Darshanshika.com ওয়েব সাইটের পক্ষ থেকে দশম শ্রেনীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস–দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা ,এই অধ্যায় থেকে MOCK TEST দেওয়া হল। ছাত্রছাত্রীদের পরীক্ষার পস্তুতির জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আশা রাখি তোমরা খুবই উপকৃত হবে ।
একেবারে নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত মাধ্যমিক ইতিহাস –দ্বিতীয় অধ্যায় (সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা) থেকে MOCK TEST দেওয়া হল । পরবর্তীতে আরও এই ধরনের MOCK TEST, মাধ্যমিক সমস্ত বিষয়ভিত্তিক NOTES পেতে আমাদের এই পেজে লক্ষ্য রেখো ।
মাধ্যমিক ইতিহাস MCQ MOCK TEST দ্বিতীয় অধ্যায়
মাধ্যমিক ইতিহাস | দ্বিতীয় অধ্যায়ঃ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা MOCK TEST
এখনে 75 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।
Full Marks- 75×1=75
START MOCK TEST
#1. ১৮৭২ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার প্রবর্তিত ‘তিন আইন’-এর অন্তর্ভুক্ত ছিল না-
#2. “ব্রহ্মানন্দ” নামে পরিচিত ছিলেন-
#3. 'নীলদর্পণ' রচনা করেন-
#4. ভারতে পাশ্চাত্য শিক্ষার 'ম্যাগনাকার্টা' বলা হয়-
#5. 'মধ্যবিত্ত শ্রেণি' কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায়
#6. 'নীলদর্পণ' নাটককে 'আংকল টমস কেবিন'-এর সমতুল্য বলে মনে করেছেন-
#7. হিন্দু কলেজের বর্তমান নাম-
#8. ব্রাহ্মধর্মের প্রবর্তক ছিলেন-
#9. 'তত্ত্ববোধিনী সভা'-এর প্রতিষ্ঠাতা কে ?
#10. কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ডক্টরেট ডিগ্রি প্রাপ্ত বিজ্ঞানী হলেন-
#11. কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা হলেন-
#12. কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন-
#13. কেশব সেন সম্পাদিত পত্রিকার নাম-
#14. "গ্রামবার্তা প্রকাশিকা" প্রকাশ করেন-
#15. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন-
#16. স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন-
#17. প্রাচ্য-পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান
#18. ফোর্ট উইলিয়ম কলেজ স্থাপন করেন-
#19. ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল-
#20. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-
#21. শিক্ষা না হলে আমাদের পশুজন্ম মুচবে না।' একথা বলেছেন-
#22. কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে-
#23. উনিশ শতকের নবজাগরণকে 'ঐতিহাসিক প্রতারণা' বলেছেন-
#24. ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত ১ লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয়-
#25. সতীদাহ প্রথা রদ হয়েছিল যে আইন দ্বারা, তা হল-
#26. 'ফকির অফ জঙ্গিরা' কাব্যগ্রন্থটি রচনা করেন-
#27. ভারতে চিকিৎসাবিদ্যার পাঠক্রমে শব ব্যবচ্ছেদকে প্রথম অন্তর্ভুক্ত করেন-
#28. 'আধুনিক ভারতের জনক' বলা হয়-
#29. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন
#30. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদ করেন-
#31. 'নব্য বেদান্তবাদ' প্রচার করেন
#32. আত্মীয় সভার প্রতিষ্ঠাতা হলেন-
#33. বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন-
#34. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-
#35. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন-
#36. রাজা রামমোহন রায়ের 'তুহাফৎ-উল-মুয়াহিদ্দিন' গ্রন্থটি লেখা হয়েছিল-
#37. উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়-
#38. 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন-
#39. সতীদাহ প্রথা রদ হয়-
#40. সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন-
#41. সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়-
#42. ঊনিশ শতকের নারীশিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল-
#43. ইয়ং বেঙ্গাল বা নব্যবঙ্গ বলা হত -
#44. প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন-
#45. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি-
#46. 'যত মত তত পথ' বলতে শ্রীরামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন-
#47. এশিয়াটিক সোসাইটি (১৭৮৪ খ্রি) তৈরি হয়েছিল-
#48. ঊনিশ শতকের বাংলায় নারীশিক্ষা বিষয়টি কেন্দ্রীয় আলোচ্য ছিল-
#49. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
#50. রামমোহন রায় আংলো-হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন-
#51. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায় বৃত্তি প্রাপক ছিলেন-
#52. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ পরীক্ষা অনুষ্ঠিত হয়-
#53. কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন-
#54. নব্য বেদান্ত বলা হয়-
#55. 'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম-
#56. রায়সমাজের মুখপত্র ছিল -
#57. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন-
#58. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন-
#59. ‘ চুঁইয়ে পড়া তত্ত্ব’ প্রচার করেন-
#60. Downward Filtration Theory-এর প্রবস্তা ছিলেন-
#61. 'জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন'-এর বর্তমান নাম-
#62. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয়-
#63. নববিধান প্রতিষ্ঠা করেছিলেন-
#64. প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয়-
#65. দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজে যোগ দেন-
#66. বাংলার নবজাগরণ ছিল-
#67. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত 'বামাবোধিনী' একটি সাময়িকপত্র। কারণ এটি-
#68. নারীশিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নীচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় ?
#69. 'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল-
#70. ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল-
#71. জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন-
#72. কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন-
#73. ‘ চুঁইয়ে পড়া তত্ত্ব’ প্রচার করেন-
#74. 'রেনেসাঁস' শব্দটি হল একটি-
#75. রামমোহন রায়-এর পরবর্তীকালে ব্রাহ্মসমাজ পরিচালনা করে 'নীলদর্পণ' নাটকটি ছাপা হয়েছিল
Finish
দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে –