প্রিয় পাঠক আজকের পর্বে BA Education / Class 11 Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল- পাঠক্রম কী | পাঠক্রমের নির্ধারক গুলি কি কি । Class 11 Education/ BA Education honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা Education notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
পাঠ্যক্রম কী | পাঠক্রমের নির্ধারক গুলি কি কি
পাঠক্রম কাকে বলে:
Curriculum’ বা ‘পাঠ্যক্রম’ শব্দটির ধারণা অনুধাবন করতে গেলে পাঠ্যক্রমের গতানুগতিক ও আধুনিক দুটি ধারণারই উল্লেখ করা প্রয়োজন। ইংরেজী ‘Curriculum’ শব্দটির বাংলা প্রতিশব্দ হল ‘ পাঠ্যক্রম ’ ইংরাজী ‘Curriculum’ শব্দটি এসেছে গ্রীক শব্দ ( কুরিয়ার ) থেকে, যার অর্থ হল ‘ দৌড় ‘ (Race), কাজেই ইংরেজী ‘Curriculum’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল ‘ বিশেষ লক্ষ্য পৌঁছানোর জন্য দৌড়ের পথ । আর এই পথটি হল পাঠ্য বিষয় কেন্দ্রিক।
তাহলে সাধারণভাবে বলা যায় যে, পাঠ্যক্রম হল শিক্ষালয়ে পাঠ্য বিষয়সমূহের অভিজ্ঞতার সমষ্টি, পাঠ্যক্রমের এমন প্রাচীন ধারণাকে সংকীর্ন অর্থে ধারণা বলা হয়। কারণ, পাঠ্যক্রমের এই সংজ্ঞায় পাঠ্যবিষয় ও পাঠ্যক্রমকে সমার্থক বলে গণ্য করা হয়েছে।
কিন্তু আধুনিক ধারণায় পাঠ্যক্রমের পরিধী অত্যন্ত ব্যাপক আধুনিক সংজ্ঞায় বলা হয়েছে – শিক্ষার্থী শিক্ষালয়ে শিক্ষকের সঙ্গে পারস্পরিক ক্রিয়াপ্রতিক্রিয়ার মাধ্যমে যা কিছু অভিজ্ঞতা লাভ করে তা সবই পাঠ্যক্রমের অন্তভুক্ত বিশিষ্ট শিক্ষাবিদ পেইনি (Pryne) বলেছেন – “ শিক্ষার্থীর ব্যক্তি সত্তার বিকাশ ও আচারনগত পরিবর্তনের বিদ্যালয়ে যে সকল কর্মসূচীর নির্বাচন করা হয় এবং সচেতনভাবে পরিচালনা করা, তাদের সমবায় হল পাঠ্যক্রমের “।
সুতরাং পাঠ্যক্রমের আধুনিক ধারণায় শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের ইঙ্গিত পাওয়া যায়।
পাঠ্যক্রম গঠনের মূল্য নীতি | পাঠক্রমের নির্ধারক গুলি কি কি
যে সমস্ত নীতিগুলির উপর ভিত্তি করে পাঠ্যক্রমের মূল কাঠামোটি নির্ধারিত হয় তাদেরই পাঠ্যক্রম গঠনের মৌলিক নীতির উল্লেখ করেছেন সেই নীতিগুলি হল –
১) শিক্ষার উদ্দেশ্য নীতিঃ
পাঠক্রম রচনা করার সময় শিক্ষার লক্ষ্য ও বিষয়ের উদ্দেশ্যগুলি বিশ্লেষণ করে পাঠক্রম রচনা করা প্রয়োজন। যেমন – যেখানে শিক্ষার উদ্দেশ্য শিক্ষার্থীর চরিত্র গঠন করা। সেখানে চরিত্র বিকাশের সহায়ক বিষয় রাখতে হবে।
২) শিশুকেন্দীকতার নীতিঃ
শিশু অর্থাৎ যাদের জন্য পাঠক্রম রচনা করা হবে তাদের চাহিদা , আগ্রহ , ক্ষমতা , প্রকাতা ও পরিনমন ইত্যাদির সাথে সামঞ্জস্য রেখেই পাঠক্রম রচনা করতে হবে।
৩) ব্যক্তিস্বাতন্ত্রের নীতিঃ
শিশুর আগ্রহ , ক্ষমতা ও প্রবণতা ইত্যাদি নানা ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য আছে। এই ব্যক্তিগত পার্থক্যের নীতি পাঠ্যক্রমের প্রতিফলিত হওয়া প্রয়োজন।
৪) গণতান্ত্রিকতার নীতিঃ
শিক্ষার্থীদের মধ্যে যাতে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে ওঠে সেজন্য বিষয়বস্তু নির্বাচন করতে হবে।
৫) সামাজিকতার নীতিঃ
পাঠক্রম গঠনের সময় বিশেষভাবে গুরুত্ব দেওয়া দরকার সামাজিক রীতিনীতি, আদর্শ, ধারণা, সাংস্কৃতিক ঐতিহ্যের উপর, কারণ, পাঠ্যক্রমের একটি প্রধান উদ্দেশ্য হল সামাজিক অস্তিত্ব রক্ষা করা।
৬) সমন্বয়ের নীতিঃ
পাঠক্রমের মধ্যে বিষয়গুলিকে বিচ্ছিন্নভাবে না রেখে বিভিন্ন বিষয়ের ধারণাগুলি মধ্যে যতটা সম্ভব সমন্বয় রেখে পাঠক্রম রচনা করা প্রয়োজন।
৭) সৃজনশীলতার নীতিঃ
পাঠ্যক্রমের মধ্য দিয়েই শিক্ষার্থীর সৃজনধর্মীতার যাতে বিকাশ ঘটে। এজন্য পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের ক্ষেত্রে সৃজনধর্মী কাজের ওপর জোর দিতে হবে।
8) কর্মকেন্দ্রীকতার নীতিঃ
পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে ‘Learning by doing’ এই নীতির উপর গুরুত্ব দিতে হবে। অর্থাৎ শিক্ষার্থীকে সক্রিয় করে তুলতে হবে।
৯) নমনীয়তার নীতিঃ
পাঠ্যক্রমকে নমনীয় করে তুলতে হবে। প্রয়োজনমতো পাঠ্যক্রমকে পরিবর্তন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
১০) ব্যবহার যোগ্যতার নীতিঃ
পাঠ্যক্রমটি যাতে সহজে ব্যবহার করা যায়, শিক্ষার্থীদের নিকট যাতে আকর্ষনীয় হয়ে ওঠে, সেদিকে নজর দিতে হবে।পাঠ্যক্রম রচনার উপরিউক্ত নীতিগুলির আলোচনা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে, জীবনকেন্দ্রীক শিক্ষার পাঠ্যক্রমকে বিভিন্ন বিষয়ে জ্ঞান , প্রত্যক্ষ কর্ম ও অভিজ্ঞতার মাধ্যমে উপস্থান করতে পারে।
প্রশ্ন উত্তর
১. পাঠক্রম বলতে কী বোঝায় ?
উত্তর– পাঠ্যক্রম হল শিক্ষালয়ে পাঠ্য বিষয়সমূহের অভিজ্ঞতার সমষ্টি, পাঠ্যক্রমের এমন প্রাচীন ধারণাকে সংকীর্ন অর্থে ধারণা বলা হয়।
২.পাঠক্রমের তিনটি উপাদান কি কি ?
উত্তর– পাঠক্রমের তিনটি উপাদান- i) উদ্দেশ্য ii) বিষয়বস্তু iii) শেখার অভিজ্ঞতা ।
৩.পাঠ্যক্রমের মূল্য নীতিগুলি কি কি ?
উত্তর–পাঠ্যক্রমের মূল্য নীতিগুলি হল –১) শিক্ষার উদ্দেশ্য নীতি ২) শিশুকেন্দীকতার নীতি ৩) ব্যক্তিস্বাতন্ত্রের নীতি ৪) নমনীয়তার নীতি ৫) সৃজনশীলতার নীতি
৪.পাঠক্রমের কয় প্রকার ও কি কি ?
উত্তর– পাঠ্যক্রম দুই প্রকার – ক)গতানুগতিক খ)বিষয়কেন্দ্রিক
Thanks for Reading- পাঠক্রম কী | পাঠক্রমের নির্ধারক গুলি কি কি ।
আরো পড়ুন
- মন্তেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য
- প্রকল্প প্রদ্ধতি কাকে বলে ও ধাপ গুলি কি কি
- শিশুর বিকাশে পরিবেশ বংশগতির প্রভাব আলোচনা
- সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য
- শিক্ষা শব্দের অর্থ | শিক্ষার কার্যাবলী আলোচনা