মনোযোগ কাকে বলে মনোযোগের শর্তগুলি লেখ

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education  এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল- মনোযোগ কাকে বলে মনোযোগের শর্তগুলি লেখ। BA Education honours /BA Education General এর যেসব ছাত্রছাত্রী BA Education Semester-2 তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন।  Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

মনোযোগ কাকে বলে মনোযোগের শর্তগুলি লেখ
মনোযোগ কাকে বলে মনোযোগের শর্তগুলি লেখ

 

মনোযোগ কাকে বলে । মনোযোগের শর্তগুলি লেখ।

What is attention and the terms/determination of attention.  

মনোযোগ কাকে বলেঃ   

মনোবিদ্যায় ‘মনোযোগ’ বলতে বোঝায় এক প্রকার মানব ক্রিয়া যার ফলে চেতনার ক্ষেত্রে সংকুচিত হয়ে চেতনা একটি বিশেষ বিষয়ে কেন্দ্রভূত হয়, চেতনার প্রান্ত দেশে কোনো এক বিষয় চেতনার কেন্দ্রস্থল অধিকার করে এবং অস্পষ্ট বিষয় ক্রমশ স্পষ্ট হয়।

 মনোযোগের শর্তাবলী বা নির্ধারকগুলি হলঃ 

মনোযোগের বৈশিষ্ট্য বিচার করে দেখা যায় যে, মনোযোগের কতকগুলি শর্ত বা কারণ আছে , এসব শর্তকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়।

(i) বস্তুগত শর্তঃ 

উদ্দীপকের ধর্ম বা গুণ নির্ভর যে সব শর্ত তাদের বস্তুগত শর্ত বলে। বস্তুগত শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল।

(ক) তীব্রতাঃ  

বিভিন্ন উদ্দীপকের মধ্যে যেটি বেশি তীব্র সেটি সহজেই আমাদের মনোযোগ আকৃষ্ট করে। যেমন-রাস্তায় বিজ্ঞাপনের আলোগুলির মধ্যে যেটি সবচেয়ে বেশি উজ্জ্বল সেটি মানুষের মনোযোগ আকর্ষণ করে।

(খ) সুশৃঙ্খল আকারঃ

অবিন্যস্ত বিষয় অপেক্ষা সুবিন্যস্ত বিষয় সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে।

(গ) উদ্দীপকের নতুনত্বঃ

উদ্দীপকের পরিস্থিতিতে যদি কোনো নতুনত্ব থাকে তবে তা আমাদের বেশি সহজে মনোযোগ আকর্ষণ করে। যেমন- রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো মানুষকে সম্পূর্ন নতুন স্টাইলে পোশাক পড়তে দেখলে তার উপর সকলে মনোযোগ দেয়।

(ঘ) গতিশীলতাঃ 

বিভিন্ন উদ্দীপকের মধ্যে যেটি গতিশীল অথবা অনেক গতিশীল ,উদ্দীপকের মধ্যে যেটি বেশি গতিশীল সেটি আমাদের মনোযোগ আকর্ষণ করে। বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপনে বৈদ্যুতিক বাতি গুলিকে গতিশীল রাখেন, যাতে তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে।

(ঙ) পুনরাবৃত্তিঃ

যে উদ্দীপক বরাবর আমাদের ইন্দ্রিয়ের সামনে আসে, তার প্রতি আমরা সহজেই আকৃষ্ট হই। যেমন -ক্লাসে কোনো শিক্ষক আলোচ্য বিষয়টিকে অনেকবার উল্লেখ করলে সেই বিষয়ে ছাত্রছাত্রীরা মনোযোগী না হয়ে পারে না।

(চ) আয়তনঃ

ক্ষুদ্রাকার বস্তুর তুলনায় বৃহৎ আকার বস্তু সহজেই আমাদের মনোযোগ আকৃষ্ট করে। যেমন -একটি মাঠে একটি গোরু ও হাতি থাকলে স্বাভাবিক ভাবেই হাতির প্রতি আমাদের মনোযোগ ধাবিত হয়।

(ii) বিষয়ীগত শর্ত বা মনোগত শর্তঃ

যে সমস্ত ব্যক্তিগত কারণে মানুষ মনোযোগের বিষয় বস্তু নির্বাচন করে তাকে মনোযোগের মনোগতশর্ত বলে। মনোগত শর্তের মধ্যে উল্লেখযোগ্য হল –

(ক) অনুরাগ বা আগ্রহঃ

যার যে বিষয়ে বেশি আগ্রহ। সে বিষয়ে তার মনোযোগ বেশি হয়। যেমন সকালবেলা সংবাদপত্র হাতে পেলেই আগ্রহ অনুসারে কেউ সিনেমার ছবি, কেউ রাজনীতির খবর, কেউ খেলাধুলার প্রতি মনোনিবেশ করে।

(খ) প্রবৃত্তিঃ 

ব্যক্তি তার সহজাত প্রবৃত্তি অনুসারে বস্তুর প্রতি মনোযোগী হয়। যেমন- পলায়ন প্রবৃত্তির তাড়নায় মানুষ সবসময় বিপদের পরিস্থিতির প্রতি আকৃষ্ট হয়।

(গ) আবেগঃ

আবেগ বা অনুভূতি মনোযোগের নির্ধারক যাকে ভালোবাসি, তার সৎগুণের প্রতি আমরা আকৃষ্ট হই এবং যাকে ঘৃনা করি তার অসৎ গুণের প্রতি আমরা আকৃষ্ট হই।

(ঘ) মেজাজঃ

মেজাজ  খারাপ হলে আমরা এমন সব বিষয়ে মনোযোগী হই, যেসব বিষয় স্বাভাবিক অবস্থায় মনোযোগ আকর্ষণ করে না। যেমন- ঘরে কার্পেটের উপর কাদার ছাপ ,অপরের মুখে বিরক্তির ছাপ, অশুভ সংকেত ইত্যাদি।

(ঙ) অভ্যাসঃ

অভ্যাস মানুষকে বিশেষ বস্তুর প্রতি আকর্ষণীয় করে তোলে। যেমন- যে ব্যক্তির পরিস্কার পরিচ্ছন্ন  থাকার অভ্যাস, তার অপরিচ্ছন্ন বস্তুর প্রতি মনোযোগ আকর্ষিত হয়।


আরো পড়ুন

 


প্রশ্ন উত্তর

১. মনোযোগ কাকে বলে ?

উত্তরঃ মনোবিদ্যায় ‘মনোযোগ’ বলতে বোঝায় এক প্রকার মানব ক্রিয়া যার ফলে চেতনার ক্ষেত্র সংকুচিত হয়ে চেতনা একটি বিশেষ বিষয়ে কেন্দ্রভূত হয়।

২. মনোযোগের দুটি বৈশিষ্ট্য লেখ । 

উত্তরঃ মনোযোগের দুটি বৈশিষ্ট্য –i)উদ্দীপকের তীব্রতার মাধ্যমে  সহজেই আমাদের মনোযোগ আকৃষ্ট হয় ।

ii)ক্ষুদ্রাকার বস্তুর তুলনায় বৃহৎ আকার বস্তুর প্রতি সহজেই মনোযোগ আকৃষ্ট হয় ।

iii)যার যে বিষয়ে বেশি আগ্রহ, সে বিষয়ে তার মনোযোগ বেশি হয়।

৩. মনোযোগের নির্ধারকগুলি কয়  প্রকার ও কি  কি ?

উত্তরঃ  মনোযোগের শর্ত বা নির্ধারকগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়-i) বস্তুগত শর্ত

ii)বিষয়ীগত শর্ত বা মনোগত শর্ত ।

৪. মনোযোগের বস্তুগত নির্ধারকগুলি কি  কি ?

উত্তরঃ মনোযোগের বস্তুগত নির্ধারকগুলি-(ক) তীব্রতা   (খ) সুশৃঙ্খল আকার  (গ) উদ্দীপকের নতুনত্ব ।

৫. মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি কি  কি ?

উত্তরঃ মনোযোগের ব্যক্তিগত নির্ধারকগুলি-(ক) অনুরাগ (খ) প্রবৃত্তি  (গ) আবেগ ।


 

Leave a comment