ভারত সভার কার্যাবলী আলোচনা করো

মাধ্যমিক ইতিহাস – চতুর্থ অধ্যায় (সংঘবদ্ধতার গোড়ার কথা: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ)থেকে আজ আমাদের বিষয় –ভারত সভার গঠনের উদ্দেশ্য কি ছিল , বা ভারত সভার গঠন ও কার্যাবলী আলোচনা করো | মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । 

আশা করছি , এটি তোমাদের পক্ষে খুবই উপযোগী হবে । যেসব ছাত্রছাত্রী WBBSE class 10 history notes in Bengali | ইতিহাস class 10 chapter 4 খুঁজে চলেছ তাদের খুবই উপকারে লাগবে।

ভারত সভার কার্যাবলী আলোচনা করো |
ভারত সভার কার্যাবলী আলোচনা করো |

 

ভারত সভার কার্যাবলী আলোচনা করো

Discuss the functions of Bharat Sabha

 

ভারত সভার গঠনঃ

ঊনিশ শতকে ভারতে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন।  সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, আনন্দমোহন বসু, শীবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলী প্রমুখের উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বা ভারত সভা গঠিত হয় ।

ভারত সভার প্রাণ পুরুষ হয়ে ওঠেন সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দে 22 জুলাই কলকাতার এলবার্ট হলে (কফিহাউস) ভারত সভার প্রথম অধিবেশন বসে। প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়।

ভারত সভার কার্যাবলীঃ 

প্রথমত,

ভারতীয়দের সার্বিক কল্যাণ ও স্বার্থ সুরক্ষিত করা।

দ্বিতীয়ত ,

শিক্ষিত ,মধ্যবিত্ত, ও ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো।

তৃতীয়ত,

হিন্দু – মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক ঐক্য স্থাপন করেন।

চতুর্থত, 

শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণআন্দোলনে শামিল করা।

পঞ্চমত,

শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন অঞ্চলে অধিবাসীদের ঐক্যবদ্ধ করা।

ষষ্ঠত,

স্বদেশী দ্রব্যের ব্যবহারকে জনপ্রিয় করে তোলা।

সপ্তমত,

কৃষকদের ওপর সরকার ও জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।

অষ্টমত,

দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ভারত সভা এর তীব্র প্রতিবাদ করে।

পরিশেষে বলা যায় ভারত সভার আন্দোলনের চাপে সরকার বাধ্য হয়ে সিভিল সার্ভিস, অস্ত্র আইন, ইলবার্ট বিল প্রভৃতি আইনের সংশোধন করেন।

 


আরো পড়ুন – 


প্রশ্ন উত্তরঃ

১. ভারত সভা কে কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়, আনন্দমোহন বসু, শীবনাথ শাস্ত্রী,  প্রমুখের উদ্যোগে 1876 খ্রিস্টাব্দে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বা ভারত সভা গঠিত হয় ।

২. ভারত সভার প্রাণপুরুষ কে ছিলেন ?

উত্তরঃ ভারত সভার প্রাণপুরুষ  সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ছিলেন ।

৩. ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু ।

৪. ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়।

৫. ভারত সভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তরঃ 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই কলকাতার অ্যালবার্ট হলে (কফিহাউস) ভারত সভার প্রথম অধিবেশন বসে।


 

Leave a comment