দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস mcq mock test

WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস mcq মক টেস্ট এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস প্রশ্ন উত্তর এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

তোমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ৮ নম্বরের MCQ , ও ৮ নম্বরের SAQ প্রশ্ন থাকছে । তাই এখানে আমারা কারক-বিভক্তি , বাংলা সমাস, বাক্য ও বাক্য পরিবর্তন, বাচ্য ও বাচ্য পরিবর্তন , প্রত্যকটি  অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপ্ত্র নিয়ে একটি ব্যাকরণের মক টেস্টের আয়োজন করেছি- দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এর মাধ্যমে তোমরা এখানে প্রত্যকটি অধ্যায়ের বাংলা ব্যাকরণ mcq test পেয়ে যাবে। এই পরীক্ষায় বাংলা ব্যাকরণ সমাস MOCK TEST অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,বাংলা ব্যাকরণ সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.comপেজটিতে ।

দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস mcq mock test
দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস mcq mock test |

 

দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ মক টেস্ট


দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সমাস

মাধ্যমিক বাংলা ব্যাকরণ সিলেবাসে সমাস, সমাস শব্দের অর্থ কি , সমাসবদ্ধ পদ , সমাসের বিভিন্ন উপাদান , এই বিষয়গুলি ব্যাকরণের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত , সেখান থেকে তোমাদের বাংলা সমাস MCQ ,ও সমাস কাকে বলে কত প্রকার ও কী কী, দ্বন্দ্ব সমাস কাকে বলে , এই ধরনের কিছু SAQ  প্রশ্নপ্ত্র থাকবে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। সমাস উদাহরণ, সমাস নির্ণয় কর, এছাড়াও তোমাদের আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকছে তা হল- ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় কর, যে গুলির জন্য তোমাদের অবশ্যই পস্তুতির প্রয়োজনীয়তা রয়েছে ।

যে সমস্ত ছাত্রছাত্রী নিজের পরীক্ষার প্রস্তুতির জন্য সমাস mock test খুঁজে চলেছ , তাদের জন্য আমাদের বিশেষ উদ্যোগ মাধ্যমিক বাংলা ব্যাকরণ সমাস mcq test |  SET-2। 

 বাংলা ব্যাকরণ সমাস mcq test  |  SET-2

 এখানে 35 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।

Full Marks- 35×1=35

 
START MOCK TEST

#1. ‘উপনগরী’ সমাসটি গড়ে উঠেছে

#2. ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি-নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ?-

#3. ব্যাসবাক্যের অপর নাম

#4. ‘সমাস’ শব্দের ব্যুৎপত্তি হল

#5. ‘দ্বিগু’ শব্দের সাধারণ অর্থ

#6. রাজপথ’ শব্দটির ব্যাসবাক্য হল

#7. সমাসের মূল অর্থ-

#8. সমাস হতে গেলে কমপক্ষে পদ দরকার।

#9. গাছপাকা হল সমাস।–

#10. যাকে তুলনা করা হয়, সেটি হল

#11. ‘স্বর্ণমুকুর’ পদের ব্যাসবাক্য হল

#12. কোন্ সমাসের ব্যাসবাক্য হয় না?

#13. তুমি ও তারা তোমরা কোন্ জাতীয় দ্বন্দ্ব সমাসের উদাহরণ? –

#14. ‘অনুদান’ সমাসটি গড়ে উঠেছে

#15. ‘লেখালেখি’-র ব্যাসবাক্য ও সমাসটি হল

#16. পাপ-পুরীতে বন্দিনী করে রাখলেন এটি কোন্ জাতীয় সমাস? –

#17. ‘মন্বন্তর’ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হল

#18. ‘বহুব্রীহি’ শব্দের অর্থ হল

#19. কপি ফুলের মতো ফুলকপি এটি যে সমাসের উদাহরণ, তা হল-

#20. পরপদটি প্রধান হয় যে সমাসে সেটি

#21. রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল-

#22. কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে

#23. যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে-

#24. কৃত্তিবাস রামায়ণ রচনা করেন নিম্নরেখ পদটি কোন্ সমাসের উদাহরণ? –

#25. জায়া ও পতি দম্পতি। এটি যে সমাসের উদাহরণ- –

#26. ‘আমরা’- এই সমাসবদ্ধ পদটি যে সমাসের দৃষ্টান্ত।

#27. ‘সিংহাসন’ শব্দের ব্যাসবাক্যটি হল-

#28. কর্মধারয় সমাসে প্রাধান্য লক্ষ করা যায়-

#29. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ

#30. পূর্বপদ প্রাধান্য পায়

#31. অলুক বহুব্রীহির উদাহরণ

#32. দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে

#33. ‘ফেলাইলা কনক-বলয় দূরে।’ নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, তা হল

#34. ‘দশানন’-এর সমাস হল

#35. ‘বুড়োমানুষের কথাটা শুনো’ নিম্নলিখিত পদটি যে সমাসের উদাহরণ সেটি হল

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

 

Improve Your Knowledge And Try Again.


দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 

আরো পড়ুন

 

Leave a comment