একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ

আজকের পর্বে একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ আলোচনা করতে চলেছি। একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়-তুলনামূলক আলোচনা( comparative studies) থেকে পরীক্ষার উপযোগী কিছু MCQ  প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ।

যেসব ছাত্র ছাত্রী একাদশ শ্রেণীর ইতিহাস Semester-1 MCQ question answers | ইতিহাস class 11 chapter 3 খুঁজে চলেছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ |
একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ |

একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়

“তুলনামূলক আলোচনা”থেকে MCQ 

 

1) “মানুষ হলো এমন একধরনের প্রানী যারা পলিসে বসবাস করে” – কে  বলেছেন ?

ক) অ্যারিস্টটল

খ) থুকিডিডিস

গ) হেরোডোটাস

ঘ) প্লেটো

Ans: ক) অ্যারিস্টটল ।

 

2) মাইসিনিও  সভ্যতার অবসান হয়-

ক) 1100 খ্রিঃপূঃ

খ) 1300খ্রিঃপূঃ

গ) 1400 খ্রিঃপূঃ

ঘ) 1500 খ্রিঃপূঃ

Ans: ক) 1100 খ্রিঃপূঃ।

 

3) পাহাড়ের শীর্ষে অবস্থিত পলিস শাসনকেন্দ্র পরিচিত ছিল__________ নামে ।

ক) অক্টোপলিস

খ) অ্যাগোরা

গ) অ্যাপেলা

ঘ ) অ্যাক্রোপলিস

Ans: ঘ ) অ্যাক্রোপলিস ।

 

4) গ্রিক নগর রাষ্ট্র গুলির অন্যতম অংশ ছিল –

ক) অক্টোপলিস

খ) পার্শ্বিপলিস

গ) নেক্রোপলিস

ঘ) অ্যাগোরা

বিকল্পঃ

i) ক,ঘ ঠিক এবং খ, গ ভুল

ii) ক, খ, ঘ ঠিক এবং গ ভুল

iii) ক, গ, ঘ ঠিক এবং খ ভুল

iv)ক , খ ঠিক এবং গ, ঘ ভুল

Ans: i) ক,ঘ ঠিক এবং খ, গ ভুল ।


একাদশ শ্রেণী ইতিহাস প্রথম অধ্যায় Mcq Mock Test


5) পলিটিক্স গ্রন্থটি কার লেখা-

ক) অ্যারিস্টটল

খ) ফিলিপাস

গ) গথিকাস

ঘ) ক্লডিয়াস

Ans: ক) অ্যারিস্টটল।

 

6) পলিস গুলিতে  অনাগরিক বলে গণ্য হত –

ক) মহিলা

খ) সম্রাট

গ) ক্রীতদাস

ঘ) বিদেশি

বিকল্পঃ

i) ক, খ, ঠিক এবং গ, ঘ ভুল

ii) ক, গ, ঠিক এবং খ, ঘ ভুল

iii)  ক, খ, ঠিক এবং গ ভুল

iv) ক, গ, ঘ ঠিক এবং খ ভুল

Ans: iv)  ক, গ, ঘ ঠিক এবং খ ভুল।

 

7) এথেন্সে শাসন কাঠামো ছিল-

ক) রাজতান্ত্রিক

খ)  প্রজাতান্ত্রিক

গ) অভিজাত

ঘ) গণতান্ত্রিক

Ans: ঘ) গণতান্ত্রিক ।

 

8) স্পার্টায় শাসন কাঠামো ছিল –

ক) রাজতান্ত্রিক

খ) অভিজাত তান্ত্রিক

গ) প্রজাতান্ত্রিক

ঘ) গণতান্ত্রিক

Ans: খ) অভিজাত তান্ত্রিক ।

 

9) পলিসগুলি শাসন কাঠামোর সঙ্গে মুক্ত ছিল-

ক) অ্যাপেলা

খ) হেলাইয়া

গ) একলেজিয়া

ঘ) নেক্রোপলিস

বিকল্পঃ

i) ক, খ, ঘ ঠিক এবং গ ভুল

ii) ক, খ ঘ ঠিক এবং খ ভুল

iii) ক, খ গ ঠিক এবং ঘ ভুল

iv) খ, গ, ঘ ঠিক এবং ক ভুল

Ans: iii) ক, খ গ ঠিক এবং ঘ ভুল।

 

10) গেরুসিয়া হলো –

ক) স্পাটার পরিষদ

খ) এথেন্সের পরিষদ

গ) রোমান পরিষদ

ঘ) স্পাটার সমিতি

Ans: ক) স্পাটার পরিষদ ।

 

11) মূলত _____ আক্রমণে  পলিসের  পতন ঘটে ।

ক) ম্যসিডনের

খ) পারস্যের

গ) মিশরের

ঘ) ইরানের

Ans:  ক) ম্যসিডনের । 


আরো পড়ুনঃ


 

1 thought on “একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ”

  1. একাদশ শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায়ের mock test চাই

    Reply

Leave a comment