নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য

দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য ও নীতি বহিঃভূত ক্রিয়ার উদাহরণ দাও।

BA Philosophy SEM 1-এর  দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।

 

নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য |
নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য |

 

নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য ও নীতি বহিঃভূত ক্রিয়ার উদাহরণ দাও। 

নৈতিক ক্রিয়া ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য সমূহঃ 

নীতিবিদ্যায় কাজের ভালো মন্দ বিচার প্রসঙ্গে নৈতিক ও অনৈতিক ক্রিয়া ব্যবহার করা হয়। এই দুই ধরণের ক্রিয়ার মধ্যে পার্থক্যগুলি হল –

প্রথমত 

যে ক্রিয়ার  নৈতিক গুণ আছে অর্থাৎ, যে ক্রিয়ার ভালো মন্দ, ন্যায় – অন্যায়, উচিৎ – অনুচিত প্রভৃতি বিচার করা সম্ভব। সেই ক্রিয়া হল নৈতিক ক্রিয়া। অপরদিকে যে ক্রিয়ার নৈতিক কোনো গুণ নেই অর্থাৎ ভালো মন্দ, ন্যায় – অন্যায়, উচিৎ – অনুচিত প্রভৃতি বিচার করা যায় না সেই ক্রিয়া হল অনৈতিক ক্রিয়া।

দ্বিতীয়ত 

নৈতিক ক্রিয়া কাজ বলতে আমরা বুঝি সেই সব কাজ যা সমাজে বসবাসকারী পরিণত ও সুস্থ মানুষ নিজের ইচ্ছায় সচেতনভাবে সম্পূর্ন করে এই নৈতিক কাজেরই নৈতিক বিচার করা হয়। অন্যদিকে যেসব কাজ মানুষ অনৈচ্ছিক ভাবে এবং পারিপার্শ্বিক অবস্থার চাপে বাধ্য হয়ে করে তাকে অনৈতিক কাজ বলে। এবং ওই কাজের নৈতিক বিচার করা যায় না।

তৃতীয়ত 

নৈতিক কাজের মধ্যে রয়েছে মানুষের ঐচ্ছিক ক্রিয়া। অপরদিকে অনৈতিক কাজের মধ্যে রয়েছে স্বতস্ফূর্ত ক্রিয়া, প্রতিবর্তন ক্রিয়া, ভাবজ ক্রিয়া, ও অনুকরনশীল ক্রিয়া।

 

নীতি বহিঃভূত ক্রিয়ার উদাহরণঃ

(i)  স্বতঃস্ফূর্ত ক্রিয়াঃ 

যে সব ক্রিয়া অভ্যন্তরীণ দৈহিক শক্তি দ্বারা স্বতস্ফূর্তভাবে ঘটে তাকে স্বতস্ফূর্ত ক্রিয়া বলে। যেমন – শিশুর খেলাধূলা, হাত পা ছেঁড়া , হাসি, কান্না ইত্যাদি।

 

(ii)  প্রতিবর্তি ক্রিয়াঃ 

বাহ্য জগতের কোনো উদ্দীপকের প্রভাবে যে প্রতিক্রিয়া হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। যেমন – জোড়ালো আলো পড়লে দেখা বন্ধ করা। আগুনে হাত পড়লে হাত সরিয়ে নেওয়া ইত্যাদি।


আরো পড়ুনঃ


প্রশ্ন উত্তরঃ

১. নৈতিক ক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ যে ক্রিয়ার  নৈতিক গুণ আছে অর্থাৎ, যে ক্রিয়ার ভালো মন্দ, ন্যায় – অন্যায়, উচিৎ – অনুচিত প্রভৃতি বিচার করা সম্ভব। সেই ক্রিয়া হল নৈতিক ক্রিয়া।

২. অনৈতিক ক্রিয়া কাকে বলে ?

উত্তরঃ যে ক্রিয়ার নৈতিক কোনো গুণ নেই অর্থাৎ ভালো মন্দ, ন্যায় – অন্যায়, উচিৎ – অনুচিত প্রভৃতি বিচার করা যায় না সেই ক্রিয়া হল অনৈতিক ক্রিয়া।

৩. নৈতিক ও অনৈতিক ক্রিয়ার দুটি পার্থক্য লেখ ।

উত্তরঃ নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্যগুলি হল –

(i) সমাজে বসবাসকারী পরিণত ও সুস্থ মানুষ নিজের ইচ্ছায় সচেতনভাবে সম্পূর্ন করে এই নৈতিক কাজেরই নৈতিক বিচার করা হয়।

অন্যদিকে যেসব কাজ মানুষ অনৈচ্ছিক ভাবে এবং পারিপার্শ্বিক অবস্থার চাপে বাধ্য হয়ে করে তাকে অনৈতিক কাজ বলে। এবং ওই কাজের নৈতিক বিচার করা যায় না।

ii) নৈতিক কাজের মধ্যে রয়েছে মানুষের ঐচ্ছিক ক্রিয়া।

অপরদিকে অনৈতিক কাজের মধ্যে রয়েছে স্বতস্ফূর্ত ক্রিয়া, প্রতিবর্তন ক্রিয়া ।

৪. দুটি অনৈতিক কর্মের উদাহরণ দাও ।

উত্তরঃ দুটি অনৈতিক কর্মের উদাহরণ – i) গুরুজনদের অশ্রদ্ধা , ii) অকারণে  জীবহত্যা  ।

৫. নীতি বহিঃভূত ক্রিয়া কয় প্রকার কি কি ?

উত্তরঃ নীতি বহিঃভূত ক্রিয়া কয় প্রকার -i) স্বতঃস্ফূর্ত ক্রিয়া  (ii) প্রতিবর্ত ক্রিয়া ।

৬.  নীতি বহিঃভূত ক্রিয়ার উদাহরণ দাও ।

উত্তরঃ নীতি বহিঃভূত ক্রিয়ার উদাহরণ – i) শিশুর খেলাধূলা,  (ii) জোড়ালো আলো পড়লে দেখা বন্ধ করা।


 

 

Leave a comment