর্ম প্রচারক মোজেশ।
e) শাক্যমুনি- ভগবান বুদ্ধ গৌতমবুদ্ধ। শাক্য বংশে জন্ম হওয়ার কারনে শাক্যমুনি নাম বুদ্ধদেবের।
f) বাঁশির কিশোর বলতে বোঝায় -শ্রী-কৃষ্ণ।
সাম্যবাদী কবিতার MCQ
১. সাম্যবাদী কবিতাটি কার লেখা-
ক) ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) কাজী নজবুল ইসলাম
গ) বিবেকানন্দ
ঘ) ইশ্বরচন্দ্র গুপ্ত
Ans: খ) কাজী নজবুল ইসলাম
২. সাম্যবাদী কবিতার উৎস-
ক) রাধারানী কাব্যগ্রন্থ
খ) আনন্দমঠ
গ) সাম্যবাদী কাব্যগ্রন্থ
ঘ) কোনটিই নয়
Ans: গ) সাম্যবাদী কাব্যগ্রন্থ
সাম্যবাদী কবিতার MCQ MOCK TEST CLASS 11
৩. সাম্যবাদী কবিতাটি কবে প্রকাশিত হয়
ক) ১৯২৫ সালে
খ) ১৬৭০ সালে
গ) ২০২০ সালে
ঘ) ১৯৮৫ সালে
Ans: ক) ১৯২৫ সালে
৪. সাম্যবাদী কবিতাটি কোন প্রত্রিকায় প্রকাশিত হয় –
ক) আনন্দমঠ
খ) লাঙ্গল
গ) সন্দেশ
ঘ) সমাচার দর্পণ
Ans: খ) লাঙ্গল
৫. সাম্যবাদী কবিতাটিতে কয়টি জাতির উল্লেখ আছে
ক) ১৫ টি
খ) ১২ টি
গ) ১০ টি
ঘ) ৫ টি
Ans: গ) ১০ টি
৬. হিন্দুদের ধর্ম গ্রন্থের নাম –
ক) বাইবেল
খ) বেদান্ত
গ) ত্রিপিটক
ঘ) কোরান
Ans: খ) বেদান্ত
৭. বৌদ্ধ দের ধর্ম গ্রন্থের নাম –
ক) বাইবেল
খ) বেদান্ত
গ) ত্রিপিটক
ঘ) কোরান
Ans: গ) ত্রিপিটক
৮. ইসলাম ধর্মগ্রন্থ কোনটি –
ক) বাইবেল
খ) বেদান্ত
গ) ত্রিপিটক
ঘ) কোরান
Ans: ঘ) কোরান
৯. জেন্দাবেস্তা কাদের ধর্ম গ্রন্থ
ক) পার্শিকদের
খ) শিখদের
গ) হিন্দুদের
ঘ) বৌদ্ধদের
Ans: ক) পার্শিকদের
১০. ইহুদিদের ধর্ম প্রচারক কে –
ক) গৌতম বুদ্ধ
খ) ইসা
গ) মোজেশ
ঘ) শ্রীকৃষ্ণ
Ans: গ) মোজেশ
১১. বাঁশির কিশোর বলতে কাকে বোঝান হয়েছে ?
ক) রাখালকে
খ) নবীকে
গ) শ্রী কৃষ্ণকে
ঘ) কোনটিই নয়
Ans: গ) শ্রী কৃষ্ণকে
১২. ইসলাম মতে নবী কে-
ক) সাম্যবাদী মানুষ
খ) ঈশ্বর প্রেরিত দূত
গ) কবি
ঘ) নাট্যকার
Ans: খ) ঈশ্বর প্রেরিত দূত
১৩. শাক্যমুনির আরেক নাম –
ক) গুরুদ্রোন
খ) গৌতম বুদ্ধ
গ) পরশুরাম
ঘ) বিশ্বামিত্রা
Ans: খ) গৌতম বুদ্ধ
১৪. কন্দর শব্দের অর্থ কি ?
ক) বন্দর
খ) পর্বতের গুহা
গ) অন্দরমহল
ঘ) গৃহ
Ans: খ) পর্বতের গুহা
১৫. নীলাচল শব্দের অর্থ কি
ক) নীল পাখি
খ) নীল সমুদ্র
গ) নীল বর্ণযুক্ত পাহাড়
ঘ) নীল আকশ
Ans: গ) নীল বর্ণযুক্ত পাহাড়
১৬. সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গেয়েছেন?
ক) সাম্যের
খ) স্বাধীনতার
গ) মিত্রতার
ঘ)কোনটি নয়
Ans: ক) সাম্যের
১৭. যেখানে আসিয়া এক হয়ে গেছে- “যেখানে” বলতে বোঝানো হয়েছে হৃদয়ে। –
ক)তেপান্তরের মাঝে
খ) গগনে
গ) মানব হৃদয়ে
ঘ) সমুদ্রে
Ans: গ) মানব হৃদয়ে
১৮. নজরুল ইসলামের মতে এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির ____ নেই।
ক) ধাম
খ) ইসা
গ) কন্দর
ঘ) কাবা
Ans : ঘ) কাবা
১৯. আরব দুলাল কোথায় বসে কোরানের সাম-গান শুনতেন-
ক) বনে
খ) কন্দরে
গ) পাহাড়ে
ঘ) বন্দরে
Ans: খ) কন্দরে
২০. কে মহা বেদনার ডাক শুনেছিল –
ক) শ্রী কৃষ্ণ
খ) নবী
গ) যিশু
ঘ) শাক্যমুনি
Ans: ঘ) শাক্যমুনি
২১. সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তগত-
ক) সাম্যবাদী
খ) ইলিয়াড
গ) ওডিসি
ঘ) মহাভারত
Ans: ক) সাম্যবাদী
২২. মানব হৃদয়ে এসে কী এক হয়ে যায় ?
ক) সব বাঁধা
খ) মিলেমিশে
গ) সব বাধা, ব্যবধান
ঘ) কোনটিই নয়
Ans: গ) সব বাধা, ব্যবধান
২৩. দেউল শব্দের অর্থ হলো মন্দির-
ক) মসজিদ
খ) দেবালয়
গ) বৌদ্ধপীট
ঘ) মক্কা
Ans: খ) দেবালয়
২৪. সাম্যবাদী কবিতায় কটি ধর্মের উল্লেখ আছে –
ক) ১০ টি
খ) ৭ টি
গ) ৫ টি
ঘ) ১২ টি
Ans: গ) ৫ টি
২৫. সাম্যবাদী, কবিতায় কটি পর্বতের উল্লেখ আছে-
ক) ৭ টি
খ) ১৪টি
গ) ১০টি
ঘ) ১টি
Ans: ঘ) ১টি
২৬. জড়াথ্রুষ্টপন্থী যে জাতীর কথা সাম্যবাদী কবিতায় পাওয়া যায় তা হলো-
ক) মুণ্ডা
খ) ফরাসি
গ) পার্সি
ঘ) জৈন
Ans: গ) পার্সি
২৭. সাম্যবাদী কবিতায় চিনের কোন ধর্ম গুরুর কথা বলা হয়েছে-
ক) মেগাস্থিনিস
খ) গৌতম বুদ্ধ
গ) শীল্ভ্দ্র
ঘ) কনফুসিয়াস
Ans: ঘ) কনফুসিয়াস
২৮. মানুষ কোথায় দেবতা, ঠাকুরকে খোঁজ করে ?
ক) মসজিদে
খ) মৃত পুঁথির কঙ্কালে
গ) গুহায়
ঘ) সমুদ্রে
Ans: খ) মৃত পুঁথির কঙ্কালে
২৯. সাম্যবাদী কবিতায় সত্যের পরিচয় পেয়েছেন –
ক) ঈসা-মুসা
খ) কবি
গ) পার্শিরা
ঘ) শ্রী কৃষ্ণ
Ans: ক) ঈসা-মুসা
৩০. মহাগীত পেয়েছেন-
ক) গায়ক
খ) কিশোরী
গ) বাঁশির কিশোর
ঘ) শ্রী কৃষ্ণ
Ans: গ) বাঁশির কিশোর
৩১. মহাগীতা গাওয়া হয়েছে-
ক) যুদ্ধক্ষেত্রে
খ) কৃষিক্ষেতে
গ) বিদ্রোহে
ঘ) সংগ্রামে
Ans: ক) যুদ্ধক্ষেত্রে
৩২. সাম্যবাদী কবিতায় মেষের রাখাল হলেন –
ক) বালকেরা
খ) নবীরা
গ) প্রবীণরা
ঘ) কিশোরীরা
Ans: খ) নবীরা
৩৩. মানুষ কিসের দ্বারা পুঁথি ও কেতাব বয়ে নিয়ে যায় ?
ক) ব্যাগে
খ) কাঁধে
গ) মাথায়
ঘ) পেটে- পিঠে- কাঁধে – মগজে
Ans: ঘ) পেটে- পিঠে- কাঁধে – মগজে
৩৪. কী নিয়ে দোকানে দর কষাকষি চলে ?
ক) মাল্প্ত্র
খ) ধর্মগ্রন্থ
গ) গল্পের বই
ঘ) চাল, ডাল
Ans: খ) ধর্মগ্রন্থ
৩৫. পথে ফোটে-
ক) তাজা ফুল
খ) বনফুল
গ) সুগন্ধি ফুল
ঘ) কোনটিই নয়
Ans: ক) তাজা ফুল
৩৬. যে যুগে মহাপুরুষের আবির্ভাব হয় তাকে বলা হয় –
ক) যুগান্তর
খ) অবতার
গ) যুগাবতার
ঘ) মহর্ষি
Ans: গ) যুগাবতার
৩৭. ‘হিয়া শব্দের অর্থ হল –
ক) হীনব্যক্তি
খ) হৃদয়
গ) হরণ
ঘ) হরিণ
Ans: খ) হৃদয়
৩৮. রাজমুকুট কোথায় অসে লুটিয়ে পড়ে –
ক) চরণে
খ) ভূমিতে
গ) মানব হৃদয়ে
ঘ) ধুলায়
Ans: গ) মানব হৃদয়ে
৩৯. খোদার মিতা কারা ?
ক) নবীরা
খ) সবাই
গ) জনগণ
ঘ) মানুষরা
Ans: ক) নবীরা
৪০. মহাবেদনার ডাক শুনেছিল কে ?
ক) মহেশ্বর
খ) যিশু
গ) শাক্যমুনি
ঘ) মহাবীর
Ans: গ) শাক্যমুনি
আরো পড়ুনঃ
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MCQ
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য
- Class 11 Sanskrit | রামায়ন,মহাভারত MCQ
- একাদশ শ্রেণীর দর্শন | জ্ঞানের উৎসসমূহ MCQ
- একাদশ শ্রেণীর দর্শন|দর্শনের স্বরূপ ও শাখা MCQ
- পুঁইমাচা গল্পের MCQ প্রশ্ন উত্তর
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ । একাদশ শ্রেণি ।