পরিবেশ নীতিবিদ্যা দর্শনশাস্ত্রের নীতিবিদ্যা একটি অন্যতম শাখা। বর্তমানে Man And Nature হল দর্শনশাস্ত্রের SEC Paper ( Skill Enhancement Course) এর অন্তর্গত। প্রিয় শিক্ষার্থীদের SEC Paper এর উপর পাঠ গ্রহণ করতে গিয়ে অনেক সমস্যার সন্মুখীন হতে হচ্ছে , সেই কথা মাথায় রেখে সম্পূর্ন বাংলায় Man And Nature থেকে প্রতিটা অংশ অলোচনা করা হল। আজকের আলোচনায় পরিবেশ নীতিবিদ্যা থেকে পরিবেশ সংরক্ষণে স্বতঃ মূল্যের গুরুত্ব লেখ (The importance of Intrinsic value in environment conservation)।
পরিবেশ সংরক্ষণে স্বতঃ মূল্যের গুরুত্ব লেখ | The importance of Intrinsic value in environment conservation |
স্বতঃমূল্যের ধারা পরতমূল্যের ধারণার বিপরীত। একটি বস্তুরপরতমূল্য়ে আছে একথা বলা অর্থহীন ঐ বস্তুটির সাহায্যে কিছু উদ্দেশ্য সাধিত হয়। একটি কলমের দ্বারা লেখনীরূপ উদ্দেশ্য সাধিত হয় বলে কলমের পরত মূল্য রয়েছে। সুতরাং পরতমূল্য নির্ভর করে বস্তুটি দিয়ে কী উদ্দেশ্য সাধিত হচ্ছে তার উপর। আর স্বতঃমূল্য হল পরতমৃল্যের সম্পূর্ণ বিপরীত ।
বস্তুর স্বতঃ মূল্য বস্তুটির সাহায্যে কী উদ্দেশ্য সাধিত হচ্ছে তার ওপর নির্ভর করে না, স্বতঃমূল্য নির্ভর করে বস্তুটি ঠিক যে রকম তার উপর, কোন ব্যাক্তির কাছে সঙ্গীতের স্বতঃমূল্য আছে একথা বলার অর্থ হল সঙ্গীতের স্বতঃমূল সঙ্গীত দিয়ে তার কোন উদ্দেশ্য সাধিত হয় না, সঙ্গীত তার কাছে স্বভাবতই প্রিয়-আর্থাৎ সঙ্গীত শুনতে ভালো লাগে আর্থাৎ সঙ্গীত নিজেই মুল্যবান ।
স্বতঃ মূল্যের ধারণাটি পরিবেশের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। পরিবেশকে আমরা যখন আমাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে ব্যবহার করব তখন তার স্বতঃ মূল্য থাকে না। একথা ঠিকই যে পরিবেশের বিভিন্ন উপাদানকে আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করি।
এই দিকটির উর্দ্ধে’ গিয়ে যদি পরিবেশকে আমরা শুধু ভালোইবাসি তাহলে পরিবেশের স্বতঃমূল্য থাকে। প্রকৃতিপ্রেমী কবিরা পরিবেশকে ভালোবেসেই গৃহত্যাগী হয়, তাই তাদের কাছে পরিবেশের স্বতঃমূল্য রয়েছে।
বর্তমানে মানুষ নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে পরিবেশকে দূষিত বা কুলষিত করে তুলেছে। ভবিষ্যৎ প্রজন্মকে স্বাস্থ্যকর পরিবেশ ও বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পরিবেশ সংরক্ষণের প্রয়োজন। মানুষ পরিবেশ সম্পর্কে তখনই সচেতন হবে এবং যখন পরিবেশকে সংরক্ষণের উদ্যেত হবে যখন মানুষের মধ্যে প্রকৃতির প্রতি স্বতঃমূল্য আসবে।
প্রতিটি বস্তু বা মানুষের যেমন নিজস্ব মূল্য আছে, একইভাবে পরিবেশের ও নিজস্ব মূল্য রয়েছে – এবং এই মূল্যকে রক্ষার আমাদের কর্তব্য- এমন চেতনা জাগ্রত না – হলে মানুষ পরিবেশকে সংরক্ষণে উদ্যেগী হবে না, সুতরাং পরিবেশ সংরক্ষণের জন্য স্বতঃমুল্যের ধারণা খুবই গুরুত্বপূর্ণ ।
আরো পড়ুন
- গান্ধীজীর সত্যাগ্রহ আন্দলন
- ভারতীয় দর্শনে দর্শন শব্দের অর্থ
- পরিবেশ নীতিবিদ্যা | স্বতঃমূল্য ও পরতমূল্যে
- অধিবিদ্যা কী | অধিবিদ্যার প্রকৃতি আলোচনা করো
- ভারতীয় দর্শন | Indian Philosophy |দর্শন শব্দের অর্থ
- গান্ধীজীর সত্যাগ্রহ আন্দলন
- অধিবিদ্যা কী | অধিবিদ্যার প্রকৃতি আলোচনা করো
- আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো
- লক কিভাবে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন
- বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ বর্ণনা
- চার্বাক দর্শন | Charvak Dorshon
- ভারতীয় দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ