আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী

এই অংশে আমরা আলোচনা করবো আইনের সংজ্ঞা দাও ও এর বৈশিষ্ট্য গুলি কী কী ? এটি class 12 political science এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর এর আলোচনা। উচ্চমাধ্যমিকের যেসব ছাত্রছাত্রী class 12 political science notes অনুসন্ধান করছো তাদের কাছে আবশ্যই Helpfull হতে চলেছে এই প্রশ্ন উত্তর  পর্বটি। class 12 political science question answer এর 8 Marks এর কাঠামো আনুসারে এটি প্রস্তুত করা হয়েছে।

 আইনের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য গুলি কী কী
আইনের সংজ্ঞা দাও এর বৈশিষ্ট্য গুলি কী কী

 

 আইনের সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্য গুলি কী কী ?

  আইনের সংজ্ঞা

সাধারণ অর্থে আইন বলতে বোঝায় রাষ্ট্রের নিয়ম কানুনকে। ঊংবিংশ শতাব্দীতে জন আস্টিন আইনের শ্রেষ্ঠ সংজ্ঞা দিয়েছেন। তাঁর মতে আইন হল সার্বভৌমের নির্দেশ। ইংরেজ দার্শনিক টি. এইচ. গ্রিন আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন – আইন হল অধিকার ও কর্তব্যের ব্যবস্থা যা রাষ্ট্র কার্যকর করে। মার্কসবাদীদের মতে,  আইন বলতে বোঝায় নিয়ম কানুনের সমষ্টি যা শাসক শ্রেণীর স্বার্থকে রক্ষা করে এবং যার দ্বারা মালিক শ্রেণী উপকৃত হয়।


বাংলা রচনা পড়ুনঃ 

১. বাংলার উৎসব প্রবন্ধ রচনা ৪০০ শব্দের

২. ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা

৩.মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ রচনা

৪. পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা


আইনের বৈশিষ্ট্য 

আইনের সংজ্ঞাগুলিকে বিশ্লিষ্ট করলে আইনের কতকগুলি বৈশিষ্ট পাওয়া যায়। –

 নিয়মের সমষ্টি 

আইন হল একটি রাষ্ট্রের নিয়মের সমষ্টি। মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু নিয়ম তৈরি করা হয়। আচরণ বিধি নিয়ন্ত্রণে নিয়মাবলী হল আইন।

আইন মানুষকে অধিকার দেয় 

প্রতিটা মানুষ প্রাথমিক কিছু অধিকার নিয়ে জন্মায়। মানুষের মৌলিক অধিকার গুলি হল – খাদ্য, বস্ত্র ও শিক্ষা। রাষ্ট্র আইন তৈরি করে মানুষের এই মৌলিক অধিকার গুলিকে সুরক্ষিত করে।

  আইন সর্বজনীন 

রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের সকল জনগণের কাছে সমান ভাবে প্রযোজ্য। রাষ্ট্রের ভৌগলিক সীমানার মধ্যে অবস্থিত সকল নাগরিক আইন মানতে বাধ্য।

 সার্বভৌম শক্তি

আইন সার্বভৌম শক্তি কতৃক সমর্থিত হয় বলে আইনের স্থান, প্রথা, রীতি-নীতি প্রভৃতির অনেক উর্ধ্বে।

 শক্তি প্রদান 

সার্বভৌম শক্তির প্রধান কাজ হল আইনকে কার্যকর করা। আইন ভঙ্গ করলে সার্বভৌম শক্তি আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান করে।

Thanks For Reading:  আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী | class 12 political science notes


আরো পড়ুনঃ

1.  রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।

২. চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর

৩.রাষ্ট্র কাকে বলে | উপাদান গুলো কি কি

৪.রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো


 

Leave a comment