রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে অনেক বিতর্কিত মতবাদ গড়ে উঠেছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য মতবাদ হল  রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ।  আজকের এই পর্বে আমরা আলোচনা করবো class 11 political science থেকে একটি প্রশ্ন উত্তর । সেটি হল-রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ।  এই অংশটি Class 11 political science Notes | Class 11 political science Question ansewer আকারে লিখিত এবং পরীক্ষার উপযোগী করে লেখা।

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ
রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ

 

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদী তত্ত্বটি আলোচনা করো।

  ভূমিকাঃ 

রাষ্ট্র একদিনে সৃষ্টি হয়নি। সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে ও ইতিহাসের বিবর্তনের পথ ধরে ধীরে ধীরে রাষ্ট্র বিক্সৃত হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এই ব্যাখ্যাকে বিবর্তনবাদ বলা হয়। আধুনিক কালে বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হলেন স্যার হেনরি মেইন পরবর্ত্তিকালে ম্যাকাইভাড়। এঙ্গেল রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে বিবর্তন মূলক মতবাদ ব্যাখ্যা করেন।

বিবর্তনবাদের মূল সূত্রঃ 

বিবর্তনবাদের মূল সূত্র তিনটি –

(i) রাষ্ট্রের জন্মের মূলে আছে দীর্ঘ ঐতিহাসিক বিবর্তন,

(ii) এই বিবর্তন একইভাবে বিবর্তীত হয়নি,

(iii) বিবর্তনের ধারা লক্ষ করলে আমরা কয়েকটি উপাদান পাই।

বিবর্তন মূলক মতবাদের উপাদানঃ

 (ক) সামাজিক প্রবণতা

জন্মলগ্ন থেকে মানুষ সামাজিক জীব। সমাজও মানুষকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। মানুষকে নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন দল, গোষ্ঠী, দলনেতার সৃষ্টি হল দলনেতার প্রতি মানুষের আনুগত্য বারল। এইভাবে উদ্ভব হল রাষ্ট্রের।

(খ) রক্তের বন্ধন 

আদিম সমাজে মানুষের মধ্যে ঐক্য স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ন মাধ্যম ছিল রক্তের বন্ধন। রক্তের সম্পর্কের ভিত্তিতে মানুষ প্রথম পরিবার গড়ে তোলে। পরিবারের কর্তা পরিবারকে নিয়ন্ত্রণ করে। ধীরে ধীরে আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে ও সৃষ্টি হয় রাষ্ট্র।

(গ) ধর্মের বন্ধন 

ধর্ম একটি শক্তিশালী উপাদান ধর্মকে কেন্দ্র করে পুরহিত শ্রেণীর সৃষ্টি হয়। ধর্মের মধ্যে দিয়ে সমাজের আদেশ নির্দেশ পালিত হতে পারে। ধর্মের প্রভাবে সামাজিক অভাব গড়ে ওঠে।

(ঘ) বল প্রয়োগ 

প্রাচীনকালে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ও যুদ্ধ বিদ্রোহ প্রায় লেগে থাকত। দুর্বল শ্রেনীকে বাঁচানোর জন্য শক্তিশালী গোষ্ঠী নেতার প্রয়োজন দেখা ছিল। এইভাবে রাজশক্তির উদ্ভব হয়, আধুনিক ইতিহাসে রাষ্টের সঙ্গে রাষ্টের যুদ্ধের ফলে নতুন রাষ্ট্রের উদ্ভবও ঘটে।

(ঙ) ব্যক্তিগত সম্পত্তি 

সমাজ বিকাশের একটি স্তরে ব্যক্তিগত মালিকানার প্রচলন হয় সম্পত্তিকে সুরক্ষিত করার জন্য মালিক শ্রেণীর এক ব্যাপক নিয়ন্ত্রণ ব্যবস্থার আশ্রয় নেয়। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত্তিতেই রাষ্ট্রের জন্ম হয়।

(চ) রাজনৈতিক চেতনা 

শিক্ষা আনে চেতনা আর চেতনা আনে বিপ্লব। রাজনৈতিক চেতনা রাষ্ট্রের বিবর্তনে গুরুত্বপূর্ন প্রভাব বিস্তার করে। যে মুহূর্তে মানুষ শিক্ষিত ও সচেতন হয় সেই মুহূর্তেই মানুষ সমাজের পরিবর্তন উপলব্ধি করে। মানুষ উপলব্ধি করে যে সমাজের ভাবসাম্য রক্ষা করার জন্য একজন বা কয়েকজনই অনুগত্য দেখানো উচিত। এইভাবেই একদিন রাষ্ট্রের উৎপত্তি হয়েছিল।

মূল্যায়নঃ 

বিবর্তনবাদকে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত সঠিক মতবাদ বলে মনে করা হলেও এই মতবাদ সম্পূর্নভাবে ত্রুটি মুক্ত নয়।

(i) বিবর্তনবাদ রাষ্ট্রের উৎপত্তির একটি সাধারণ রূপলেখা কিন্তু ইতিহাসের বিবর্তন একটি জটিল প্রক্রিয়া বলে এই মতবাদের সাথে সংগতি পূর্ন হয় না।

(ii) বির্বতনবাদের উপাদান গুলি কীভাবে কাজ করে যে বিষয়ে কোন নির্দিষ্ট সূত্র বিবর্তনবাদে পাওয়া যায় না। বিবর্তনবাদ কতকগুলো অস্পষ্ট ঐতিহাসিক ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।

(iii) রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে অন্যান্য মতবাদগুলির তুলনায় বিবর্তন বাদ শ্রেষ্ঠ হলেও মৌলিকতার বিচারে এটিকে শ্রেষ্ঠ বলা যায় না। কারণ বিবর্তন বাদ অন্যান্য মতবাদগুলির সমন্বয়ে গড়ে উঠেছে।

এই সকল সীমাবদ্ধতা থাকার সত্ত্বেও রাষ্ট্রের উৎপত্তি বিষয়ক মতবাদগুলির মধ্যে বিবর্তনবাদী সবচেয়ে বেশি যুক্তি সম্মত। বিশ্বাসযোগ্য এবং বিজ্ঞান সম্মত মতবাদ।

 

Thanks For Reading:  রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিবর্তনবাদ


প্রশ্ন উত্তর

১. রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ কি?

উত্তর- রাষ্ট্রে উৎপত্তি  সম্পর্কে সবচেয়ে পুরনো মতবাদ জৈব মতবাদ।  এই  মতবাদে রাষ্ট্রকে জীবনদেহের সাথে তুলনা করে বলা হয়েছে যে জীবদেহের যেমন বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ রয়েছে তেমনি রাষ্ট্রে ও বিভিন্ন অংশ রয়েছে।

২. রাষ্ট্রের উৎপত্তি বল তত্ত্ব কে সমর্থন করেন?

উত্তর-  রাষ্ট্রের উৎপত্তি বল তত্ত্ব কে সমর্থন করেছেন ফ্রেডরিখ হেগেল, ইমানুয়েল কান্ট। 

 


আরো পড়ুনঃ

1.  রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।

২. চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর

৩. আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী

4. রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো

5. রাষ্ট্র কাকে বলে | উপাদান গুলো কি কি


 

Leave a comment