একাদশ শ্রেণীর এডুকেশন দ্বিতীয় সেমিস্টার ,সিলেবাসের একটি অন্যতম বিষয় Group-D; Unit – I: Pre-Independent Period of Indian Education System. এই অধ্যায়ে লর্ড কার্জনের শিক্ষা সংক্রান্ত সংস্কারগুলি আলোচনা করব ।
WBBSE Class 11 Education Semester 2 , ছাত্রছাত্রীদের জন্য 10 marks প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ । আজকের প্রশ্ন-লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষিপ্ত আলোচনা করো | Class xi Education |
Education-এর প্রয়োজনীয় সব Notes তোমরা এই পেজে পাবে , আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি । আলোচনার এই পর্বের আলোচ্য বিষয়ঃ লর্ড কার্জনের শিক্ষানীতি আলোচনা করো | একাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান |
লর্ড কার্জনের শিক্ষানীতি সংক্ষিপ্ত আলোচনা করো |
লর্ড কার্জনের শিক্ষানীতিঃ
ব্রিটিশ শাসনকালে ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ও ভাইরয় পদে নিযুক্ত ছিলেন লর্ড কার্জন। ভারতের লর্ড কার্জনের প্রশাসনিক নানা নীতি ও কার্যকলাপের ক্ষেত্রে ভারতীয়দের সঙ্গে মতপার্থক্য থাকলেও , লর্ড কার্জনের গৃহীত শিক্ষানীতি ভারতীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল । ১৯০১ সালে সিমলা শিক্ষা সম্মেলনে ১৫০ টি শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনার মাধ্যমে তাঁর এই গুরুত্বপূর্ণ শিক্ষানীতি পেশ করেন । ১৯০২সালে কমিশন নিয়োগ করা হয় এবং ১৯০৪ সালে এই নীতি প্রণীত হয় ।
এই নীতি অনুসারে প্রাথমিক ,মাধ্যমিক, উচ্চ শিক্ষা , কারিগরী শিক্ষা , ও নারীশিক্ষার উন্নতির জন্য নানা সুপারিশ পেশ করেন। এই নীতির মাধ্যমে লর্ড কার্জন এদেশের শিক্ষা সংস্কারে নিজেকে নিয়োজিত করেন ।
আরও পড়ুন
- ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো । Class 11 Education
- উডের ডেসপ্যাচ কি | এর সুপারিশগুলি কি কি ও গুরুত্ব আলোচনা করো | Class 11 Education
মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের নীতিঃ
সরকারী শিক্ষানীতি সংক্রান্ত সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার উন্নতির উপর গুরুত্ব দেওয়া হলেও মাধ্যমিক শিক্ষার উন্নতির ক্ষেত্রে ততটা গুরুত্ব আরোপ করা হয়নি। মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য লর্ড কার্জন কতগুলি সরকারী শিক্ষানীতি গ্রহণ করেছিলেন।
প্রথমত,
সবরকমের মাধ্যমিক শিক্ষার বিদ্যালয় গুলিকে সরকার ও বিশ্ববিদ্যালয় উভয়ের কাছে অনুমোদন গ্রহণ করতে হবে।
দ্বিতীয়ত,
মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে বিশ্ব বিদ্যালয় গুলিকে যথেষ্ট পরিমাণ আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তৃতীয়ত,
মাধ্যমিক শিক্ষা স্তরের শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। তবে সেই সঙ্গে ইংরেজি পাঠেরও ব্যবস্থা থাকবে।
চতুর্থত,
মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলির সার্বিক উন্নতির জন্য তাদের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হবে এবং পরিদর্শন কাঠামো আরও উন্নত করা হবে।
পঞ্চমত,
শিক্ষকদের যোগ্যতা বৃদ্ধির জন্য শিক্ষক শিক্ষণ ব্যবস্থাকে পুর্নগঠন করতে হবে এবং যথেষ্ট সংখ্যক শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় খোলার ব্যবস্থা করতে হবে।
ষষ্ঠত,
শিক্ষার উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে সরকারী বিদ্যালয় গুলিকে বেসরকারি বিদ্যালয় গুলির সামনে আদর্শ হিসাবে কাজ করতে হবে।
উচ্চ শিক্ষাক্ষেত্রে লর্ড কার্জনের নীতিঃ
লর্ড কার্জন উচ্চ শিক্ষার সংস্কারের জন্য কতকগুলি সুপারিশগুলি পেশ করেছিলেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলঃ
প্রথমত,
উচ্চ শিক্ষার সংস্কারের জন্য আরো কতগুলি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়।
দ্বিতীয়ত,
কমিশন বিশ্ববিদ্যালয় ও তাদের অনুমোদিত কলেজ গুলির দ্বায়িত্বভার কী হবে তা নির্ধারণ করেছেন। বিশ্ববিদ্যালয়গুলি কেবল মাত্র স্নাতকোত্তর স্তরে পঠনপাঠনের ব্যবস্থা রাখবে আর তাদের অনুমোদিত কলেজগুলিতে স্নাতক শ্রেণীর শিক্ষণের সমস্ত দায়িত্ব ছেড়ে দিতে হবে।
তৃতীয়ত,
স্নাতকেত্তোর স্তরের পঠনপাঠন ও গবেষণা পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় গুলিতে অধ্যাপক নিয়োগের বিশেষ ক্ষমতা দিতে হবে তা ছাড়া উপযুক্ত গ্রন্থাগার, মিউজিয়াম ও গবেষণার জন্য পরীক্ষাগার ইত্যাদির মান যাতে যথেষ্ট উন্নত হতে পারে সে ব্যাপারে বিশেষ ক্ষমতা দেবার সুপারিশ করেন কমিশন।
চতুর্থত,
বেশির ভাগ কলেজ কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ট ভাবে কলেজ গুলিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। ফলস্বরূপ কোন কোন কলেজের মান ছিল নীচু। তাই কমিশন সুপারিশ করেন যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য আঞ্চলিক সীমানা নির্দিষ্ট করতে হবে।
পঞ্চমত,
বিশ্ববিদ্যালয় গুলির প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করার জন্য কমিশন সেনেটের সদস্যসংখ্যা কমানোর সুপারিশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেট গঠনের নতুন নিয়মাবলী প্রবর্তনের সুপারিশ করেন।
এইভাবে উচ্চ শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষাকে সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণে রাখার সুযোগ করে দিয়েছিল লর্ড কার্জনের নীতি সমূহ।
প্রশ্ন উত্তরঃ
১. লর্ড কার্জনের শিক্ষানীতি কত সালে পাশ হয় ?
উত্তরঃ লর্ড কার্জনের শিক্ষানীতি ১৯০২ সালে পাশ হয় ।
২. কত সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন ?
উত্তরঃ ১৮৯৯ সালে লর্ড কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন ।
একাদশ শ্রেণীর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আরো পড়ুনঃ
- একাদশ শ্রেণী বাংলা | নুন কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
- একাদশ শ্রেণী বাংলা | তেলেনাপোতা আবিষ্কার বড় প্রশ্নউত্তর |
- দানবীর কর্ণ | একাদশ শ্রেণীর সংস্কৃত |Sanskrit class 11
- দানবীর কর্ণ পাঠ্যাংশের 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নউত্তর | Sanskrit class 11
- একাদশ শ্রেণী দর্শন | যুক্তি বিজ্ঞানের প্রকৃতি সংক্ষিপ্ত প্রশ্নউত্তর ।
- একাদশ শ্রেণী দর্শন | বচন সংক্ষিপ্ত প্রশ্নউত্তর |
- কৌটিল্যের অর্থশাস্ত্র বিষয়বস্তু |একাদশশ্রেণী ইতিহাস দ্বিতীয় সেমিস্টার
- মুঘল মনসবদারী ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য গুলো আলোচনা কর। একাদশ শ্রেণীর ইতিহাস