ব্যক্তিত্ব কি।ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education  এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-ব্যক্তিত্ব কি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি । BA Education honours /BA Education General এর যেসব ছাত্রছাত্রী BA Education Semester-2 তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন।  Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

ব্যক্তিত্ব কি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি
ব্যক্তিত্ব কি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি

 

ব্যক্তিত্ব কি। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি । What is personality and characteristics of personality or personality traits.

 

ব্যক্তিত্ব কি/ ব্যক্তিত্ব কাকে বলেঃ 

ব্যক্তির আচার আচরণের ধরণ বা ভঙ্গি তার মনোভাব, দৈহিক ও মানসিক স্বার্থ ইত্যাদি বৈশিষ্ট্য নিয়েই ব্যক্তির ব্যক্তিত্ব। অর্থাৎ ব্যক্তির সমগ্র ব্যক্তিসত্ত্বাই তার ব্যক্তিত্ব। তবে মনোবিদ্যায় ‘ব্যক্তিত্ব’ শব্দটির অর্থ ভিন্ন মনোবিজ্ঞানে ব্যক্তির দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য সমূহের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে। মনোবিদ গর্ডন অলপোর্ট তাঁর Personality গ্রন্থে বলেছেন – “ ব্যক্তির অন্তর্নিহিত গতিশীল দৈহিক ও মানসিক বৈশিষ্ট্য গুলিকে সংগঠিত করে ,যা ব্যক্তিকে তার পরিবেশের সাথে বিশেষভাবে উপযোজিত হতে সাহায্য করে তাই হল ব্যক্তিত্ব।”

ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলি হলঃ 

(i) অহংবোধঃ 

অহংবোধ বা অস্মিতা বোধ ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। প্রাণী জগতে কেবল মানুষেরই অহংবোধ থাকায় মানুষ ভিন্ন অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যক্তিত্ব শব্দটি প্রয়োগ করা হয় না।

(ii) বিকাশশীলঃ 

ব্যক্তিত্ব হল বিকাশধর্মী। এই বিকাশের প্রক্রিয়ায় ব্যক্তির বংশগতি এবং তার সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ন ভূমিকা আছে।

(iii) গতিশীলঃ

ব্যক্তিত্ব স্থির বা নিঃশ্চল নয় তা গতিশীল এবং ক্রমবর্তমান, যদিও সেই পরিবর্তনের মধ্য দিয়ে ব্যক্তিত্বের এক নিরবিচ্ছিন্নতা বজায় থাকে। কাজেই ব্যক্তিত্ব একই সাথে ক্রমবর্তমান এবং স্থায়ী সংগঠন।

(iv) আচরণ ভঙ্গিঃ

ব্যক্তিত্বকে জানা যায় ব্যক্তির আচার আচরণ এবং ক্রিয়া কর্মের মাধ্যমে। তাই ব্যক্তিত্ববোধক বিশেষণগুলি ব্যক্তির আচরণ প্রসঙ্গেই প্রয়োগ করা হয়। যেমন – আত্মনির্ভর বা পরনির্ভর, উদ্যোমী বা উদ্যোমহীন ইত্যাদি।


আরো পড়ুন


  প্রশ্ন উত্তর

১.  ব্যক্তিত্ব কি ?

উত্তরঃ  ব্যক্তির আচার আচরণের ধরণ বা ভঙ্গি তার মনোভাব, দৈহিক ও মানসিক স্বার্থ ইত্যাদি বৈশিষ্ট্য নিয়েই ব্যক্তির ব্যক্তিত্ব। 

২.   ব্যক্তিত্ব কয় প্রকার ও কি কি ?

উত্তরঃ  ব্যক্তিত্ব সাধারণত দুই প্রকার – ক)অন্তর্মুখী  ব্যক্তিত্ব  , খ)বহির্মুখী  ব্যক্তিত্ব ।

৩.  ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি কি কি ? 

উত্তরঃ ব্যক্তিত্বের বৈশিষ্ট্য গুলি  হল -i)অহংবোধ    (ii) বিকাশশীল     (iii) গতিশীল   (iv) আচরণ ভঙ্গি 

৪.   ব্যক্তিত্বের জনক কাকে বলে ?

উত্তরঃ  গর্ডন অলপোর্টকে ব্যক্তিত্বের জনক বলা হয় ।

৫.   ব্যক্তিত্বের উপাদান কি কি ?

উত্তরঃ  ব্যক্তিত্বের উপাদানগুলি হল – id(অদস) , ego(অহম ) এবং super ego ( অধিসত্তা) ।


 

 

Leave a comment