একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসে তোমদের কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা রয়েছে তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।। কবিতার উৎস হল-চতুর্দশপদী কবিতাবলী (1866 খ্রিঃ) প্রকাশ ।
একাদশ শ্রেণীর বংলা Semester-1 MCQ question answers করতে হবে।আজকের পর্বে আমরা উপস্থাপন করতে চলেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ প্রশ্ন উত্তর।
কবিতা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর / একাদশ শ্রেণি
কবি – মাইকেল মধুসূদন দত্ত।
উৎস – চতুর্দশপদী কবিতাবলী (1866 খ্রিঃ) প্রকাশ ।
মোট কবিতা -১০২টি ।
মূল কবিতার সংখ্যা – ৮৬ সংখ্যক ।
সনেট – সমান দৈর্ঘ্যের চোদ্দো পঙক্তির কবিতা।
চতুর্দশপদী কবিতাবলীর প্রথম কবিতা বঙ্গভাষা। এবং শেষ কবিতা সমাপ্তে ।
কবিতাগুলি সনেট ধর্মী ।
বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত ।
ইতালির কবি পেত্রার্কের সনেট এর দ্বারা আনুপ্রানিত হয়ে তিনি সনেট রচনা করেন।
ফ্রান্সের ভার্সাই শহরে প্রথম সনেট লিখেছিলেন (1865 খ্রিঃ);।
চতুর্দশপদী কবিতাবলী প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র গুপ্ত , স্টেন হোপ প্রেস থেকে ।
কবিতাটি লেখা অমৃতাক্ষর ছন্দে।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ
১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধরনের কবিতা –
ক) চতুর্দশপদী
খ) গীতি কাব্য
গ) শোক কাব্য
ঘ) পদ্য
Ans: ক) চতুর্দশপদী
২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথায় প্রকাশিত হয়-
ক) আনন্দ বাজার প্রত্রিকায়
খ) প্রবাসী প্রত্রিকায়
গ) বোধিনী প্রকাশনায়
ঘ) চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায়
Ans: ঘ) চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায়
৩. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় মোট কবিতার সংখ্যা কয়টি –
ক) ১০২ টি
খ) ২০০ টি
গ) ২০২ টি
ঘ) ৫০১ টি
Ans: ক) ১০২ টি
৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা –
ক)স্বামী বিবেকানন্দ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) জীবনানন্দ দাস
ঘ) রবীন্দ্র নাথ ঠাকুর
Ans: খ) মাইকেল মধুসূদন দত্ত
৫. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় মূল কবিতার সংখ্যা কয়টি –
ক)৪৮ টি
খ)৮৬ টি
গ)৫০ টি
ঘ) ৪০ টি
Ans: খ) ৮৬ টি
৬. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় প্রথম কবিতা –
ক) বঙ্গদর্শন
খ) বোধন
গ) বঙ্গভাষা
ঘ) বামাবোধনী
Ans: গ) বঙ্গভাষা
৭. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় শেষ কবিতা কোনটি –
ক) বীর পুরুষ
খ) সরণ
গ) সমাপ্তে
ঘ) বীরঙ্গনা
Ans: গ) সমাপ্তে
৮. সনেট কথার অর্থ কি –
ক) ছন্দ
খ) শব্দ
গ) সমান দৈর্ঘ্যের চোদ্দো পঙক্তির কবিতা।
ঘ) সমান দৈর্ঘ্যের চার পঙক্তির কবিতা।
Ans: গ) সমান দৈর্ঘ্যের চোদ্দো পঙক্তির কবিতা।
৯. বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে ?
ক) রবীন্দ্রনাথ
খ) মাইকেল মধুসূদন দত্ত
গ) অন্নদাশঙ্কর রায়
ঘ) সত্যজিৎ রায়
Ans: খ) মাইকেল মধুসূদন দত্ত
১০. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোথায় সনেট লিখেছিলেন –
ক) ভার্সাই শহরে
খ) কলকাতায়
গ) ইতালিতে
ঘ) ইন্দ্রোনেশিয়ায়
Ans: ক) ভার্সাই শহরে
১১. মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট রচনা করেন কবে-
ক) ১৬৯৮ খ্রিঃ
খ) ১৮০০ খ্রিঃ
গ) ১৮৬৫ খ্রিঃ
ঘ) ১২৬৫ খ্রিঃ
Ans: গ) ১৮৬৫ খ্রিঃ
১২. কে স্টোন হোপ প্রেস থেকে চতুর্দশপদী কবিতা প্রকাশ করেন –
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) মাইকেল মধুসূদন
গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ) কেউ নন ।
Ans: ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
১৩) ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতাটি কোন ছন্দে লেখা –
ক) অমৃতাক্ষর
খ) গজল
গ) মাত্রাবৃত্ত ছন্দ
ঘ) স্বরবৃত্ত ছন্দ
Ans: ক) অমৃতাক্ষর
১৪) বিদ্যাসাগর তুমি বিখ্যাত –
ক) পৃথিবীতে
খ) ভারতে
গ) দেশে
ঘ) জগতে।
Ans: খ) ভারতে
১৫) সিন্ধু শব্দের অর্থ হলো-
ক)সমুদ্র
খ)নদী
গ)পুষ্করিণী
ঘ)হ্রদ
Ans: ক)সমুদ্র
১৬. দিনের বন্ধু হলেন –
ক)রবীন্দ্রনাথ ঠাকুর
খ)জীবনানন্দ
গ)শঙ্খ ঘোষ
ঘ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
Ans: ঘ) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
১৭. হেমাদ্রি শব্দের অর্থ হলো –
ক) হিমালয় পর্বত
খ) সুবর্ণ কান্তি পর্বত
গ) কাঞ্চনজঙ্গা
ঘ) কোনটিই নয়
Ans: খ) সুবর্ণ কান্তি পর্বত
১৮. হেমকান্তি শব্দের অর্থ –
ক) স্বর্ণ কান্তি যুক্ত
খ) কান্তি যুক্ত
গ) সমুদ্র
ঘ) পর্বত
Ans: ক) স্বর্ণ কান্তি যুক্ত
১৯. গিরিশ শব্দের অর্থ –
ক)মহাদেব
খ) পর্বত
গ) হিমালয়
ঘ) সমুদ্র
Ans: খ) পর্বত
২০) যে জন আশ্রয় নেয় –
ক) সুবর্ণ চরণে
খ) বিবর্ণ চরণে
গ) মায়ের চরণে
ঘ) ইশ্বরের চরণে
Ans: ক) সুবর্ণ চরণে
২১) কিন্তু _____________সে মহা পর্বতে।
ক) দুরভাগ্যচক্রে
খ) ভাগ্যচক্রে
গ) কর্ম বলে
ঘ) ভাগ্য বলে
Ans: ঘ) ভাগ্য বলে
২২) কিঙ্করী শব্দের অর্থ হলো,-
ক) রাণী
খ) জননী
গ) সখী
ঘ) দাসী।
Ans: ঘ) দাসী।
২৩) বিমলা বলতে বোঝানো হয়েছে –
ক) কোন নারীকে
খ) অপরিচ্ছন্নতা
গ) পরিচ্ছন্নতা
ঘ) কোনটিই নয়
Ans: গ) পরিচ্ছন্নতা
২৪) অমৃত ফল দান করে –
ক) ঈশ্বর
খ) দীর্ঘ শির তরু দল।
গ) দেবদেবী
ঘ) আচার্য
Ans: খ) দীর্ঘ শির তরু দল
2৫) শীতল শ্বাসী ছায়া প্রদান করে –
ক) বনেশ্বরী (বনভূমি)
খ) পর্বত
গ) সমুদ্র
ঘ) পাহাড়
Ans: ক) বনেশ্বরী (বনভূমি)
২৬) এই কবিতায় কে, কার বন্দনা করেছেন-
ক) রবীন্দ্রনাথ ঠাকুর , মাইকেল মধুসূদন দত্তের
খ) মাইকেল মধুসূদন দত্ত , বিবেকানন্দের
গ) মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের,
ঘ) বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের,
Ans: গ) মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের,
২৭) হেমকান্তি কার?-
ক) সাগরের
খ) নদীর
গ) গিরিশের
ঘ) হেমাদ্রির
Ans: ঘ) হেমাদ্রির
২৮. কবিতায় হেমাদ্রির হেমকান্তি বলতে যা বোঝানো হয়েছে-
ক) বিবেকানন্দের জ্ঞান ও হৃদয়
খ) বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়
গ) মাইকেল মধুসূদনের জ্ঞান ও হৃদয় ।
ঘ) কোনটিই নয়
Ans: খ) বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয়
২৯ . বিদ্যাসাগরের হৃদয়কে যার সাথে তুলনা করা হয়েছে-
ক) প্রবাহিত নদীর সঙ্গে
খ) সুউচ্ছ পাহাড়ের সঙ্গে
গ) সাগরের সঙ্গে
ঘ) হিমালয় পর্বতের সঙ্গে
Ans: ঘ) হিমালয় পর্বতের সঙ্গে
৩০. বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে-
ক) বিদ্যাসাগরের নিঃস্বার্থ উপকারের মানসিকতা
খ) বিদ্যাসাগরের জ্ঞান ভাণ্ডারকে
গ) বিদ্যাসাগরের প্রবল ইচ্ছাশক্তিকে
ঘ) কোনটিই নয়
Ans: ক) বিদ্যাসাগরের নিঃস্বার্থ উপকারের মানসিকতা
৩১. রাত্তিবেলায় যার দ্বারা ক্লান্তি দূর হয় –
ক) জোছনার স্নিগ্ধ আলোয়
খ) শান্ত পরিবেশ
গ) সুশান্ত নিদ্রা
ঘ) বেঘোর নিদ্রা
Ans: গ) সুশান্ত নিদ্রা
৩২. শীতল শ্বাসী শব্দের অর্থ হলো-
ক) উষ্ণ বাতাস
খ) আর্দ্রতা
গ) শীতল বাতাস
ঘ) কোনটিই নয়
Ans: গ) শীতল বাতাস
৩৩. সুগন্ধের ১০ দিক ভোরে ওঠে যার দ্বারা –
ক) ফুল-ফলে
খ) ফুলে-ফুলে
গ) ফল- মূলে
ঘ) বেল ফুলে
Ans: ক) ফুল-ফলে
৩৪. তরুন দল যেভাবে অমৃত ফল যোগায় তা হলো –
ক) আনন্দে ও যত্নে
খ) পরম আনন্দে
গ) পরম যত্নে
ঘ) পরম আদরে
Ans: ঘ) পরম আদরে
৩৫. অমৃত ফল বলতে বোঝানো হয়েছে –
ক) বিদ্যাসাগরের দানশীলতা
খ) বিদ্যাসাগরের জ্ঞান ভাণ্ডার
গ) বিদ্যাসাগরের দয়া
ঘ) কোনটিই নয়
Ans: ক) বিদ্যাসাগরের দানশীলতা
৩৬. বারি দান করে –
ক) নদী
খ) সমুদ্র
গ) বৃক্ষ
ঘ) বায়ু
Ans: ক) নদী
৩৭. বিদ্যাসাগরকে কবিতায় কার কার সঙ্গে তুলনা করা হয়েছে-
ক) বনানি
খ) হ্রদ
গ) পর্বত, নদী, দীর্ঘ তরু ।
ঘ) পাহাড়
Ans: গ) পর্বত, নদী, দীর্ঘ তরু
৩৮. দিশ শব্দের অর্থ হলো-
ক) দেশ
খ) ভুমি
গ) দশ
ঘ) দিক
Ans: ঘ) দিক
৩৯. সদন-এর সমার্থক শব্দ হলো-
ক) কুঠির
খ) বিদ্যালয়
গ) গৃহ
ঘ) সংসদ
Ans: গ) গৃহ
৪০. উজ্জ্বল জগতে যা তা হলো হেমাদ্রির হেম –
ক)ক্ষুধা
খ) নিদ্রা
গ) অবসর
ঘ) কান্তি
Ans: ঘ) কান্তি
৪১. হেমাদ্রির হেমকান্তি অম্লান হয়-
ক) কিরণে্
খ) প্রখর রোদ্রতাপে
গ) ঝড়ের দাপটে
ঘ) কোনটি নয়
Ans: ক) কিরণে্
৪২. বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করেন-
ক) সাধারণ ব্যক্তিরা
খ) মধ্যবিত্ত ব্যক্তিরা
গ) দীন ব্যাক্তিরা
ঘ) ধনী ব্যক্তিরা
Ans: গ) দীন ব্যাক্তিরা
৪৩. মহাপর্বতের সুবর্ণ চরণে-কীসের দ্বারা আশ্রয় পাওয়া যায় –
ক) ভাগ্যবলে্
খ) ইশ্বরের কৃপায়
গ) ভাগ্যবশত
ঘ) ঈশ্বরের আশীর্বাদে
Ans: ক) ভাগ্যবলে্
Thanks For Reading-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ একাদশ শ্রেণি ।
আরো পড়ুনঃ
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য