হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট

মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের একটি অসামান্য প্রয়াস-দশম শ্রেণী বাংলা মক টেস্ট । তোমরা খুব সহজেই এই class 10 mock test গুলিতে অংশগ্রহণ করতে পারবে । প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর mcq এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

এখানে তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে বাছাই করা কিছু প্রশ্নপ্রত্র দেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া কালি কলম শ্রীপান্থ  মাধ্যমিক বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ । এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.comপেজটিতে ।

হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট
হারিয়ে যাওয়া কালি কলম MCQ মক টেস্ট

 

CLASS 10 BENGALI MCQ MOCK TEST 


হারিয়ে যাওয়া কালি কলম মক টেস্ট

মাধ্যমিক বাংলা সিলেবাসে তোমাদের দুটি প্রবন্ধ রয়েছে , হারিয়ে যাওয়া কালি কলম ও বাংলা ভাষায় বিজ্ঞান , এই দুটি প্রবন্ধ থেকে 11 নম্বরের প্রশ্নপ্ত্র থাকছে । যেখানে 3 নম্বরের MCQ , 3 নম্বরের SAQ , 5 নম্বরের Essay Type question .

তাই তোমাদের হারিয়ে যাওয়া কালি কলম mcq -এর খুব প্রস্তুতির জন্য এই হারিয়ে যাওয়া কালি কলম মক টেস্ট আয়োজন করা হল । যেখানে 25 টি প্রশ্ন রয়েছে । তোমরা এই পরীক্ষায় অংগ্রহণ করলে নিশ্চয় বুঝতে পারবে হারিয়ে হারিয়ে যাওয়া কালি কলম প্রশ্ন উত্তর পরীক্ষার জন্য কীরূপ প্রস্তুত হয়েছে ।

তোমাদের অবশ্যই হারিয়ে যাওয়া কালি কলম বিষয় সংক্ষেপ -টি ভালোভাবে পড়তে হবে । তাহলেই তোমরা যে  কোন প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে । তোমাদের সাফল্য কামনা করি , দশম শ্রেণীর বাংলা পরীক্ষায় তোমরা ভালো ফল করো ।

হারিয়ে যাওয়া কালি কলম mcq test |

 এখানে 25 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।

Full Marks- 25×1=25 

 
START MOCK TEST

#1. ‘শ্রীপান্থ’ ছদ্মনামে লিখেছেন-

#2. “কালি কলম মন, লেখে তিন জন।” এটি হল একটি-

#3. লেখক যে অফিসে কাজ করতেন-

#4. বাংলা প্রবাদটি হল, কালি নেই কলম নেই, বলে আমি

#5. ‘ত্রিফলা’ বলতে যে তিনটি ফলকে বোঝায়, সেগুলি হল

#6. ‘যার পোশাকি নাম স্টাইলাস’ কার পোশাকি নাম?

#7. ‘সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন’ তার পোশাকি নাম – *

#8. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে

#9. বাঙালি সাংবাদিকদের ‘বাবু কুইল ড্রাইভারস’ বলেছিলেন কে? –

#10. ‘কেরি সাহেবের মুনশি’ নামে কোন্ ব্যক্তি খ্যাত ছিলেন?-

#11. এক সময় বলা হত “কলমে কায়স্থ চিনি, গোঁফেতে ।”-

#12. কালির অক্ষর নাইকো পেটে, চন্ডী পড়েন

#13. উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা ছিলেন-

#14. ফাউন্টেন পেন সংগ্রহ করতেন-

#15. আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল-

#16. একজন বিখ্যাত দোয়াত সংগ্রাহকের নাম

#17. যাঁরা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় –

#18. চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন?-

#19. ‘অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন।’ তিনি হলেন

#20. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম-

#21. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন

#22. ‘লেখার পাত’ বলতে বোঝানো হয়ে থাকে-

#23. পালকের কলমের ইংরেজি নাম হল

#24. লেখক শ্রীপান্থের ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকত

#25. উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত-

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

 

Improve Your Knowledge And Try Again.


 

দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 


আরো পড়ুনঃ 


 

Leave a comment