স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education  এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি। BA Education honours /   BA Education Generalএর যেসব ছাত্র ছাত্রী  BA Education Semester-2  তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন।  Education এর যেসব ছাত্রছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি
স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি । 

 

স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি What are the processes of memory 

 

স্মৃতির বিভিন্ন স্তর বা প্রক্রিয়া গুলি  হলঃ

স্মৃতিকে বিশ্লেষণ করলে স্মৃতির পাঁচটি স্তরের সন্ধান পাওয়া যায় –

(i) শিক্ষণঃ

কোনো বিষয় স্মরণ করতে হলে সেই বিষয়টিকে পূর্বে ভালো করে শিখতে হয়, যে বিষয় ভালো করে শেখেনি বা যে বিষয়ের পূর্ব অভিজ্ঞতা হয়নি, সেই স্মরণ ক্রিয়ার কোন প্রশ্নই দেখা যায় না।

(ii) সংরক্ষণঃ

“কোনো কিছু ভালো” করে শেখার পর তার প্রতিরূপকে মনের মধ্যে সংরক্ষিত করতে হয়। শিক্ষণ যত ভালো হয়, সংরক্ষণও তত ভালো হয়।

(iii) পুনরুৎপাদনঃ

পূর্বে অভিজ্ঞতাকে মনের মধ্যে সংরক্ষণ করতে পারলেই স্মরণ হয় না, সেইগুলিকে পুন্রুদ্রেক করা প্রয়োজন। অর্থাৎ সংরক্ষিত বিষয়কে মনে করতেও হবে।

(iv) প্রত্যাভিজ্ঞাঃ 

‘যাকে আগে জেনেছি, তাকেই এখন আবার জেনেছি’ এমন বোধ বা জ্ঞানকেই প্রত্যাভিজ্ঞা বলে। অর্থাৎ প্রত্যাভিজ্ঞা বলতে পরিচিত বোধকে বোঝায় এবং এই পরিচিত বোধের সঙ্গে অহংচেতনা যুক্ত থাকে তাই অহং চেতনাও স্মৃতির একটি শর্ত।

(v) স্থান – কাল – নির্দেশঃ  

স্মরণ ক্রিয়া তখনই সম্পূর্ণ হয় যখন বিষয়টির স্থান – কাল- নির্দেশ করা যায়। যে বিষয়টিকে আমরা স্মরণ করছি তাকে কোথায় ও কখন দেখছি তা নির্দেশ করতে না পারলে স্মৃতির সঙ্গে কল্পনার কোন পার্থক্যই থাকে না।


আরো পড়ুন 

 

 


  প্রশ্ন উত্তর

১. স্মৃতি  কি  বা  কাকে বলে ?

উত্তরঃ অতীত অভিজ্ঞতার প্রতিরূপগুলিকে যথা সম্ভবভাবে পুন্রুদ্রেক করার সামর্থকে স্মৃতি বলে।

২.  স্মৃতির প্রক্রিয়া গুলো কি কি ?

উত্তরঃ স্মৃতির প্রক্রিয়া গুলো  হল- (i) শিক্ষণ  (ii) সংরক্ষণ  (iii) পুনরুৎপাদন  (iv) প্রত্যাভিজ্ঞা  (v) স্থান – কাল – নির্দেশ । 

৩. স্মৃতি কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ স্মৃতি  তিন  প্রকার -ক) সংবেদী স্মৃতি , খ) স্বল্প মেয়াদী স্মৃতি ,  গ) দীর্ঘ মেয়াদী স্মৃতি ।

৪. স্মৃতির বৈশিষ্ট্য গুলি কি কি ?

উত্তরঃ স্মৃতির  বৈশিষ্ট্যগুলি  হল  -i) অতীত অভিজ্ঞতার সঠিক স্মরণ।  ii) স্মৃতি  দ্বারা কোন কিছু অনেক দিন  মনে                                                                                                                      রাখার  ক্ষমতা  ।

৫.  স্মৃতির প্রথম ধাপ কি ? 

উত্তরঃ স্মৃতির প্রথম ধাপ হল – শিক্ষণ ।

৬.  স্মৃতির চতুর্থ ধাপ  কোনটি ?

উত্তরঃ স্মৃতির চতুর্থ ধাপ –প্রত্যাভিজ্ঞা  ।


 

Leave a comment