একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ১ এর Unit-3 তে ট্রপিকটি রয়েছে সেটি হল নাগরিকত্ব (Citizenship)। এই অংশ থেকে আমরা প্রথমে বিষয়বস্তু সংক্ষেপে বুঝিয়ে দিয়ে তার পরে একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকতা প্রশ্ন উত্তর (নাগরিকত্ব class 11) আলোচনা করবো।
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব MCQ Semester-1
নাগরিকত্ব (Citizenship)- এই ইউনিট থেকে তোমাদের Full Marks-7 রয়েছে। যেসব বিষয়ে তোমাদের এখানে পড়তে হবে তা হল
- Meaning and Definition of Citizenship.
- Method’s of Acquisition of citizenship.
- Reasons of lows citizenship.
- citizenship in the constitution of India .
নাগরিক ও নাগরিকতাঃ
নাগরিক – নগরের অধিবাসী / সভ্য / সদস্য । নাগরিক হলেন রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক অধিকার ভোগ করে।
নাগরিকতা – সমাজের প্রয়োগের ক্ষমতা।
প্রজাঃ
অসম্পূর্ণ নাগরিক । রাষ্ট্রের সমস্ত অধিকার / ভোগ বা দাবী করতে পারে না। যেমন- অপ্রাপ্ত বয়স্ক , পাগল , গুরুতর অপরাধে দন্ড প্রাপ্ত ব্যক্তি।
নাগরিক ও বিদেশিঃ
বিদেশী – নিজের রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো উদ্দেশ্যে অন্য কোনো রাষ্ট্রে সাময়িক ভাবে বসবাস করে।
নাগরিকতা অর্জনের পদ্ধতিঃ
নাগরিকতা অর্জনের পদ্ধতি প্রধানত দুই প্রকার-
১. রক্তের সম্পর্কে
প্রথম গ্রিকস ও রোমে, বর্তমানে ভারত রয়েছে ফ্রান্স , সুইডেন ও সুইজারল্যান্ডে । রক্তের সম্পর্ক নীতি আবার দুই প্রকার-
- জন্মস্থান নীতি – বর্তমানে রয়েছে আর্জেনটিনা , মার্কিন যুক্তরাষ্ট্র , ভারত , ব্রিটেন , রোম ( জন্মস্থান নীতির প্রধান সমর্থন )
- দ্বৈত নাগরিকতা = রক্তের সম্পর্কে + জন্মস্থান নীতি । ভারত , ব্রিটেন , মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে।
২. অনুমোদনের দ্বারা নাগরিকতাঃ
অনুমোদনের দ্বারা নাগরিকতা দুই প্রকার-
- বৈষ্টিগত নাগরিকতা – কোনো ব্যক্তি নাগরিকতা অর্জনের জন্য আবেদন করেন এবং তা যদি মঞ্জুর হয় তাকে বৈষ্টিগত নাগরিকতা বলা হবে।
- সমষ্টিগত নাগরিকতাএক / একাধিক অঞ্চল একটি রাষ্ট্রের অন্তঃভুক্ত হলে তাকে সমষ্টিগত নাগরিকতা বলা হয়।চন্দননগর , গোয়া , দমন , দিউ , সিকিম। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে , ভারত ছাড়া সমষ্টিগত নাগরিকতা রয়েছে।
একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকত্ব MCQ Semester-1
১. একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল –
(a) নাগরিক
(b) প্রজা
(c) বন্ধু , মনোভাবাপন্ন বিদেশী
(d) শত্রু
Ans – (a) নাগরিক
২. নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে –
(a) শহর
(b) নগর
(c) দেশ
(d) মহাদেশ
Ans – (b) নগর
৩. নাগরিক শব্দের অর্থ হল –
(a) নগরের অধিবাসী
(b) প্রজা
(c) বিদেশী
(d) জনসমষ্টি
Ans – (a) নগরের অধিবাসী
৪. নাগরিক শব্দটির প্রথম উৎপত্তি ঘটে –
(a) চিনে
(b) রাশিয়ার
(c) গ্রিসে
(d) ফ্রান্সে
Ans – (c) গ্রিসে
৫. বিদেশীরা রাজনৈতিক অধিকার ভোগ করে না। –
(a) সামাজিক
(b) পৌর
(c) অর্থনৈতিক
(d) রাজনৈতিক
Ans – (d) রাজনৈতিক
৬. ভারতে বসবাসকারী একজন ইংরেজ হলেন –
(a) নাগরিক
(b) বিদেশী
(c) প্রজা
(d) রাষ্ট্রহীন
Ans – (b) বিদেশী
৭. নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কে নীতিটি রয়েছে –
(a) অপর্জেনটিনায়
(b) শ্রীলঙ্কায়
(c) পাকিস্থানে
(d) সুইজারল্যান্ডে
Ans – (d) সুইজারল্যান্ডে
৮. সমষ্টিগত অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনের ব্যবস্থা চালু হয়েছে –
(a) বাংলাদেশ
(b) শ্রীলঙ্কা
(c) চিন
(d) ভারত
Ans – (d) ভারত
৯. “ নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হল স্বাধীনতার রক্ষা কবচ ”, একথা বলেছেন –
(a) গার্নার
(b) ল্যাসকি
(c) গ্রিন
(d) লর্ড ব্রাইস
Ans – (d) লর্ড ব্রাইস
১০. ভারতে পূর্ণ নাগরিকত্ব অর্জন করা যায় ……………. বছর বয়সে ।
(a) 18
(b) 20
(c) 21
(d) 22
Ans – (a) 18
১১. জন্মসূত্রে নাগরিকতা অর্জনে প্রধান নীতি হল –
(a) 1 টি
(b) 2 টি
(c) 3 টি
(d) 4 টি
Ans – (b) 2 টি
১২. একজন ব্যক্তি একই সময়ে নাগরিক হতে পারে –
(a) 1 টি দেশে
(b) 2 টি দেশে
(c) 3 টি দেশে
(d) 4 টি দেশে
Ans – (a) 1 টি দেশে
১৩. অসম্পূর্ন নাগরিকরা কোন অধিকার ভোগ করতে পারে না –
(a) সামাজিক
(b) পৌর
(c) অর্থনৈতিক
(d) রাজনৈতিক
Ans – (d) রাজনৈতিক
১৪. দ্বৈত নাগরিকতা রয়েছে –
(a) ফ্রান্স
(b) মার্কিন যুক্ত রাষ্ট্র
(c) জার্মান
(d) রোম
Ans – (b) মার্কিন যুক্ত রাষ্ট্র
১৫. জন্মসূত্রে অর্জন করা নাগরিকতার পদ্ধতি হল –
(a) স্বাভাবিক
(b) কৃত্রিম
(c) অস্বাভাবিক
(d) অসাধারণ
Ans – (a) স্বাভাবিক
১৬. ভারতে …… …… বিদ্যমান।
(a) এক নাগরিকত্ব
(b) দ্বি নাগরিকত্ব
(c) আংশিক নাগরিকত্ব
(d) প্রাদেশিক নাগরিকত্ব
Ans – (a) এক নাগরিকত্ব
১৭. ‘ Citizen ‘ শব্দটি ………… ভাষার শব্দ।
(a) গ্রিক
(b) ফরাসি
(c) ল্যাটিন
(d) ইংরেজি
Ans – (c) ল্যাটিন
১৮. “ নাগরিকতা হল সেই ব্যক্তির যিনি ন্যায় প্রশাসনের অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের অধিকারী “ বলেছেন –
(a) অ্যারিস্টটল
(b) ল্যাসকি
(c) জীবিবাস
(d) মিলার
Ans – (a) অ্যারিস্টটল
১৯. নাগরিক হলেন সেই জন সমষ্টি যার দ্বারা রাষ্ট্র গঠিত হয় –
(a) অ্যারিস্টটল
(b) ল্যাসকি
(c) জীবিবাস
(d) মিলার
Ans – d) মিলার
২০. নাগরিকতা হল সমাজের মঙ্গলের জন্য নিজের সুচিন্তিত বিচার, বুদ্ধির প্রয়োগ –
(a) অ্যারিস্টটল
(b) ল্যাসকি
(c) জীবিবাস
(d) মিলার
Ans – (b) ল্যাসকি
২১. রাষ্ট্রে সভ্য হয়ে যে ব্যক্তি পরিপূর্ন আত্মবিকাশ এবং সমাজের সঠিক মঙ্গল সম্পর্কে সচেতন তিনিই হলেন প্রকৃত নাগরিক বলেছেন –
(a) অ্যারিস্টটল
(b) ল্যাসকি
(c) জীবিবাস
(d) মিলার
Ans – (c) জীবিবাস
২২. ভারতের প্রথম নাগরিক রূপে চিহ্নিত হন –
(a) রাষ্ট্রপতি
(b) প্রধানমন্ত্রী
(c) রাজ্যপাল
(d) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Ans – (a) রাষ্ট্রপতি
২৩. ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের –
(a) 5 থেকে 11 নং ধারা
(b) 5 থেকে 10 নং ধারা
(c) 6 থেকে 10 নং ধারা
(d) 5 থেকে 15 নং ধারা
Ans – (a) 5 থেকে 11 নং ধারা
২৪. অনুমোদন সিদ্ধ নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি –
(a) হতে পারে
(b) হতে পারে না
Ans – (b) হতে পারে না
২৫. ভারতের নাগরিকতা আইন চালু হয় –
(a) 1950 খ্রিঃ
(b) 1951 খ্রিঃ
(c) 1953 খ্রিঃ
(d) 1955 খ্রিঃ
Ans – (d) 1955 খ্রিঃ
২৬. নাগরিকতা বিলুপ্ত হতে পারে – যদি কোনো ব্যক্তি –
(a) বিদেশে ভ্রমণ করতে যায়
(b) বিদেশে পড়তে যায়
(c) বিদেশে রাষ্ট্রের নাগরিকতা লাভ করে
(d) কোনোটি নয়
Ans – (c) বিদেশে রাষ্ট্রের নাগরিকতা লাভ করে
২৭. কেবলমাত্র মার্কিন যুক্ত রাষ্ট্রের নাগরিক রাষ্ট্রপতি হতে পারেন –
(a) অনুমোদন সূত্রের
(b) রক্তের সম্পর্কে
(c) জন্ম সূত্রের
(d) কোনোটি নয়।
Ans – (c) জন্ম সূত্রের
২৮. নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতা মূলক কোথায় –
(a) ভারতে
(b) ব্রিটেনে
(c) সুইজার ল্যান্ডে
(d) ফ্রান্সে
Ans – (c) সুইজার ল্যান্ডে
Thanks For Reading : একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান নাগরিকতা প্রশ্ন উত্তর।
আরো পড়ুনঃ
- বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো MOCK TEST
- Class11 Philosophy ভারতীয় দর্শন সম্প্রদায় MCQ
- Class 11 Sanskrit MCQ | বৈদিক সাহিত্য