দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য mcq mock test

WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল-বাংলা ব্যাকরণ মক টেস্ট এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

তোমাদের দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে ৮ নম্বরের MCQ , ও ৮ নম্বরের SAQ প্রশ্ন থাকছে । তাই এখানে আমারা কারক-বিভক্তি , বাংলা সমাস, বাক্য ও বাক্য পরিবর্তন, বাচ্য ও বাচ্য পরিবর্তন , প্রত্যকটি  অধ্যায় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নপ্ত্র নিয়ে ব্যাকরণের মক টেস্টের আয়োজন করা হল- দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ এর মাধ্যমে তোমরা এখানে প্রত্যকটি অধ্যায়ের বাংলা ব্যাকরণ mcq test পেয়ে যাবে। এই পরীক্ষায় বাংলা ব্যাকরণ সমাস MOCK TEST অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,বাংলা ব্যাকরণ সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.comপেজটিতে ।

দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য mcq mock test
দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য mcq mock test |

 

দশম শ্রেণী বাংলা ব্যাকরণ মক টেস্ট


দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য

দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ সিলেবাসের অন্তর্ভুক্ত বাক্য , এই অধ্যায়টিতে রয়েছে  বাক্য কি , বাক্য কিভাবে গঠিত হয়, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো , এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । এইঅধ্যায়ে আরও  রয়েছে বাক্য পরিবর্তন উদাহরণ , বাক্য পরিবর্তন mcq । অন্যান্য অধ্যায়ের মতো পরীক্ষার প্রশ্ন কাঠামো অনুযায়ী এই অংশটি থেকেও তোমাদের সরল জটিল ও যৌগিক বাক্য mcq , ও SAQ  প্রশ্নপ্ত্র থাকবে।

মাধ্যমিকের ছাত্রছাত্রীরা নিজের পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা ব্যাকরণ বাক্য Mock Test Set খুঁজে চলেছ , তাদের জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা  বাংলা ব্যাকরণ mcq test |  SET-3 |

এই বাংলা ব্যাকরণ মক টেস্ট পর্বের মাধ্যমে তোমরা বাংলা ব্যাকরণ প্রশ্ন খুব ভালো ভাবে প্রস্তুতি নিতে পারবে । আমরা সেই উদ্যোগ নিয়েই তোমাদের জন্য দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বাক্য মক টেস্ট । 

বাংলা ব্যাকরণ বাক্য mcq test | SET-3

 এখানে 40 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।

Full Marks- 40×1=40 

 
START MOCK TEST

#1. যে বাক্যে সাধারণত কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়-

#2. ‘আমার সঙ্গে এসো’ কোন্ শ্রেণির বাক্য?

#3. দেশের নতুন প্রজন্ম প্রকৃত আদর্শের সন্ধান পাক। অর্থগত দিক থেকে এই বাক্যটি কী জাতীয়? – –

#4. এখন বোধহয় মেলা চলছে এটি কোন্ ধরনের বাক্য?

#5. আহা কী আনন্দ আকাশে বাতাসে। এটি একটি-

#6. “এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল” বাক্যটি কোন্ শ্রেণির?

#7. ভালো থেকো আর ভালো ভেবো বাক্যটি হল

#8. শর্তসাপেক্ষ বাক্য হলে তা অবশ্য হবে

#9. হায়, তোমার এমন দশা কে করলে। এটি কী ধরনের বাক্য?

#10. বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারি রোগা দেখাইল। এটি কোন্ শ্রেণির বাক্য?

#11. ‘যখন সূর্য ওঠে তখন সকাল হয় এবং অন্ধকার দূর হয়’ গঠনগত দিক থেকে বাক্যটি হল

#12. সকালবেলা জলে আগুন লাগল এই বাক্যে

#13. বাক্য নির্মাণের শর্ত

#14. বাক্যের মধ্যে প্রধান কয় রকমের উপাদান খুঁজে পাওয়া যায়?

#15. বাতাসে হাঁটছে অনেক রাস্তা সে এটি বাক্য নয়, কারণ –

#16. বিদ্যালয়ে রোজ খেয়ে সে যায় আলোচ্য পদক্রমটিতে বাক্য নির্মাণের যে শর্ত লঙ্ঘিত হয়েছে, তা হল

#17. বনে থাকে এই বাক্য গঠনের যে শর্ত পূরণ হয়নি

#18. শ্যামল চলার পথে গাড়ি এই বাক্যে যা নেই তা হল

#19. ‘যোগ্যতা’ বলতে বোঝায়

#20. ‘সে সারাদিন খুব পরিশ্রম করে গভীর রাতে ফিরল।’ এই বাক্যের নিম্নরেখ অংশটি হল –

#21. অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া দেখিত এই বাক্যের নিম্নরেখ অংশটি হল-

#22. উদ্দেশ্য হল বাক্যের

#23. তমাল বই পড়ে। বাক্যে নিম্নরেখ পদটিকে কী বলা হয়?

#24. উদ্দেশ্য কর্মের পরিপূরকরূপে যে কর্মের বিধান হয় তাকে বলে

#25. বাক্যের প্রধান দুটি অংশের নাম হল

#26. ডাক্তারবাবু যেভাবে বলেছেন, সেইভাবে চলো এই বাক্যে ক্রিয়াবিশেষণ খণ্ডটি হল-

#27. এই মর্মান্তিক বেদনা ও হতাশার মধ্যে একমাত্র সুখ খুঁজে চলেছি। নিম্নরেখ অংশটি হল-

#28. বাবা জানেন না যে ছেলে কোথায় কী করছে আলোচ্য বাক্যে ‘বাবা জানেন না’ অংশটি –

#29. বাক্যের রূপান্তর করতে হয়

#30. উপবাক্য গড়ে ওঠে

#31. জটিল বাক্যে ব্যবহৃত অব্যয় পদ হল

#32. রবীন্দ্রনাথ ঠাকুর ‘গীতাঞ্জলি’ লিখে নোবেল পুরস্কার পান-

#33. ‘আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকী ঘষত’ বাক্যটি কোন্ শ্রেণির? *

#34. বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে অর্থগত দিক থেকে এটি-

#35. রূপের দিক থেকে বাক্য

#36. ‘এই অকাট্য যুক্তির কোনো উত্তর সরকারের মাথা থেকে বেরলো না।’ বাক্যটি হল-

#37. যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে, তাকে বলা হয়-

#38. ‘বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না।’ এটি কী ধরনের বাক্য? –

#39. ‘আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এককণা ধূলি।’ এটি কোন্ শ্রেণির বাক্য?

#40. বাক্যে অন্বয় অনুযায়ী পদ গুলির যথা স্থানে সংস্থাপনকে বলে-

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

 

Improve Your Knowledge And Try Again.


দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 


আরো পড়ুনঃ 


 

 

Leave a comment