ধর্মদর্শন থেকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হল – খ্রীষ্টান ধর্মের বৈশিষ্ট্যসমূহ।
খ্রীষ্টান ধর্মের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা কর
খ্রীষ্টধর্ম একেশ্বরবাদে বিশ্বাসী। খ্রীষ্টধর্মকে বিশ্লেষণ করলে খ্রীষ্টধর্মের মূল কতকগুলি বৈশিষ্ট্য পাওয়া যায়।
১. ঈশ্বর হলেন অসীম
খ্রীষ্টধর্মে ঈশ্বরকে অস্তিত্ববান বলা হয়েছে। জগৎ হলে সসীম সসীম জগতের সৃষ্টিকর্তা কখনও সসীম হতে পারে না, তা অবশ্যই অসীম হবে খ্রীষ্টমতে, এই অসীম সত্ত্বা বা ঈশ্বর জগতের উৎসমূল, তার অতিরিক্ত জগতে আর কিছু নেই।
২. জগতের স্রষ্টা
খ্রীষ্ট্রমতে, ঈশ্বর কেবল অনন্ত ও অসীম হয়, ঈশ্বর হলেন বিশ্বজগতের সৃষ্টিকর্তা। মানুষও কিছু সৃষ্টি করে কিন্তু মানুষের সৃষ্টি শর্তযুক্ত। মানুষের সৃষ্টির জন্য কিছু উপাদান লাগে। খ্রীষ্ট্রমতে, ঈশ্বরের সৃষ্টি মানুষের মতো নয় কারণ ঈশ্বর শর্তহীন ভাবে শূন্য উপাদান থেকে জগৎ সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টিলগ্নে ঈশ্বর ভিন্ন আর কিছুই ছিলনা।
৩. ঈশ্বর ব্যক্তিবাচক
খ্রীষ্টানদের ধর্মীয় বিশ্বাস হল ঈশ্বর পুরুষগুন সম্পন্ন বা ব্যক্তিবাচক। তবে, ঈশ্বর মানুষের মতো কোনো বিশেষ ব্যক্তি নয়। ঈশ্বরকে ব্যক্তিবাচক বলার অর্থ হল আংশিকভাবে হলেও মানুষকে সৃষ্টি করার জন্য তার মধ্যে ব্যক্তিসূচক গুণের প্রকাশ পায়।
৪. প্রেমময় কল্যাণময়
প্রেম, ভালোবাসা মঙ্গলকামনা ঈশ্বরের ২টি গুণ বা ধর্ম। অর্থাৎ ঈশ্বর নিঃশব্দভাবে ঈশ্বরের আগন্তুক কোনো ধর্ম নয়। তা হল ঈশ্বরের স্বভাব ধর্ম। যীশুখ্রীষ্টের জীবন দেখলে আমরা এটা বুঝতে পারি যে, তিনি পূর্নবান ও পাপী সকল মানুষের মধ্যে প্রেম, ভালোবাসাকে বিতরণ করেছেন।
৫. একেশ্বরবাদ
খ্রীষ্টধর্ম হল একেশ্বরবাদী খ্রীষ্টধর্মে ঈশ্বর এক ও অদ্বিতীয়। যিশুখ্রিস্টের আদর্শকে ধর্মের মানদন্ড মনে করে খ্রীষ্টধর্মের মানুষ এক ঈশ্বরের ভজনা করেন। আধ্যাত্মিক উপলব্ধি হলে বিশ্বব্যাপী এক ঈশ্বরের পুত্র রূপে মানুষ একে অপরের সাথে প্রেমময় বন্ধনে আবদ্ধ হয়।
আরো পড়ুন:
- আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো
- অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব
- জৈনদের অনেকান্তবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো
- চার্বাক নীতি তত্ত্ব -সুখবাদ কী?
- ভারতীয় দর্শন | Indian Philosophy |দর্শন শব্দের অর্থ
- প্রশ্ন উত্তরে চার্বাক দর্শন