শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education / Class 11 Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন | 

Class 11 Education/  BA Education honours/   BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা  BA Education Semester-1 এর notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন |
শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন |

 

শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন |

“শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া”- তার কারণগুলি হলঃ  

শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া কারণ শিশু জন্মগ্রহণ করে সমাজের মধ্যে এবং সমাজের মধ্যেই বড়ো হতে থাকে, ছোটো চারাগাছ যেমন তার শাখাপ্রশাখা ছড়িয়ে বড়ো হতে থাকে, শিশুও তেমন সমাজে তাঁর প্রতিরূপ শাখাপ্রশাখার ন্যায় নিজেকে সমাজে গড়ে তোলার চেষ্টা করে।

শিক্ষা শিশুকে সমাজে গড়ে তুলতে সাহায্য করে। তাই শিক্ষা শব্দটি সমাজ বহিভূর্ত নয়, সমাজের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। সুতরাং শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।

শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলার পিছনে কতকগুলি মতামত আছে, তা নিম্নে আলোচনা করা হল –

(i) ব্যক্তি হল সামাজিক জীব। সমাজকে বাদ দিয়ে ব্যক্তি বেঁচে থাকতে পারে না। অপরদিকে ব্যক্তিকে বাঁচিয়ে রাখার অপরিহার্য উপাদান হল শিক্ষা। সুতরাং শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।

(ii) সমাজের প্রধান উপাদান হল মানুষ। সমাজের অগ্রগতির মূল ভিত্তি হল মানুষের অগ্রগতি। মানুষের অগ্রগতির ভিত্তি হল শিক্ষা , কোন সমাজে যত বেশি সংখ্যক ব্যক্তিকে শিক্ষিত করা যাবে, সেই সমাজ তত বেশি সার্বিকভাবে উন্নত হবে। সুতরাং সমাজের সর্বাঙ্গীণ উন্নতির লক্ষ্যে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।

(iii) শিক্ষা সম্পন্ন হলে একজন ব্যক্তি সামাজিক নাগরিকে পরিণত হয়। তখন তাকে পালন করতে হয় বিভিন্ন সামাজিক কর্তব্য। এটা সম্ভব হয় শিক্ষার দ্বারা, সেই কারণে শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা যায়।

(iv) শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে নৈতিক ও মানবিক সমস্ত রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এই দিক থেকে বিচার করলেও শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।

উপরিউক্ত নীতিগুলি বিশ্লেষণ করলে একথা বলা যায় যে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।


 প্রশ্ন উত্তর

উত্তরঃ যে প্রক্রিয়ার দ্বারা সমাজবদ্ধ জীব পর্যায়ক্রমে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া করে সামাজিক লক্ষ্যের দিকে অগ্রসর হয়, তাকে সামাজিক প্রক্রিয়া বলা হয়।

২. শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন ?

উত্তরঃ ব্যক্তি হল সামাজিক জীব। সমাজকে বাদ দিয়ে ব্যক্তি বেঁচে থাকতে পারে না। অপরদিকে ব্যক্তিকে বাঁচিয়ে রাখার অপরিহার্য উপাদান হল শিক্ষা। সুতরাং শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।

শিক্ষার মাধ্যমে আমাদের জীবনে নৈতিক ও মানবিক সমস্ত রকম পরিবর্তন লক্ষ্য করা যায়। এই দিক থেকে বিচার করলেও শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া।


আরো পড়ুন


Leave a comment