পরিবার কাকে বলে | পরিবারের বৈশিষ্ট্য

মানব সমাজের একটি শাশ্বত ও ক্ষুদ্রতম সংঘ হলো পরিবার।পরিবার হল  একটি গুরুত্বপূর্ন প্রাথমিক গোষ্ঠী । আমরা এই অংশে আলোচনা করব পরিবার কাকে বলে । এই অংশে আরও আলোচনা করবো পরিবারের বৈশিষ্ট্য নিয়ে। এটি দর্শনের ছাত্রছাত্রীদের যেমন উপকারে লাগবে , তেমনই লাগবে পরিবার কাকে বলে sociology এর ছাত্রছাত্রীদের ।

পরিবার কাকে বলে পরিবারের বৈশিষ্ট্য
পরিবার কাকে বলে পরিবারের বৈশিষ্ট্য

 

পরিবার কাকে বলে | পরিবারের বৈশিষ্ট্য

পরিবার কাকে বলে

মানব সমাজের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ন প্রাথমিক গোষ্ঠী হল পরিবার । সমাজ সৃষ্টির প্রারম্ভে পরিবারের উৎপত্তি । পরিবার হল একটি ক্ষুদ্র মানবগোষ্ঠী, পরিবার ছাড়া কোন দেশের মানব সমাজ কল্পনা করা যায় না। পরিবার এমন একটি প্রাচীনতম প্রতিষ্ঠান যার থেকে অনান্য সামাজিক প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে । এ প্রসঙ্গে অধ্যাপক BALLART বলেছেন –“Family is the original social instruction from which all other institution develop.” তবে আর্বিভাবকাল থেকে পরিবারের আকৃতি ও প্রকৃতি এক নেই, নানা পরিবর্তন ও বিবর্তনের মাধ্যমে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহণ করেছে।

পরিবারের সংজ্ঞায় ম্যকাইভার ও পেজ বলেছেন-“The family is a group defined by a Sen relationship sufficiently precise and enduring to provide for the procreation and upbringing of children. ” অন্যভাবে ম্যকাইভারের ভাষায় বলা যায় –“The family esists only as a process.” অর্থাৎ ‘পরির্বতনশীল গোষ্ঠী রূপেই পরিবারের অবস্থান।’

পরিবার গড়ে ওঠে সমাজসম্মতভাবে। নরনারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান উৎপাদন ও সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে পরিবার গড়ে ওঠে । অনেক সময় আবার ভৃত্যদেরও পরিবারের অন্তভুক্তরূপেও গণ্য করা হতো।

প্রসঙ্গগত উল্লেখ্য যে , ‘family’ শব্দটি উৎসমূল হল ‘famulus’ যার মূল অর্থ হল গৃহভৃত্য । তাই প্রথম দিকে family শব্দের অর্থ ছিল পরিবারের অর্ন্তগত কেবলমাত্র ভৃত্য সমষ্টি। কিন্তু পরবর্তীকালে শব্দতির অর্থ সম্প্রসারিত হয়ে অর্থ দাঁড়ায় গৃহ ভৃত্য সহ পরিবারের সকল সদস্য।

পরিবারের বৈশিষ্ট্য গুলি হল | (Family characteristics)

পরিবার হল সমাজের প্রাথমিক ও মৌলিক একক। সমাজে অবস্থিত এই মৌলিক এককের কতকগুলি গুরুত্বপূর্ন বৈশিষ্ট্য  রয়েছে। বৈশিষ্ট্য গুলি হল-

যৌনসম্পর্ক

পরিবারের প্রধান বৈশিষ্ট্য হলো সমাজ সম্মত সুনির্দিষ্ট বিধিনিষেধের মাধ্যমে নরনারীরা যৌনসম্পর্কে আবদ্ধ হয়ে সহবাসের সম্মতি লাভ করে । তবে, যৌনসম্পর্ক অবাধ নয় , সমাজ সম্মত বিধিনিষেধ অনুসারে তা সংগঠিত হয় । তাই সমাজে অনাচার প্রশ্রয় পায়না।

বিবাহ সম্পর্ক

বিবাহ হল একটি সামাজিক অনুষ্ঠান পরিবার হল এমন একটি গোষ্ঠী যেখানে বিবাহ অনুষ্ঠান পালিত হয় । সমাজসম্মত ভাবে বিবাহের মাধ্যমে ভিন্ন ভিন্ন পরিবারের  নরনারী একই গোষ্ঠীর অর্ন্তভুক্ত হয় এবং সন্তান উৎপাদনের মাধ্যমে পরিবার গঠন করে।

নামকরণ ও বংশপরিচয়ের ভিত্তি

প্রত্যেক পরিবার তার উত্তরাধিকারীদের নামকরণের বা বংশপরিচয়ের ভিত্তিস্বরূপ। সব সমাজেই পূর্বপুরুষের পারিবারিক বংশপরিচয় অনুসারে উত্তরাধিকারীদের বংশপরিচয় বা নামকরণ নির্ধারিত হয় অর্থাৎ রায় পরিবারের সন্তান সন্ততি রায় নামে, দত্ত পরিবারের সন্তান সন্ততি দত্ত নামে পরিচিত হয়।

অর্থ সম্পদের ব্যবস্থা

পরিবার মাত্রই সমাজ সম্মতভাবে নরনারীর মিলন হয় । এই মিলন গড়ে উঠতে গেলে বিশেষ রকমের অর্থসম্পদের ব্যবস্থা থাকতে হবে । পরিবারের সদস্যদের নূন্যতম চাহিদা খাদ্য ও পোশাক , শিশু সন্তানের পরিচর্যা ও শিক্ষা দানের জন্য প্রত্যেকটি পরিবারে অর্থ থাকা প্রয়োজন।

নির্দিষ্ট স্থান ও বাসভূমি

পরিবার গড়ে উঠতে গেলে  একটি নির্দিষ্ট স্থান ও বাসভূমির প্রয়োজন । যে বাসস্থান বৃক্ষ শাখা নির্মিত পর্নকুঠির হতে পারে আবার রাজপ্রাসাদও হতে পারে তবে উন্মুক্ত প্রান্তরে বা বৃক্ষ ছায়ায় পশুশাবক পালন করা সম্ভব হলেও মানব শিশু পালন ও পরিচর্যা সম্ভব নয় ।তাই পরিবার গড়ে উঠতে গেলে একটি নিরাপদ আশ্রয়ের প্রয়োজন।

আবেগ ও অনুভূতির ভিত্তি

মানুষের দৈহিক প্রবৃত্তি, মানসিক আবেগ এবং প্রবণতার প্রধান কেন্দ্র হলো পরিবার। মানুষের যাবতীয় সুকমল অনুভূতির জন্ম হয় এই পরিবারে যার প্রকাশ পরবর্তিকালে জীবনের বৃহত্তম ক্ষেত্রেও লক্ষ্য করা যায়।

ব্যক্তিত্বের গঠন

 শিশু পরিবারের মধ্যেই বড়ো হতে থাকে । তার যাবতীয় শিক্ষা, আচার আচরণ সবই সে পরিবারের মধ্যেই শেখে তাই পরিবারকে শিশুর শিক্ষাক্ষেত্রে বলা যায়। শিশুকে তার পরিবেশের সাথে অভিযোজন করতে সাহায্য করে পরিবার। এদিকে থেকে পরিবার শিশুর ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে  পরিবার।

Thanks For Reading : পরিবার কাকে বলে | পরিবারের বৈশিষ্ট্য


প্রশ্ন-উত্তর:

1.পরিবার কাকে বলে?

উত্তর-পরিবার হল একটি ক্ষুদ্র মানবগোষ্ঠী, পরিবার ছাড়া কোন দেশের মানব সমাজ কল্পনা করা যায় না।

2.পরিবার কত প্রকার?

উত্তর

  1. পিতৃ শাসিত ও মাতৃ শাসিত পরিবার
  2. একগামি ও বহুগামি পরিবার
  3. পিতৃ আবাসিক ও মাতৃ আবাসিক পরিবার
  4. মাতৃ বংশানুক্রমিক ও পিতৃ বংশানুক্রমিক পরিবার
  5. একক ও যৌথ পরিবার

আরো পড়ুন –

লক কিভাবে মুখ্য গুণ ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন

আকার ও উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের বক্তব্য

অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব

জৈনদের অনেকান্তবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো

চার্বাক নীতি তত্ত্ব -সুখবাদ কী?

ভারতীয় দর্শন | Indian Philosophy |দর্শন শব্দের অর্থ


 

 

Leave a comment