দশম শ্রেণীর ইতিহাস | দ্বিতীয় অধ্যায় MCQ

মাধ্যমিক ইতিহাস –দ্বিতীয় অধ্যায় (সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা)থেকে গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্নউত্তর আজ আমরা আলোচনা করতে চলেছি – | আশা রাখি , মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী হতে  চলেছে আজকের এই বিষয় ।     

 যেসব ছাত্রছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 2 খুঁজে চলেছ তাদের খুবই উপকারে লাগবে। আগত পরীক্ষার জন্য আলোচ্য এই MCQ প্রশ্নউত্তর গুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

এই পর্বের আলোচ্য বিষয়ঃ-  দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা MCQ | 

দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা MCQ  |
দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা MCQ |

 

দশম শ্রেণির ইতিহাস

দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা MCQ                                             

দ্বিতীয় অধ্যায় থেকে MCQ  প্রশ্নউত্তরঃ 

১.  ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত ‘তিন আইন’-এর অন্তর্ভুক্ত ছিল না-

(ক) বাল্যবিবাহ

(খ) বহুবিবাহ

(গ) বিধবাবিবাহ

(ঘ) সতীদাহ।

Ans: () সতীদাহ।

 

 ২. “ব্রহ্মানন্দ” নামে পরিচিত ছিলেন- 

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) রাধাকান্ত দেব

(গ)কেশবচন্দ্র সেন

(ঘ) শিবনাথ শাস্ত্রী

Ans: ()কেশবচন্দ্র সেন । 

 

৩. ‘নীলদর্পণ’ রচনা করেন- 

(ক) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(গ) দীনবন্ধু মিত্র

(গ) মধুসুদন গুপ্ত

(ঘ) কালীপ্রসন্ন সিংহ

Ans: () দীনবন্ধু মিত্র । 

 

 ৪. ভারতে পাশ্চাত্য শিক্ষার ‘ম্যাগনাকার্টা’ বলা হয়-

(ক) মেকলে মিনিটকে

(খ) উডের ডেসপ্যাচকে

(গ) বেন্টিংকের  ঘোষণাকে

(ঘ) সনদ আইনকে।

Ans: () উডের ডেসপ্যাচকে । 

 

৫. ‘মধ্যবিত্ত শ্রেণি’ কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায়- 

(ক) সম্বাদ কৌমুদী

(খ) সংবাদ প্রভাকর

(গ) বঙ্গদূত

(ঘ) জ্ঞানান্বেষণ পত্রিকায়।

Ans: (গ) বঙ্গদূত। 

 

৬. ‘নীলদর্পণ’ নাটককে ‘আংকল টমস্ কেবিন’-এর সমতুল্য বলে মনে করেছেন-

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) রাধাকান্ত দেব

(ঘ) রামমোহন রায়।

Ans: (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 


আরো পড়ুন –


 

৭. হিন্দু কলেজের বর্তমান নাম- 

(ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

(খ) সুরেন্দ্রনাথ কলেজ

(গ) রামমোহন কলেজ

(ঘ) বিদ্যাসাগর কলেজ

Ans: (ক) প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 

 

৮. ব্রাহ্মধর্মের প্রবর্তক ছিলেন-

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) রামমোহন রায়

(গ) রামকৃত্ব পরমহংসদেব

(ঘ) নিবেদিতা

Ans: (খ) রামমোহন রায় ।

 

৯. ‘তত্ত্ববোধিনী সভা’-এর প্রতিষ্ঠাতা কে ?

(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর

(খ) কেশব সেন

(গ) রামমোহন রায়

(ঘ) বিজয়কৃষ্ণ গোস্বামী

Ans:  (ক) দেবেন্দ্রনাথ ঠাকুর । 

 

১০. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন-

(ক) জগদীশচন্দ্র বসু

(খ) রসিকলাল দত্ত

(গ) মধূসুদন দত্ত

(ঘ) ভোলানাথ বসু

Ans: (খ) রসিকলাল দত্ত । 

 

১১. কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন-

(ক) উইলিয়াম বেন্টিঙ্ক

(খ) ক্যানিং

(গ) ডালহৌসি

(ঘ) ওয়েলেসলি

Ans: (ক) উইলিয়াম বেন্টিঙ্ক ।   

 

১২. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন-

(ক) ডালহৌসি

(খ) ওয়েলেসলি

(গ) ক্যানিং

(ঘ) লিটন

Ans: (গ) ক্যানিং । 

 

১৩. কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম- 

(ক) হিন্দু প্যাট্রিয়ট

(খ) ইন্ডিয়ান মিরর

(গ) ন্যাশনাল পেপার

(ঘ) সোমপ্রকাশ

Ans: (খ) ইন্ডিয়ান মিরর । 

 

১৪. গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেন-

(ক) হরিনাথ মজুমদার

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) হরিশচন্দ্র মুখার্জি

Ans: (ক) হরিনাথ মজুমদার । 

 

১৫. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন- 

(ক) রামমোহন রায়

(খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) দীনবন্ধু মিত্র

(ঘ) হরিশচন্দ্র মুখার্জি

Ans: (ঘ) হরিশচন্দ্র মুখার্জি । 

 

১৬. স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন-

(ক) ১৮৯০ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে

Ans: (গ) ১৮৯৭ খ্রিস্টাব্দে । 

 

১৭. প্রাচ্য-পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান- 

(ক) লর্ড কর্নওয়ালিশ

(খ) লর্ড বেন্টিঙ্ক

(গ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড ওয়েলেসলি

Ans: (খ) লর্ড বেন্টিঙ্ক । 

 

১৮. ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন- 

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড রিপন

(গ) লর্ড কর্নওয়ালিশ

(ঘ) লর্ড ডালহৌসি

Ans: (গ) লর্ড কর্নওয়ালিশ । 

 

১৯. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল-

( ক) রাজা রামমোহন রায়

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) ডেভিড হেয়ার

(ঘ) ড্রিংকওয়াটার বিটন (বেথুন)

Ans: (খ) কালীপ্রসন্ন সিংহ । 

 

২০. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-

(ক) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(খ) জেমস উইলিয়াম কোলভিল

(খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ

(ঘ) ডেভিড হেয়ার

Ans: (খ) জেমস উইলিয়াম কোলভিল । 

 

২১. শিক্ষা না হলে আমাদের পশুজন্ম মুচবে না।’ একথা বলেছেন-

(ক) স্বামী বিবেকানন্দ

(খ) রাজা রামমোহনরায়

(গ) বিদ্যাসাগর

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

Ans: (ক) স্বামী বিবেকানন্দ । 

 

২২. কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে-

(ক) ১৭৬১ খ্রিস্টাব্দে

(খ) ১৭৭১ খ্রিস্টাব্দে

(গ) ১৭৮১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৯১ খ্রিস্টাব্দে

 Ans:  (গ) ১৭৮১ খ্রিস্টাব্দে । 

 

২৩. উনিশ শতকের নবজাগরণকে ‘ঐতিহাসিক প্রতারণা’ বলেছেন- 

(ক) অশোক মিত্র

(খ) যদুনাথ সরকার

(গ) রমেশচন্দ্র দত্ত

(ঘ) বিনয় ঘোষ

Ans: (ঘ) বিনয় ঘোষ । 

 

২৪. ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত ১ লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়- 

(ক) ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে

(খ)১৮২৩ খ্রিস্টাব্দের সনদ আইনে

(গ) ১৮৩৩ খ্রিস্টাব্দের সনদ আইনে

(ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দের সনদ আইনে

Ans:  (ক) ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে । 

 

২৫. সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হল- 

(ক) রেগুলেশন-XVII

(খ) রেগুলেশন-XVI

(গ) রেগুলেশন-XV

(ঘ) রেগুলেশন-XIV

Ans: (ক) রেগুলেশন-XVII  ।

 

২৬. ‘ ফকির অফ জঙ্গিরা’ কাব্যগ্রন্থটি রচনা করেন- 

(ক) কেশবচন্দ্র সেন

(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) ডিরোজিও

Ans: (ঘ) ডিরোজিও । 

 

২৭. ভারতে চিকিৎসাবিদ্যার পাঠক্রমে শব ব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন-

(ক) হেনরি হ্যারি গুডিভ

(খ) মধূসুদন গুপ্ত

(গ) পিটার গ্রান্ট

(ঘ) সূর্যকুমার চক্রবর্তী

Ans: (খ) মধুসুদন গুপ্ত । 

 

 ২৮. ‘আধুনিক ভারতের জনক’ বলা হয়-

(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে

(খ) রামমোহন রায়কে

(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে,

(ঘ) দেবেন্দ্রনাথ ঠাকুরকে

Ans: (খ) রামমোহন রায়কে । 

 

২৯.  ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন- 

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) রাধাকান্ত দেব

(ঘ) রামমোহন রায়

Ans: (খ) কেশবচন্দ্র সেন । 

 

৩০. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ করেন-

(ক) মাইকেল মধূসুদন দত্ত

(খ) দীনবন্ধু মিত্র

(গ) জেমস লঙ

(ঘ) জেমস মিল।

Ans: (ক) মাইকেল মধুসুদন দত্ত । 

 

৩১. ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন- 

(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

(খ) শ্রীরামকৃষ্ণ

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) স্বামী বিবেকানন্দ।

Ans: (ঘ) স্বামী বিবেকানন্দ।

 

৩২. এনকোয়ারার’ পত্রিকা ছিল- 

(ক) রামমোহনপন্থীদের

(খ) প্রাচীন পন্থীদের

(গ) নব্যপন্থীদের

(ঘ) নব্যবঙ্গীয়দের।

Ans: (ঘ) নব্যবঙ্গীয়দের।

 

৩৩. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন- 

(ক) শিবনাথ শাস্ত্রী

(খ) বিদ্যাসাগর

(গ) কেশবচন্দ্র সেন

(ঘ) রামমোহন রায়।

Ans: (ঘ) রামমোহন রায়।

 

৩৪. বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) উমেশচন্দ্র দত্ত

(খ) শিশির কুমার ঘোষ

(গ) কৃষ্ণচন্দ্র মজুমদার

(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ।

Ans: (ক) উমেশচন্দ্র দত্ত । 

 

৩৫. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-

(ক) উইলিয়াম কোলভিল

(খ) স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(গ) লর্ড ক্যানিং

(ঘ) স্যার আশুতোষ মুখোপাধ্যায়।

Ans: (গ) লর্ড ক্যানিং। 

 

৩৬. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-

(ক) স্বর্ণকুমারী দেবী

(খ) অক্ষয়কুমার দত্ত

(গ) শিশির কুমার ঘোষ

(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর।

Ans: (খ) অক্ষয়কুমার দত্ত ।  

 

৩৭. রাজা রামমোহন রায়ের ‘তুহাফৎ-উল-মুয়াহিদ্দিন’ গ্রন্থটি লেখা হয়েছিল-

(ক) বাংলায়

(খ) হিন্দিতে

(গ) ইংরেজিতে

(ঘ) ফারসিতে।

Ans: (ঘ) ফারসিতে।

 

৩৮. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়-

(ক) ১৮৫৫ খ্রিঃ

(খ) ১৮৫৪ খ্রিঃ

(গ)১৮৫৬ খ্রিঃ

(ঘ) ১৮৩৫ খ্রিঃ।

Ans: (খ) ১৮৫৪ খ্রিঃ ।

 

৩৯. ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-

(ক) কালীপ্রসন্ন সিংহ

(খ) মাইকেল মধুসুদন দত্ত

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ)  রেভা: জেমস লক।

Ans: (ঘ)  রেভা: জেমস লক।

 

৪০. সতীদাহ প্রথা রদ হয়- 

(ক) ১৮০০ খ্রিস্টাব্দে

(খ) ১৮২৯ খ্রিস্টাব্দে

(গ) ১৮৩০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে।

Ans: (খ) ১৮২৯ খ্রিস্টাব্দে। 

 

৪১.  সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন-

(ক) বিজয়কৃষ্ণ গোস্বামী

(খ) স্বামী বিবেকানন্দ

(গ) শ্রীরামকৃষ্ণ

(ঘ) কেশবচন্দ্র সেন।

Ans: (গ) শ্রীরামকৃষ্ণ ।

 

৪২. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়- 

(ক) ১৭১৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে

(গ) ১৮১০খ্রিস্টাব্দে

(ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে।

Ans: (ঘ) ১৮২৩ খ্রিস্টাব্দে।

 

৪৩. উনিশ শতকের নারীশিক্ষার সঙ্গ্যে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল-

(ক) বেথুন স্কুল

(খ) স্কটিশ চার্চ স্কুল

(গ) হেয়ার স্কুল,

(ঘ) হিন্দু স্কুল।

Ans: (ক) বেথুন  স্কুল।

 

৪৪. ইয়ং বেঙ্গাল বা নব্যবঙ্গ বলা হত-

(ক) ডিরোজিওর অনুগামীদের

(খ) রামমোহনের অনুগামীদের

(গ) রামকৃষ্ণের অনুগামীদের

(ঘ) বিবেকানন্দের অনুগামীদের।

Ans: (ক) ডিরোজিওর অনুগামীদের।

 

৪৫. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন-

(ক) ডেভিড হেয়ার

(খ) টমাস ব্যাবিংটন মেকলে

(গ) উইলিয়াম জোনস

(ঘ) চার্লস মেটকাফ।

Ans:  (গ) উইলিয়াম জোনস।

 

৪৬. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি-

(ক) ব্যঙ্গাত্মক নাটক

(খ) জীবনীমূলক নাটক

(গ) ধর্মীয় নাটক

(ঘ) জাতীয়তাবোধমূলক নাটক।

Ans: (ঘ) জাতীয়তাবোধমূলক নাটক।

 

৪৭. ‘যত মত তত পথ’ বলতে শ্রীরামকৃত্ব বোঝাতে চেয়েছিলেন-

(ক) নব্য বেদান্তবাদের আদর্শ

(খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ

(গ) পৌত্তলিকতার আদর্শ

(ঘ) নবজাগরণের আদর্শ।

Ans: (খ) সর্বধর্মসমন্বয়ের আদর্শ।

 

৪৮. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রি) তৈরি হয়েছিল-

(ক) প্রাচ্য বিদ্যাচর্চার জন্য

(খ) পাশ্চাত্য বিদ্যাচর্চার জন্য

(গ) সামরিক বিদ্যাচর্চার জন্য

(ঘ) হিন্দু ও ইসলামীয় আইনচর্চার জন্য।

Ans: (ক) প্রাচ্য বিদ্যাচর্চার জন্য।

 

৪৯. উনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল-

(ক) সোমপ্রকাশ পত্রিকার

(খ) বঙ্গদর্শন পত্রিকার

(গ) গ্রামবার্তা প্রকাশিকার

(ঘ) বামাবোধিনী পত্রিকার।

Ans: (ঘ) বামাবোধিনী পত্রিকার।

 

৫০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-

(ক) মধুসুদন রায়

(খ) উমেশচন্দ্র দত্ত

(গ) হরিশচন্দ্র মুখোপাধ্যায়

(ঘ) গিরিশচন্দ্র ঘোষ।

Ans: (ঘ) গিরিশচন্দ্র ঘোষ।

 

৫১. রামমোহন রায় আংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন-

(ক) ১৮২১ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ

(গ) ১৮১৫ খ্রিঃ

(ঘ) ১৮২৬ খ্রিঃ

Ans: (গ) ১৮১৫ খ্রিঃ । 

 

৫২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়  বৃত্তি প্রাপক ছিলেন-

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(খ) বিদ্যাসাগর

(গ) আনন্দমোহন বসু

(ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।

Ans: (ঘ) আশুতোষ মুখোপাধ্যায়।

 

৫৩. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি. এ পরীক্ষা অনুষ্ঠিত হয়-

(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে।

Ans: (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে।

 

৫৪. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-

(ক) ডা. এম জে ব্রামলি

(খ) ডা. এইচ এইচ গুডিভ

(গ) ড. এন ওয়ালিশ

(ঘ) ড. জে গ্রান্ট।

Ans:  (ক) ডা. এম জে ব্রামলি ।

 

৫৫. নব্য বেদান্ত বলা হয়-

(ক) শঙ্করাচার্যের বেদান্তকে

(খ) শ্রীরামকৃষ্ণের মতবাদকে

(গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে

(ঘ) স্বামী রত্নানন্দের মতবাদতে।

Ans: (গ) স্বামী বিবেকানন্দের মতবাদকে ।

 

৫৬. ‘হুতোম প্যাঁচা’ কার ছদ্মনাম-

(ক) প্যারীচাঁদ মিত্র

(খ) কালীপ্রসন্ন সিংহ

(গ) শিবনাথ শাস্ত্রী

(ঘ) কেশবচন্দ্র সেন-এর।

Ans: (খ) কালীপ্রসন্ন সিংহ।

 

৫৭. রায়সমাজের মুখপত্র হিল-

(ক) তত্ত্ববোধিনী পত্রিকা

(খ) পার্থেনন পত্রিকা

(গ) সর্বশুভকরী পত্রিকা

(ঘ) ক্যালকাটা ম্যাগাজিন।

Ans: (ক) তত্ত্ববোধিনী পত্রিকা।  

 

৫৮. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন-

(ক) আলেকজান্ডার ডাফ

(খ) ডেভিড হেয়ার

(গ) উইলিয়ম কেরি

(ঘ) ড্রিংকওয়াটার বিটন।

Ans: (ক) আলেকজান্ডার ডাফ। 

 

৫৯. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন-

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড হেস্টিংস

(গ)লর্ড ক্যানিং

(ঘ) লর্ড আমহার্স্ট।

Ans: (ক) ওয়ারেন হেস্টিংস।  

 

৬০. “চুঁইয়ে পড়া” তত্ত্ব প্রচার করেন- 

(ক) কোলব্রুক

(খ) মেকলে

(গ) ডেভিড হেয়ার

(ঘ) উইলিয়ম বেশিঙ্ক।

Ans: (খ) মেকলে ।  

 

৬১.  Downward Filtration Theory-এর প্রবস্তা ছিলেন-

(ক) ড্রিংকওয়াটার বেথুন

(খ) টমাস ব্যাবিংটন মেকলে

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

(ঘ) স্যার চার্লস উড।

Ans:  (খ) টমাস ব্যাবিংটন মেকলে। 

 

৬২.  ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’-এর বর্তমান নাম-

(ক) স্কটিশ চার্চ কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) বঙ্গবাসী কলেজ।

Ans: (ক) স্কটিশ চার্চ কলেজ ।  

 

৬৩. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় –

(ক) ১৮৪২ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ) ১৮৫৪ খ্রিঃ।

Ans: (ক) ১৮৪২ খ্রিঃ ।   

 

৬৪. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর

Ans: (খ) কেশবচন্দ্র সেন ।   

 

৬৫. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়- 

(ক) ১৮৭২ খ্রিঃ

(খ) ১৮৭৮ খ্রিঃ

(গ) ১৮৮২ খ্রিঃ

(ঘ) ১৮৯৩০ খ্রিঃ।

Ans: (গ) ১৮৮২ খ্রিঃ।    

 

৬৬. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন-

(ক) ১৮৩০ খ্রিঃ

(খ) ১৮৩৩ খ্রিঃ

(গ) ১৮৪৩ খ্রিঃ

(ঘ) ১৮৫০ খ্রিঃ ।

Ans: (গ) ১৮৪৩ খ্রিঃ ।  

 

৬৭. বাংলার নবজাগরণ ছিল-

(ক) ব্যপ্তিকেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক

(গ) কলকাতাকেন্দ্রিক

(ঘ) গ্রামকেন্দ্রিক।

Ans: (গ) কলকাতাকেন্দ্রিক ।   

 

৬৮. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী’ একটি সাময়িকপত্র। কারণ এটি-

(ক) বাংলা ভাষায় প্রকাশিত হত

(খ) মাসিক পত্রিকা

(গ) রাজনৈতিক পত্রিকা

(ঘ) দৈনিক পত্রিকা।

Ans:  (খ) মাসিক পত্রিকা।

 

৬৯. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় ?-

(ক) বামাবোধিনী পত্রিকা

(খ) গ্রামবার্তা প্রকাশিকা

(গ) ফিমেল জুভেনাইল সোসাইটি

(ঘ) বেথুন স্কুল।

Ans:  (খ) গ্রামবার্তা প্রকাশিকা ।   

 

৭০. ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল- 

(ক) নদিয়াতে

(খ) ঢাকায়

(গ) শ্রীরামপুরে

(ঘ) কলকাতায়।

Ans: (খ) ঢাকায়।   

 

৭১. ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল- 

(ক) তত্ত্ববোধিনী পত্রিকা

(খ) পার্থেনন পত্রিকা

(গ) সর্বশুভকরী পত্রিকা

(ঘ) ক্যালকাটা ম্যাগানি

Ans: (ক) তত্ত্ববোধিনী পত্রিকা ।  

 

৭২. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন

(ক) আলেকজান্ডার ডাফ

(খ) ডেভিড হেয়ার

(গ) উইলিয়ম কেরি

(ঘ) ড্রিংকওয়াটার বিটন।

Ans: (ক) আলেকজান্ডার ডাফ ।  

 

৭৩. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন-

ক) ওয়ারেন হেস্টিংস

(খ) লর্ড হেস্টিংস

গৈ) লর্ড ক্যানিং

(ঘ) লর্ড আমহার্স্ট।

Ans:  (ক) ওয়ারেন হেস্টিংস।    

 

৭৪. ‘ চুঁইয়ে পড়া  তত্ত্ব’ প্রচার করেন-

(ক) কোলব্রুক

(খ) মেকলে

(গ) ডেভিড হেয়ার

(ঘ) উইলিয়ম বেন্টিঙ্ক।

Ans:  (খ) মেকলে।

 

৭৫. ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন’-এর বর্তমান নাম-

(ক) স্কটিশ চার্চ কলেজ

(খ) বিদ্যাসাগর কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ

(ঘ) বঙ্গবাসী কলেজ।

Ans: (ক) স্কটিশ চার্চ কলেজ ।  

 

৭৬. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় ।

(ক) ১৮৪২ খ্রিঃ

(খ) ১৮২৩ খ্রিঃ

(গ) ১৮৩৫ খ্রিঃ

(ঘ) ১৮৫৪ খ্রিঃ।

Ans:  (ক) ১৮৪২ খ্রিঃ ।   

 

৭৭. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-

(ক) দয়ানন্দ সরস্বতী

(খ) কেশবচন্দ্র সেন

(গ) স্বামী বিবেকানন্দ

(ঘ) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।

Ans: (খ) কেশবচন্দ্র সেন।   

 

৭৮.  প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়- 

(ক) ১৮৭২ খ্রিঃ

(খ) ১৮৭৮ খ্রিঃ

(গ) ১৮৮২ খ্রিঃ

(ঘ) ১৮৯০ খ্রিঃ।

Ans:  (গ) ১৮৮২ খ্রিঃ ।  

 

৭৯. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-  

(ক) ১৮৩০ খ্রিঃ

(খ) ১৮০০ খ্রিঃ

(গ) ১৮৪৩ খ্রিঃ

(ঘ) ১৮৫০ খ্রিঃ।

Ans: (গ) ১৮৪৩ খ্রিঃ । 

 

৮০. বাংলার নবজাগরণ ছিল-

(ক) ব্যক্তিকেন্দ্রিক

(খ) প্রতিষ্ঠানকেন্দ্রিক

(গ) কলকাতাকেন্দ্রিক

(ঘ) গ্রামকেন্দ্রিক।

Ans: (গ) কলকাতাকেন্দ্রিক ।   

 

৮১. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত ‘বামাবোধিনী’ একটি সাময়িকপত্র। কারণ এটি-

(ক) বাংলা ভাষায় প্রকাশিত হত

(খ) মাসিক পত্রিকা

(গ) রাজনৈতিক পত্রিকা

(ঘ) দৈনিক পত্রিকা।

Ans: (খ) মাসিক পত্রিকা।  

 

৮২. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয়।-

(ক) বামাবোধিনী পত্রিকা

(খ) গ্রামবার্তা প্রকাশিকা

(গ) ফিমেল জুভেনাইল সোসাইটি

(ঘ) বেথুন স্কুল।

Ans:  (খ) গ্রামবার্তা প্রকাশিকা । 

 

৮৩.  রামমোহন রায়-এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করেন ‘নীলদর্পণ’ নাটকটি ছাপা হয়েছিল-

(ক) নদিয়াতে

(খ) ঢাকায়

(গ) শ্রীরামপুরে

(ঘ) কলকাতায়।

Ans: (খ) ঢাকায় ।  

 

৮৪. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন-

(ক) সৈয়দ আমির আলি

(খ) আবদুল লতিফ

(গ) দেলওয়ার হোসেন আহমেদ

(ঘ) সৈয়দ আহমদ।

Ans: (গ) দেলওয়ার হোসেন আহমেদ। 

 

৮৫. ‘রেনেসাঁস’ শব্দটি হল একটি-

(ক) ইংরেজি শব্দ

(খ) ফরাসি শব্দ

(গ) ইতালীয় শব্দ

(খ) লাতিন শব্দ

Ans: (খ) ফরাসি শব্দ । 


অন্যান্য বিষয় আরো পড়ুনঃ  


 

 

 

Leave a comment