কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো

মাধ্যমিক-ভূগোল, পঞ্চম অধ্যায়-(ভারত) , ভারতের শিল্প  , এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার উপযোগী কিছু রচনাধর্মী প্রশ্ন-উত্তর আলোচনা করা হবে।এই অধ্যায় থেকে তোমাদের আরও বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর থাকছে । আজকের আলোচনায় আমাদের বিষয় হল-কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো |  

আশা রাখি , আমাদের এই উপস্থাপনা WBBSE class 10 –এর ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই উপযোগী হতে চলেছে।এছাড়াও যে সব ছাত্রছাত্রীরা class 10 geography chapter 5 খুঁজে চলেছে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে ।

কোনো স্থানে শিল্প স্থাপনের কারণ আলোচনা করো |
কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো | 

 

কোনো স্থানে শিল্প স্থাপনের কারণগুলি আলোচনা করো |

কোনো স্থানে শিল্প অবস্থানের কারণঃ

কোনো স্থানে শিল্প অবস্থানের কারণ প্রধানত দুটি- 1. প্রাকৃতিক কারণ ও  2.অর্থনৈতিক কারণ।

 1. প্রাকৃতিক কারণঃ 

(i) ভৌগলিক অবস্থানঃ  

কোনো দেশের ভৌগলিক অবস্থানের উপর উন্নয়ন নির্ভরশীল যেমন পৃথিবীর উত্তর গোলার্ধে  660 অক্ষরেখা থেকে 900 অক্ষরেখার মধ্যবর্তী  হিমমন্ডলীয় অবস্থান শিল্প গড়ে ওঠার পক্ষে অনুকূল নয়। অন্য দিকে নাতিশীতোষ্ণ অঞ্চল শিল্প গড়ে ওঠার পক্ষে অনুকূল।

(ii) কাঁচামালঃ 

সব শিল্পেরই এক বা একাধিক কাঁচামালের প্রয়োজন। কাঁচামালের উৎস , কাঁচামালের বিশুদ্ধতা। কাঁচামালের পরিমান প্রভৃতির উপর নির্ভর করে শিল্প গড়ে ওঠে।

(iii) জলের জোগানঃ

যে কোনো শিল্পে এবং শিল্পকে কেন্দ্র করে নিযুক্ত শ্রমিকের প্রচুর পরিমানে জলের প্রয়োজন হয়।

(iv) জলবায়ুঃ

জলবায়ু প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে শিল্পের অবস্থানকে প্রভাবিত করে। তবে বর্তমানে বৈজ্ঞানিক প্রযুক্তির সঠিক প্রয়োগের জন্য জলবায়ুর প্রভাব অনেকটা কমেছে ।

 2. অর্থনৈতিক কারণঃ

(i) শ্রমিকঃ 

যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন আধুনিক বিশ্বায়নের যুগে বহু জাগতিক সংস্থা গুলি পৃথিবীর যেখানে সস্তায় শ্রমিক পায় সেখান থেকেই শ্রমিকদের নিয়োগ করেন একে আউট সোসিং বলে।

(ii)বাজারঃ

শিল্প স্থাপনের ক্ষেত্রে বাজারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে। তাই যেখানে শিল্প দ্রব্যের চাহিদা বেশি সেখানে শিল্প গড়ে উঠতে দেখা যায়।

(iii) পরিবহণঃ  

অল্প দূরত্বে স্বল্প পরিমাণ মালের জন্য সড়ক , একদেশ থেকে অন্যদেশে ভারীপণ্য পরিবহনের জন্য জলপথ এবং অতি দ্রুত পচনশীল বস্তু পরিবহনের জন্য আকাশ পথের সুবিধা মাথায় রেখে শিল্প গড়ে ওঠে।


প্রশ্ন উত্তরঃ  

১. শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলি কি কি ? 

উত্তরঃ শিল্প গড়ে ওঠার নিয়ামকগুলি হল -ভৌগলিক অবস্থান , কাঁচামাল , জলবায়ু, বাজার প্রভৃতি ।

২. শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক নিয়ামক কোনটি ?

উত্তরঃ শিল্প গড়ে ওঠার অর্থনৈতিক নিয়ামক- i)সুলভ শ্রমিক ii) বাজার  iii) উন্নত পরিবহণ ।

৩. খনিজ ভিত্তিক শিল্প কোনটি ?

উত্তরঃ খনিজ ভিত্তিক শিল্প হল- লৌহ-ইস্পাত শিল্প ।

 

৪. কয়েকটি কৃষিভিত্তিক শিল্পের উদাহরণ দাও । 

 

৫. সংযোজন ভিত্তিক শিল্প কোনটি ?

উত্তরঃ সংযোজন ভিত্তিক শিল্প হল -অটোমোবাইল শিল্প ।



 

Leave a comment