মাধ্যমিক-ভূগোল, পঞ্চম অধ্যায়-(ভারত) , ভারতে জনসংখ্যা , এই অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষার উপযোগী কিছু রচনাধর্মী প্রশ্ন-উত্তর আলোচনা করব।এই অধ্যায় থেকে তোমাদের আরও বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত প্রশ্নউত্তর থাকছে । আজকের আলোচনায় আমাদের বিষয় হল-ভারতে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণগুলি লেখো |
আশা রাখি , আমাদের এই উপস্থাপনা WBBSE class 10 –এর ছাত্র-ছাত্রীদের পক্ষে খুবই উপযোগী হতে চলেছে।এছাড়াও যে সব ছাত্রছাত্রীরা class 10 geography chapter 5 খুঁজে চলেছে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে ।
ভারতে জনসংখ্যা বন্টনে তারতম্যের কারণগুলি লেখো |
The causes of variation in population distribution in India |
ভারতে জনসংখ্যা বন্টনঃ
ভারতের সব জায়গায় জনসংখ্যার বন্টন সমান নয়। কোথায় বেশি, কোথাও কম। এই অসম বন্টনের কারণগুলি হল-
প্রাকৃতিক কারণঃ
ভূপ্রকৃতিঃ
উত্তর পূর্ব ভারত ও দক্ষিন ভারতের পার্বত্য বন্ধুর ভূ-প্রকৃতির জন্য এই সব অঞ্চল জন বিরল। অপর দিকে সমতল উপকূলীয় সমভূমি কৃষি শিল্প ও পরিবহনে উন্নত বলে জনবহুল ।
জলবায়ুঃ
উত্তর-পূর্ব ভারতের সমভূমি অঞ্চলের অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি । অপর দিকে হিমালয় পার্বত্য অঞ্চলে অতি শীতলতা, রাজস্থানে থর মরুভূমি অঞ্চলে অতি উষ্ণতার কারণে জনসংখ্যার বন্টন কম।
মৃত্তিকাঃ
উর্বর মৃত্তিকার কারণেই গাঙ্গেয় সমভূমি ও উপকূলীয় সমভূমি জনবহুল। আবার হিমালয় পার্বত্য অঞ্চলের অনুর্বর পডসল মৃত্তিকার কারণে এই অঞ্চল জনবিরল।
নদনদীঃ
উত্তর ভারতের গঙ্গা , সিন্ধু ও ব্রহ্মপুত্র , মহানদী, গোদাবরী , কৃষ্ণা , কাবেরী প্রভৃতি নদী উপত্যাকায় জলসেচ , জলবিদ্যুৎ উৎপাদন, পরিবহণ ও মৎস চাষের অধিক সুবিধা থাকায় জনঘনত্ব বেশি।
অরণ্যঃ
পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঢাল এবং পূর্ব হিমালয়ের পাদদেশে গভীর অরন্যের জন্য লোক বসতি কম।
সাংস্কৃতিক কারণঃ
যোগাযোগ ব্যবস্থাঃ
সহজ যোগাযোগ ব্যবস্থা জনবসতিকে প্রভাবিত করে। যেমন-উত্তর ভারতের সমভূমি অঞ্চলে সড়ক পথ, রেলপথ ও জলপথের সুবিধা থাকায় জনবসতি বেশি আর মধ্যপ্রদেশ বা ওড়িষ্যার অনেক জায়গায় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে জনবসতি একদম বিরল।
শিল্পাঞ্চলঃ
শিল্পাঞ্চলে বহুমানুষের জীবিকার সংস্থান হয় বলে কলকাতা বা আসানসোল শিল্পাঞ্চলের জনঘনত্ব বেশি।
অন্যান্য কারণঃ
পর্যটন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র , সীমান্তবর্তী শহর, ঐতিহাসিক স্থান, শিক্ষাকেন্দ্র, ধর্মীয় স্থান প্রভৃতি ক্ষেত্রে কতকগুলি অবস্থান গত অনুকূল পরিবেশের জন্য জনঘনত্ব বেশি হয়।
প্রশ্ন উত্তরঃ
১. জনসংখ্যা বন্টন কাকে বলে ?
উত্তরঃ কোনো নির্দিষ্ট এলাকায় যত সংখ্যক মানুষ বাস করে তার পরিমাপকে ওই অঞ্চলের জনসংখ্যা বন্টন বলে ।
২. জনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রক গুলি কি কি ?
উত্তরঃজনসংখ্যা পরিবর্তনের নিয়ন্ত্রকগুলি -i)জন্মহার ii)মৃত্যুহার iii) অভিবাসন ।
৩. ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের দুটি কারণ লেখো ?
উত্তরঃ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের দুটি কারণ- i) জলবায়ুগত কারণে জনসংখ্যা বন্টনে তারতম্য ঘটে ।- উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে অনুকূল জলবায়ু জন্য জনঘনত্ব বেশি হয় ।
(ii) শিল্পাঞ্চলে বহুমানুষের জীবিকার সংস্থান হয় বলে, কলকাতা বা আসানসোল শিল্পাঞ্চলের জনঘনত্ব বেশি।
৪.উত্তর পূর্ব ভারতে জনঘনত্ব বেশি হওয়ার কারণ কি ?
উত্তরঃ উত্তর পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে অনুকূল জলবায়ু জন্য জনঘনত্ব বেশি ।
৫.ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ?
উত্তরঃ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ ।
আরো পড়ুন –
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
- Class 10 Geography Chapter1 mcq Online Test | মাধ্যমিক ভূগোল মক টেস্ট প্রথম অধ্যায়।
- পূর্ব ও মধ্যভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো |