শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো

প্রিয় পাঠক আজকের পর্বে  BA Education / Class 11 Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো |

Class 11 Education/  BA Education Honours/ BA Education General এর যেসব ছাত্র ছাত্রী, যারা  BA Education Semester-1 এর notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো |
শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো |

 

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য গুলি আলোচনা করো |

Discuss The Socialist Aims Of Education |

 

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝোঃ

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থনকারীদের সমাজতন্ত্রবাদীদের বলা হয়। ই. জর্জ. পেইনি, মনোবিদ রস প্রমুখ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের জোড়ালো সমার্থক। এই মতের সমর্থকারীদের মতে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য হচ্ছে মানুষকে সমাজের উপযোগী গড়ে তোলা। এবং সমাজকল্যাণের পথে ব্যক্তিকে নিয়োজিত করা।

সমাজবিজ্ঞানের উন্নতির সাথে সাথে এই মতবাদে বিশ্বাসী শিক্ষাবিদরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে বৈজ্ঞানিক যুক্তির উপর প্রতিষ্ঠা করেন। মানুষ যেদিন সমাজ গড়ে তুলল , সেদিন থেকে সমাজে শৃঙ্খলা রক্ষার জন্য সমাজিক অনুশাসনও দেখা দিল। অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রনের প্রসঙ্গও উপস্থিত হয়।

শিক্ষা এমন এক ধরণের সমাজনিয়ন্ত্রনের উপায় মাত্র , এবং শিক্ষার লক্ষ্য সমাজমুখী। তাই সমাজতাত্ত্বিক রোজেনক্রাসন বলেছেন – ‘Education is the process by which the individual man Elevates himself to the species’ অর্থাৎ শিক্ষা এমন একটি প্রক্রিয়া যায় দ্বারা ব্যক্তি নিজেকে সমাজ মুখী গড়ে তোলে।

 শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের  বৈশিষ্ট্যঃ

শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের কতকগুলি বৈশিষ্ট্যের উল্লেখ করা যেতে পারে –

(i) শিক্ষা ব্যক্তিকে সমাজের সাথে সংগতিবিধানে সহায়তা করে।

(ii) শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বিভিন্ন সামাজিক যোগ্যতা অর্জনে সহায়তা করে। যেমন – সমাজ নির্ধারিত দায়িত্ব, কর্তব্য ইত্যাদি।

(iii) সমাজতান্ত্রিক লক্ষ্য সুনাগরিকতার শিক্ষা দেয়।

(iv) সামাজিকীকরণে সহায়তা করে।

(v) অভিজ্ঞতার পুনঃগঠন ও পুনঃসৃজন করে।

(vi) সাংস্কৃতিক সংগতি বিধানের সহায়তা করে।

(vii) সামাজিক সংগতি , সামাজিক সুরক্ষা ও সমাজের উন্নতিসাধনে সহায়তা করে।

(viii) গণতান্ত্রিক চেতনার বিকাশে সহায়তা কর।


  প্রশ্ন উত্তর

১. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো ?

উত্তরঃ যে শিক্ষায় মানুষকে সমাজের উপযোগী করে গড়ে তোলা হয় । এবং সমাজকল্যাণের পথে ব্যক্তিকে নিয়োজিত করা হয় । তাকেই শিক্ষার শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলে । 

২. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য গুলি কি কি ?

উত্তরঃ  শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগুলি হল-

(i) সমাজতান্ত্রিক লক্ষ্য সুনাগরিকতার শিক্ষা দেয়।

(ii) অভিজ্ঞতার পুনগঠন ও পুনঃসৃজন করে।

(iii) সামাজিক সংগতি , সামাজিক সুরক্ষা ও সমাজের উন্নতি।

৩. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধাগুলি কি কি ?

উত্তরঃ  শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধাগুলি হল- ক) সামাজিকীকরণে সহায়তা করে। খ) সাংস্কৃতিক সংগতি বিধানে সহায়তা করা। (গ) সামাজিক সুরক্ষা ও সমাজের উন্নতিসাধন ঘটায় ।

৪. শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাগুলি কি কি ?

উত্তরঃ  শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের ও অসুবিধাগুলি হল – ক) ব্যক্তিস্বাধীনতার গুরুত্ব লোপ পায়। খ) আত্মবিকাশের পথ  বিঘ্নিত হয় ।


আরো পড়ুন


 

 

Leave a comment