সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education  এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। BA Education honours /BA Education General এর যেসব ছাত্রছাত্রী BA Education Semester-2 তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন।  Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

প্রত্যক্ষনের বৈশিষ্ট্য। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য।
প্রত্যক্ষনের বৈশিষ্ট্য। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য।

 

প্রত্যক্ষণের বৈশিষ্ট্য। সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য। characteristics of Perception ,
Difference Between Sensation and Perception

প্রত্যক্ষণ কাকে বলেঃ   

বুদ্ধির দ্বারা বিশুদ্ধ সংবেদন যখন অর্থপূর্ন হয় তখন তাকে প্রত্যক্ষণ বলে। অর্থাৎ প্রত্যক্ষণ  হল সংবেদনের অর্থকারণ যেমন, কোনো বর্ণকে যদি আমরা লাল বা নীল বর্ণ রূপে জানি তখন তা হবে প্রত্যক্ষণ  জ্ঞান।

  বৈশিষ্ট্য / প্রত্যক্ষণের স্বরূপঃ   

প্রত্যক্ষণ একটি  জটিল গঠনমূলক সক্রিয় মানসিক প্রক্রিয়া। প্রত্যক্ষণের ধারনাটিকে বিশ্লেষণ করলে আমরা কতকগুলি বৈশিষ্ট্যের সন্ধান পাই। বৈশিষ্ট্যগুলি হল-

(i) প্রত্যক্ষণের সঙ্গে মনোযোগ যুক্ত থাকে। কারণ মনোযোগ ছাড়া সংবেদনের ব্যাখা দেওয়া সম্ভব নয়।

(ii)    প্রত্যক্ষণ নির্বাচন মূলক প্রতি নিয়ত আমাদের সামনে যে সব বস্তু উপস্থিত হয়, আমরা তাদের সবই প্রত্যক্ষণ করি না, তাদের মধ্যে থেকে এক বা একাধিক বিষয়কে নির্বাচন করে প্রত্যক্ষণ করি।

(iii)   প্রত্যক্ষণ হল বর্তমান অভিজ্ঞতার সঙ্গে অতীত অভিজ্ঞতার মিলন। অর্থাৎ প্রত্যক্ষণের দুটি দিক আছে একটি বর্তমানে যা উপস্থিত আছে এবং অপরটি অতীত অভিজ্ঞতার স্মৃতি।

(iv)  প্রত্যক্ষণএকই সাথে বিশ্লেষনাত্ত্বক ও সংশ্লেষনাত্ত্বক। প্রত্যক্ষের বিষয়টিকে নবজাতীয় বিষয় থেকে ভিন্ন করে দেখতে হয়। এটা বিশ্লেষনাত্ত্বক দিক, আবার প্রত্যক্ষের বিষয়টিকে সমজাতীয় বস্তুর সঙ্গে এক করে দেখতে হয়। এটা সংশ্লেষনাত্ত্বক দিক।

(v) প্রত্যক্ষণ সংবেদন সমূহের অর্থ দেয়। তবে এই অর্থ প্রদান অনেকাংশে নির্ভর করে ব্যক্তি বিশেষের অতীত অভিজ্ঞতা ব্যক্তির মনোভাব। মেজাজ, দৃষ্টিভঙ্গি, আদর্শ এবং মূল্যবোধের উপর।

(vi) প্রত্যক্ষণ বিষয় বস্তুর দ্বারা নির্ধারিত হয়। যেমন একই পুস্তককে অন্য পুস্তক অপেক্ষা আকারে ছোটো লাগতে পারে এবং বড় লাগতে পারে।

(vii) প্রত্যক্ষণের সাথে আবেগ বা অনুভূতি যুক্ত থাকে। যেমন সুন্দর বস্তু আমাদের আনন্দ দেয়। কিন্তু কুৎসিত আমাদের আনন্দ দেয় না।

সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্যঃ   

জ্ঞান অর্জনের প্রক্রিয়া হিসাবে মানোবিজ্ঞানে সংবেদন প্রত্যক্ষন ও ধারণার উল্লেখ আছে। তবে সংবেদন ও প্রত্যক্ষণ জ্ঞান লাভের মাধ্যম হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্য গুলি হল –

(i)  সংবেদন হল জ্ঞান বা বোধের সহজতম রূপ। কিন্তু প্রত্যক্ষণ সংবেদনের তুলনায় অত্যন্ত জটিল। প্রত্যক্ষণের সঙ্গে ধারণা সহকারে সংবেদন যুক্ত থাকে।

(ii)  সংবেদন মস্তিষ্কের প্রথম প্রতিক্রিয়া আর প্রত্যক্ষণ মস্তিষ্কের দ্বিতীয় প্রতিক্রিয়া।

(iii)  সংবেদন জ্ঞান পদবাচ্য নয় অর্থাৎ সংবেদনে বিষয় বস্তুর আকৃতি প্রকৃতি ইত্যাদির সম্পর্কে কোনো বোধ বা ধারণা জন্মায় না বলে তা বস্তু জ্ঞান নয়। কিন্তু প্রত্যক্ষণ হল জ্ঞান। এক্ষেত্রে বস্তুর আকৃতি। প্রকৃতি সম্পর্কে জ্ঞান জন্মায়।

(iv)  সংবেদন বিমূর্ত চেতনা ,কিন্তু প্রত্যক্ষণ মূর্ত চেতনা।

(v)  সংবেদন বস্তুর আংশিক চেতনা অর্থাৎ বিষয় বস্তুর এক বা একাধিক অংশ সংবেদনের বিষয় হয়। কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে বস্তুর বিভিন্ন অংশগুলি বিচ্ছিন্নভাবে জানতে পারা যায় না, সমগ্রভাবে জানা যায়।

(vi)  সংবেদন উপস্থাপনে মূলক প্রক্রিয়া। কিন্তু প্রত্যক্ষণ উপস্থাপন পুনঃউপস্থাপন মূলক প্রক্রিয়া।

(vii)  সংবেদন অপেক্ষাকৃত নিষ্ক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ সংবেদনের ক্ষেত্রে মন নিষ্ক্রিয় ভাবে উদ্দীপনা গ্রহণ করে। কিন্তু প্রত্যক্ষণ অপেক্ষাকৃত সক্রিয় প্রক্রিয়া। অর্থাৎ মন এক্ষেত্রে সক্রিয়ভাবে উদ্দীপনা গ্রহণ করে।

(viii)  শরীর তত্ত্বের দিক থেকে সংবেদনের ক্ষেত্রে ইন্দ্রিয়, স্নায়ুমন্ডলী ও গুরুমস্তিষ্কের সংবেদন কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু প্রত্যক্ষণের ক্ষেত্রে এসবের সঙ্গে গুরু মস্তিষ্কের সংযোগ কেন্দ্রেও উত্তেজনার সৃষ্টি হয়।

 উপসংহারঃ   

পরিশেষে বলা যায় সংবেদন জ্ঞানের উপাদান দেয়, আর প্রত্যক্ষণ তাদের সম্বন্ধ যুক্ত করে জ্ঞানে পরিণত করে।


আরো পড়ুন

 


  প্রশ্ন উত্তর

১. প্রত্যক্ষণ কি ?

উত্তরঃ বুদ্ধির দ্বারা বিশুদ্ধ সংবেদন যখন অর্থপূর্ন হয় তখন তাকে প্রত্যক্ষণ বলে।

২. সংবেদন কি ? 

উত্তরঃ সংবেদন হল জ্ঞান বা বোধের সহজতম রূপ।

৩.  প্রত্যক্ষণ কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ প্রত্যক্ষণ চার প্রকার – ক) ইন্দ্রিয় প্রত্যক্ষণ   খ) মনস প্রত্যক্ষণ   গ) স্ববেদনা প্রত্যক্ষণ   ঘ) যোগ প্রত্যক্ষণ

৪. সংবেদন কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ সংবেদন পাঁচ  প্রকার -ক) দর্শন সংবেদন,  খ) শ্রবণ সংবেদন,  গ) ঘ্রাণ সংবেদন,  ঘ) স্বাদ সংবেদন  এবং  ঙ)ত্বক সংবেদন।

৫. প্রত্যক্ষণের -এর বৈশিষ্ট্য লেখ ।

উত্তরঃ প্রত্যক্ষণেরএর বৈশিষ্ট্যগুলি হল – i)  প্রত্যক্ষণের সঙ্গে মনোযোগ যুক্ত থাকে।

ii)  প্রত্যক্ষণ সংবেদন সমূহের অর্থ দেয়।

iii)  প্রত্যক্ষণের সাথে আবেগ বা অনুভূতি যুক্ত থাকে।

 ৬. সংবেদন -এর বৈশিষ্ট্য লেখ ।

উত্তরঃ  সংবেদন এর বৈশিষ্ট্যগুলি হল – (i)  সংবেদন হল জ্ঞান বা বোধের সহজতম রূপ। (ii)  সংবেদন মস্তিষ্কের প্রথম প্রতিক্রিয়া (iii)  সংবেদন জ্ঞান পদবাচ্য নয় ।


 

Leave a comment