প্রিয় পাঠক আজকের পর্বে BA Education / Class 11 Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো |
Class 11 Education/ BA Education honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা BA Education Semester-1 এর notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো |
Discuss the individualistic goals of education
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝোঃ
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনকারীদের ব্যক্তি স্বতন্ত্রবাদী বলা হয় – অ্যারিস্টটল , সিজার , ফ্রয়েবেল , প্রমুখ শিক্ষাবিদরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। ব্যক্তিতান্ত্রিক ধারনা অনুযায়ী শিক্ষার একমাত্র লক্ষ্য হল ব্যক্তি জীবনের উন্নতি সাধন করা। অর্থাৎ ব্যক্তির ব্যক্তিসত্ত্বার প্রতিটি দিকের পরিপূর্ণ ভাবে বিকাশ ঘটানো। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ব্যক্তির বিকাশ যেন পরিবেশ বা সমাজ নিরপেক্ষ হয়। একজন বিশিষ্ট শিক্ষাবিদ বলেছেন – “It is the business of Education of develop the Ideal Prize man ” অর্থাৎ আদর্শ মানুষ তৈরি করায় শিক্ষার প্রধান লক্ষ্য।
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যঃ
শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, জৈবিক যুক্তি এবং মনোবৈজ্ঞানিক যুক্তি প্রভৃতির উপর প্রতিষ্ঠিত। এই সব তত্ত্বগুলি আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কতকগুলি বৈশিষ্ট্য পায়। সেই বৈশিষ্ট্যগুলি হল –
(i) ব্যক্তিজীবনের পূর্নতা ।
(ii) ব্যক্তির দৈহিক বিকাশ।
(iii) ব্যক্তির মানসিক বিকাশ।
(iv) ব্যক্তির জ্ঞানের বিকাশ।
(v) ব্যক্তির নান্দনিক বা সৌন্দর্যবোধের বিকাশ।
(vi) ব্যক্তির প্রাক্ষোভিক বিকাশ।
(vii) ব্যক্তির আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধন।
(viii) ব্যক্তির উন্নতি সাধনের মাধ্যমে আদর্শ নাগরিক গঠন।
(ix) আদর্শ মানবশক্তির পরিপূর্ণ বিকাশ।
আরো পড়ুন
- প্রকল্প প্রদ্ধতি কাকে বলে ও ধাপ গুলি কি কি
- শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন |
- বুনিয়াদি শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো |
- প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য লেখ |
- অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা।
- সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকারভেদ ।
প্রশ্ন উত্তর
১. শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো ?
উত্তরঃ যে শিক্ষার মূল লক্ষ্য ব্যক্তির ব্যক্তিসত্ত্বার প্রতিটি দিকের পরিপূর্ণ ভাবে বিকাশ ঘটানো। তাকেই শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলে। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ব্যক্তির বিকাশ যেন পরিবেশ বা সমাজ নিরপেক্ষভাবে হয়।
২. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের সুবিধা কি কি ?
উত্তরঃ শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের সুবিধাগুলি হল –
(i) শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের সুবিধা
(ii) ব্যক্তির মানসিক বিকাশ।
(iii) আদর্শ মানবশক্তির পরিপূর্ণ বিকাশ।
(iv) ব্যক্তির নান্দনিক বা সৌন্দর্যবোধের বিকাশ।
৩. শিক্ষার ব্যক্তিগত লক্ষ্যের অসুবিধা কি কি ?
উত্তরঃ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার অসুবিধাগুলি হল-
(ii) অনেক সময় ব্যাক্তি আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়ে পড়ে ।
(iii) এই শিক্ষা ব্যবস্থায় অবাধ ব্যাক্তি স্বাধীনতাকে কাজে লাগিয়ে ব্যাক্তি অপরাধ মনস্ক হয়ে উঠে ।
(iv) এই শিক্ষা ব্যবস্থা ব্যয় বহুল প্রকৃতির ।