প্রিয় পাঠক আজকের পর্বে BA Education / Educationএর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-শিক্ষা শব্দের অর্থ | শিক্ষার কার্যাবলী আলোচনা। BA Education honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা BA education notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
শিক্ষা শব্দের অর্থ | শিক্ষার কার্যাবলী আলোচনা।
The meaning of the word education/Discuss the functions of education
শিক্ষা | Education শব্দের অর্থঃ
শিক্ষা ‘ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় ‘ শিক্ষা ‘ শব্দটি এসেছে সংস্কৃত ‘ শাস্ ‘ ধাতু থেকে যার অর্থ শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, নির্দেশনা দেওয়া ইত্যাদি।
অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটি ব্যবহার করি তার ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে শিক্ষার কৌশলকে বোঝায়। আবার অনেক সময় শিক্ষা শব্দের বিকল্প হিসাবে ‘ বিদ্যা ‘ শব্দটি ব্যবহার করা হয়। ‘ বিদ্যা ‘ শব্দটি এসেছে, সংস্কৃত ‘ বিদ ‘ ধাতু থেকে যার অর্থ জ্ঞান অর্জন করা।
ইংরেজি ‘Education’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখা করতে গিয়ে ভাষাবিদরা তিনটি ল্যাটিন শব্দ ব্যাখা করেছেন।
- কারও মতে Education শব্দটি ‘Educre’ শব্দ থেকে এসেছে, যার অর্থ হল ‘To drow out or to lead out’ ( ভেতর থেকে বাইরে নিয়ে আসা ) অর্থাৎ শিশুর ভিতরের সুপ্ত সম্ভাবনাকে নির্দেশনা দিয়ে বাইরে নিয়ে আসা।
- আবার কারও মতে Education শব্দটি ল্যাটিন শব্দ ‘Educatum’ শব্দ থেকে এসেছে, যার অর্থ হল ‘The act of Teaching’ অর্থাৎ শিক্ষাদানের প্রক্রিয়া।
শিক্ষার কাজঃ
শিক্ষাপ্রক্রিয়াকে বিশ্লেষণ করলে আমরা শিক্ষার তিনটি প্রধান কাজের সন্ধান পায়। সেই তিনটি কাজ নিন্মে আলোচনা করা হল –
(i) ব্যক্তির উন্নতিঃ
ব্যক্তির উন্নতি বলতে বোঝায় উন্নত মানের সংগতিবিধান। নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য ব্যক্তিকে পরিবেশের সাথেও সংগতিবিধান করতে হয়। শিক্ষা প্রকৃতি ও ব্যক্তির অভ্যন্তরীণ বা মানসিক জগতের সঙ্গে সংগতি বিধানের ক্ষেত্রে উন্নতি আনে, মানুষের জ্ঞান যখন স্বল্প ছিল তখন মানসিক উন্নতির মানও নীচু ছিল।
কিন্তুু নতুন জ্ঞানের বৃদ্ধির সাথে সাথে মানসিক সমৃদ্ধির মানও বৃদ্ধি পেয়েছে। জন ডিউই বলেছেন, শিক্ষা ভবিষ্যতের আয়োজন নয়, জীবনই শিক্ষা। জীবন ধারনের মাধ্যমে পরিবেশের মধ্যে প্রতিক্রিয়ার দ্বারা মানুষ যা গ্রহণ করবে তাই শিক্ষা।
(ii) সমাজ কল্যাণঃ
শিশুকে এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে সে সমাজ কল্যানে সক্রিয় ভাবে ভূমিকা গ্রহণ করতে পারে। সমাজবিদদের মতে সমাজ কল্যাণ দুভাবে সম্ভব – ১) সমাজসংরক্ষণ ২) সমাজের গতি , কোনো বিশেষ সমাজকে বাঁচিয়ে রাখতে হলে সমাজের পূর্বপুরুষদের শিক্ষা- দিক্ষা, আদর্শ – ভাবধার, ইত্যাদি বজায় রাখা হল সমাজ সংরক্ষণ। শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের উক্ত দিকগুলো সংরক্ষিত হয়।
(iii) ব্যক্তি জীবনের বিকাশঃ
মানব শিশু জন্মের পর থেকেই সামাজিক আচরণ করতে পারে না, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিক আচার আচরণের বিকাশ ঘটে। যেসব সংস্কার এবং কর্মপ্রবনতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে তার পরিপূর্ণ বিকাশ করায় শিক্ষার কাজ। তাছাড়া কোন্ উন্নতর জীবন আদর্শের দিকে জীবন প্রবাহ ধাবিত হবে তা নির্দেশ করাও শিক্ষার কাজ।
(iv) বিশেষধর্মী কাজঃ
১) জ্ঞানের বিকাশঃ
ক্রমবর্তমান বহুমুখী জ্ঞানের সাথে ব্যক্তিকে পরিচিত করা শিক্ষার একটি বড়ো কাজ।
২) সামাজিকীকরণঃ
সমাজে প্রচলিত মূল্যবোধের ধারাটিকে আয়ও করা এবং সেই অনুযায়ী আচরণ করা শিক্ষার মাধ্যমেই সংঘটিত হয়।
৩) সামাজিক উত্তরাধিকারের সঞ্চালনি ।
৪) সুনাগরিকতা ও আন্তর্জাতিকতার বিকাশ ঘটানো।
৫) বৃত্তিমূলক যোগ্যতার পরিবেশ সৃষ্টি করা।
Thanks for Reading–শিক্ষা শব্দের অর্থ | শিক্ষার কার্যাবলী আলোচনা
প্রশ্ন উত্তর
১.শিক্ষা /education শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি?
উত্তর– শিক্ষা ‘ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করতে গেলে দেখা যায় ‘ শিক্ষা ‘ শব্দটি এসেছে সংস্কৃত ‘ শাস্ ‘ ধাতু থেকে যার অর্থ শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, নির্দেশনা দেওয়া ইত্যাদি।
২.শিক্ষার বৈশিষ্ট্য কি,কি?
উত্তর– শিক্ষার বৈশিষ্ট্য হল-i)সুনাগরিকতা ও আন্তর্জাতিকতার বিকাশ ঘটানো। ii)বৃত্তিমূলক যোগ্যতার পরিবেশ সৃষ্টি করা।
3.শিক্ষার প্রকারভেদ ও কি কি?
উত্তর– শিক্ষা তিন প্রকার- i)আনুষ্ঠানিক শিক্ষা ii)অপ্রাতিষ্ঠানিক শিক্ষা এবং iii)অনানুষ্ঠানিক শিক্ষা।
৪. শিক্ষা কি ?
উত্তর– শিক্ষা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সমাজের পূর্বপুরুষদের শিক্ষা- দিক্ষা, আদর্শ – ভাবধার, ইত্যাদি দিকগুলো সংরক্ষিত হয়।
৫.শিক্ষার কাজগুলি কি কি?
উত্তর–আমরা শিক্ষার তিনটি প্রধান কাজের সন্ধান পায়-i)ব্যক্তির উন্নতি ii) সমাজ কল্যাণ iii)ব্যক্তি জীবনের বিকাশ
আরো পড়ুন:
- মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য
- প্রকল্প প্রদ্ধতি কাকে বলে ও ধাপ গুলি কি কি
- শিশুর বিকাশে পরিবেশ বংশগতির প্রভাব আলোচনা
- সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য