মহাবিদ্রোহ ও শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব

মাধ্যমিক ইতিহাস – চতুর্থ অধ্যায় (সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)থেকে আজ আমরা আলোচনা করতে চলেছি –মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিষ্টাব্দ) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল | মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।  

আশা করছি , এটি তোমাদের পক্ষে খুবই উপযোগী হবে । যেসব ছাত্রছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 4 খুঁজে চলেছ তাদের খুবই উপকারে লাগবে।

মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিষ্টাব্দ) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল |
মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিষ্টাব্দ) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল |

 

মহাবিদ্রোহের (১৮৫৭ খ্রিষ্টাব্দ) প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল |

What was the attitude of the educated Bengali society towards the Great revolt (1857 AD).

1857 খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ তীব্র আকার ধারণ করলেও শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণী এই বিদ্রোহের বিরোধিতা করে। অক্ষয়কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, দূর্গাদাস বন্দোপাধ্যায় প্রমুখ সমকালীন উল্লেখযোগ্য বাঙালি এই বিদ্রোহের নিন্দা করেন। এই বিরোধীতার সমর্থনে বেশ কতগুলি যুক্তি দেওয়া যায়।

প্রথমত,

বাঙালি মধ্যবিত্তদের মধ্যে যারা ইংরেজী শিক্ষায় শিক্ষিত হয়েছিল , তাদের একটা বড়ো অংশ মনে করতেন ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটলে তা ভারতীয়দের পক্ষে কল্যাণকর হবে না। তাই তারা সশস্ত্র বিদ্রোহের বিরোধী ছিলেন।

দ্বিতীয়ত,

দূর্গাদাস বন্দোপাধ্যায়ের মতো অনেক শিক্ষিত বাঙালি আশঙ্কা করতেন যে, এই বিদ্রোহে ব্রিটিশ শাসনের অবসান ঘটলে ভারতে আবার মুসলিম শাসন ফিরে আসতে পারে। তাই 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ বিরোধী বিদ্রোহকে অনেকে সমর্থন করেননি।

তৃতীয়ত, 

শিক্ষিত মধ্যবিত্তদের মধ্যে একটা বড়ো অংশ মনে করতেন, যে সশস্ত্র সংগ্রামের পরে ভারতে সু-শাসন প্রতিষ্ঠা নিয়ে জটিলতা তৈরি হবে তাই তারা বিদ্রোহকে সমর্থন করেননি।

1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ যখন ভারতের বিভিন্ন অংশে ব্যাপকরূপ ধারণ করেছে, তখন শিক্ষিত বাঙালি সমাজের সমর্থনের অভাবে এই বাংলায় এই বিদ্রোহ ব্যাপক রূপ ধারণ করতে পারেনি। একইভাবে জন সমর্থনের অভাবে মাদ্রাজ, বোম্বাই, পাঞ্জাবেও বিদ্রোহের প্রভাব পড়েনি।

 


প্রশ্ন উত্তরঃ

১.মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন ?

উত্তরঃ মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ।

২. সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন ? 

উত্তরঃ সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন  লর্ড ক্যানিং ।

৩. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন ?

উত্তরঃ  সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ 1857 খ্রিস্টাব্দে 10 ই মে মঙ্গল পান্ডে।

৪. 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে কেন ?

উত্তরঃ  1857 সালের বিদ্রোহ শুরুর প্রধান কারণ ছিল ব্রিটিশ জনগণের জন্য কাজ করা ভারতীয় সিপাহিরা। তাই এই  বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে ।

৫. সিপাহী বিদ্রোহের দুজন নেতার নাম ?

উত্তরঃ সিপাহী বিদ্রোহের দুজন নেতা হলেন -রজক আলি ও মঙ্গল পান্ডে।

৬. সিপাহী বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়েছিল ?

উত্তরঃ সিপাহী বিদ্রোহ প্রথম 1857 খ্রিস্টাব্দে 10 ই মে মিরাটে শুরু হয়েছিল।


আরো পড়ুন – 


 

Leave a comment