এই পর্বে আমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের জন্য যে রচনাটি উপস্থাপন করছি তা হল- মাতৃভাষায় বিজ্ঞান চর্চা রচনা ।
মাতৃভাষায় বিজ্ঞান চর্চা রচনা Class 10
ভূমিকা :
“ মাতৃভাষার বিজ্ঞান দূর করে অজ্ঞান ।
শিক্ষা পূর্ণ করে, ভরে তোলে মন প্রাণ । ”
যে ভাষায় মানুষ প্রথম কথা বলতে শেখে, চিন্তা করতে শেখে অর্থাৎ যে ভাষা মানুষের আত্মপ্রকাশের প্রথম হাতিয়ার সেই ভাষাকে মাতৃভাষা বলে। শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষার যেমন বিকল্প নেই, তেমনই বিজ্ঞানচর্চাতে মাতৃভাষার বিকল্প হয় না।
পৃথিবীর যে সমস্ত দেশ বিজ্ঞান চর্চায় উন্নতি লাভ করেছে, তাদের লক্ষ করলে দেখা যায় যে, প্রত্যেকের বিজ্ঞান সাধনা মাতৃভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
মাতৃভাষা ও শিক্ষার :
একটি শিশু যখন জন্ম গ্রহণ করে তখন মাতৃদুগ্ধই তাঁর বাঁচার একমাত্র অবলম্বন। তেমনই শিক্ষার সঙ্গে মাতৃভাষার ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছে। সব শিক্ষাবিদ্গনই মনে করেন মাতৃভাষা শিক্ষার অন্যতম বাহন। বিশিষ্ট শিক্ষাবিদ J . R . Firth মন্তব্য করেছেন, ‘As a first principle, fix your faith to the mother tongue,’ I UNESCO সিদ্ধান্ত করেছেন -‘The best medium for teaching is the mother tongue of the pupil ’ ‘People’.
বাংলার বিজ্ঞানচর্চার ক্রমোন্নতি :
বাংলায় বিজ্ঞান চর্চার সূত্রপাত ইংরেজদের হাতে হয়। প্রধানত ইংরেজী ভাষাতেই আমাদের দেশে বিজ্ঞান চর্চার সূত্রপাত, কিন্তু পরবর্তীকালে বাংলার বিভিন্ন মনিষীরা মাতৃভাষায় বিজ্ঞানচর্চার উপর গুরুত্ব দিয়েছেন।এ ব্যাপারে অন্যতম ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অক্ষয় কুমার দত্ত।
বিজ্ঞানের নানা বিষয় যথা – রসায়ন , শরীরতত্ত্ব , পদার্থবিদ্যা প্রভৃতি সম্পর্কে রচনা প্রথম প্রকাশ পায়, অক্ষয়কুমার দত্ত সম্পাদিত বিদ্যা দর্শন পত্রিকাকে ।
আচার্য জগদীশচন্দ্র বসু বাংলায় বিজ্ঞানধর্মী রচনা প্রকাশ করেন। রবীন্দ্রনাথের উৎসাহে শান্তিনিকেতন থেকে পুস্তিকা প্রকাশ করা। পরবর্তীকালে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ শাহা , সত্যেন্দ্রনাথ বসু , রাজশেখর বসু প্রমুখ বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজন উপলব্ধি করেন।
মাতৃভাষায় বিজ্ঞানচর্চার যৌক্তিকতা :
বিশেষ কোনো ভাষা বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একমাত্র শর্ত নয়। মাতৃভাষাতেই বিজ্ঞান চর্চা করা যেতে পারে । ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। মাতৃভাষায় বিজ্ঞান চর্চার যৌক্তিকতা হল , অন্যভাষা শিখতে যে সময় ব্যায় হবে সেই সময়ে আমরা বিজ্ঞানচর্চা করতে পারবে। কারণ আন্য ভাষার শব্ধ ভাণ্ডার আমাদের কাছে সীমিত।আন্য ভাষার শব্ধ ভাণ্ডার শিখতে আমাদের আনেক সময় ব্যায় করতে হবে, সেই সময়ে বিঞ্জান চর্চার কাজ আনেকটা এগিয়ে যাবে। এই কারনে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা গুরুত্বপূর্ন।
মাতৃভাষায় বিজ্ঞানচর্চার অসুবিধা বা সীমাবদ্ধতা :
মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আমদের দেশে অনেক অসুবিধা রয়েছে। বিঞ্জান মূলক পাঠ্যপুস্তকের অভাব সবচেয়ে বড়ো সমস্যা। বিশেষ করে উচ্চ শিক্ষার ক্ষেত্রে উপযুক্ত পাঠ্যপুস্তকের অভাব এবং পরিভাষার জটিলতা নিয়েছে।এমন অনেক শব্দ রয়েছে যার বাংলা অর্থ করলে অনেক জটিলতা দেখা দেয়। এই কারনে মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিশেষ যত্নবান হতে হবে। তবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা মণ্ডলী অনেক বিঞ্জান মূলক নতুন শব্দ বাংলা শব্দ ভাণ্ডারে বিশেষ স্থান করে দিয়েছে।
উপসংহার:
বর্তমান পৃথিবীর বিজ্ঞান চর্চা যান্ত্রিকতা নির্ভর। সমস্ত যান্ত্রিকতা ক্ষেত্রে ইংরেজি ভাষা প্রাধান্য পেয়েছে। তাই বলে মাতৃভাষাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে ইংরেজীকেই একমাত্র অবলম্বন করা ঠিক নয়।
প্রাথমিক শিক্ষা এবং গণশিক্ষায় মাতৃভাষা যেমন অপরিহার্য, তেমনই উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি ভাষা অপরিহার্য সুতরাং, আমাদের কর্তব্য হল দুটি ভাষার উপরই আমাদের সমান গুরুত্ব দিতে হবে।
মাতৃভাষায় বিজ্ঞান চর্চা রচনা Class 10 এই রচনা অনুসারে যে সব রচনা লেখা যাবে সেগুলি হল-
১. বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার সূত্রপাত
২. মাতৃভাষায় বিজ্ঞান চর্চার গুরুত্ব প্রবন্ধ রচনা
৩.মাতৃভাষায় বিজ্ঞানচর্চা বাংলা প্রবন্ধ রচনা
৪. মাতৃভাষায় বিজ্ঞান শিক্ষার গুরুত্ব
Thanks For Reading: মাতৃভাষায় বিজ্ঞান চর্চা রচনা Class 10
আন্যান্য রচনা পড়ুনঃ
১.তোমার প্রিয় কবি রচনা | রবীন্দ্রনাথ ঠাকুর
২. ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা
৩. বাংলার উৎসব প্রবন্ধ রচনা class 10
৫.পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা
৬.আধুনিক জীবন ও বিজ্ঞান- প্রবন্ধ রচনা
৭.একটি নদীর আত্মকথা- বাংলা প্রবন্ধ রচনা