একটি গাছ একটি প্রাণ রচনা | 400 শব্দের মধ্যে

আজকের পর্বে আমরা আপনাদের কাছে তুলে ধরবো একটি গাছ একটি প্রাণ রচনা। এই রচনাটি অর্থাৎ একটি গাছ একটি প্রাণ রচনা ক্লাস 10 যা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় ছাত্র ছাত্রীদের একই ভাবে কাজে লাগবে। এই রচনাটি সংক্ষিপ্ত করে ক্লাস 7(একটি গাছ একটি প্রাণ রচনা class 7) বা ক্লাস 8 (একটি গাছ একটি প্রাণ রচনা class 8) শ্রনীর সকল ছাত্র ছাত্রীদেরও উপকারে আসবে।

একটি গাছ একটি প্রাণ রচনা
একটি গাছ একটি প্রাণ রচনা

 

একটি গাছ একটি প্রাণ রচনা 400 শব্দের মধ্যে

“অন্ধ, ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান,

প্রানের প্রথম জাগরণে, ভূমি বৃক্ষ, আদি প্রাণ। ”

ভূমিকা

কবিগুরুর এই বৃক্ষ বন্দনা মানবজাতির হয়ে, সমগ্র মানব জাতির কল্যান। পৃথিবীর বুকে প্রথম প্রানের অস্তিত্ব ঘোষনা করেছিল বৃক্ষ। অন্ধকার ভূমি বিদির্ন করে বৃক্ষই প্রথম সূর্যকে প্রণাম জানিয়েছিলেন।  তাই কবিগুরু বৃক্ষকে উদ্দেশ্য করে বলেছেন – মৃত্তিকার বীর সন্তান।

সভ্যতার ধাত্রী  

তপবোনের মধ্যে প্রাচীন ভারতবর্ষে একদিন সভ্যতার উন্মেষ হয়েছিল। এখানেই ভারতীয় মুনি ঋষিরা বৃক্ষের বানী শুনতে পেয়েছিল। এখানেই রচিত হয়েছিল বেদ উপনিষেদ। তাই দেখা যায় রামায়ণ, মহাভারত কাব্যে অরণ্যের প্রভাব এতো বেশী। তাই প্রাচীনকাল থেকে অরণ্যের সাথে মানুষের নিবিড় যোগাযোগ রয়েছে।

বৃক্ষছেদন ও তার পরিনাম  

জীবের প্রান ধারনের জন্য বৃক্ষ আমাদের জীবনে গভীর ভাবে সম্পর্ক যুক্ত হয়ে আছে। বৃক্ষের জন্যেই এই সবুজ পৃথিবী আমাদের বাসভূমিতে পরিণত হয়েছে।

তাই পৃথিবী বৃক্ষশূন্য হয়ে পড়লে পৃথিবীতে কোনো প্রানের অস্তিত্বই থাকবে না। এই কারণে পৃথিবীতে প্রানের  অস্তিস্ত  বজায় রাখার জন্য বৃক্ষছেদন রোধ করতে হবে।

বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা

ভূমি ক্ষয়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি পরিবেশ দূষণ, প্রভৃতি প্রাকৃতিক ভারসাম্য হীনতা থেকে পৃথিবীকে রক্ষা করার উপায় বৃক্ষ রোপণ। কিন্তু আমরা সেই সম্পদকেই আমাদেরই স্বার্থে নিবিচারে ধ্বংস করে চলেছি। মানুষের বেঁচে থাকার নূন্যতম প্রয়োজন যে অক্সিজেন সেই অক্সিজেন বৃক্ষেরই অপরিহার্য।

একটি গাছ তার জীবনকালে যে পরিমান অক্সিজেন দেয় তার কোনো আর্থিক মূল্য নেই। এই জন্য বলা হয়, ‘একটি গাছ একটি প্রান।’ অক্সিজেনের সাথে সাথে বৃক্ষ আমাদের জীবনের অন্যান্য সামগ্রী যেমন – খাদ্য , বস্ত্র, বাসস্থান প্রভৃতি দিয়ে আমাদের ধনী করে রেখেছে। মানব সত্ত্বা হিসাবে আমাদের এই ঝন পরিশোধের কোনো কি প্রয়োজনীয়তা আছে ? অবশ্যই প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ বৃক্ষের প্রতি আমাদের ধন পরিশোধের জন্য বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন।

বৃক্ষরোপণের উদ্যোগ 

ভারতীয় ইতিহাসের দিকে তাকালে  আমরা দেখতে পাই অশোক, হর্ষবর্ধন , আকবর থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বৃক্ষরোপণের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। কারণ পরিবেশের ভারসাম্য বৃক্ষই একমাত্র রক্ষা করতে পারে। এই ভারসাম্য হীনতা থেকে মুক্তি পাওয়ার জন্য তৈরী হয়েছে ‘বনসৃজন প্রকল্প।’ নির্বিচারে গাছ কাটা নয়, গাছ লাগানোই আমাদের প্রধান কাজ হওয়া উচিৎ।

উপসংহার 

পৃথিবীকে সুস্থ সবল তথা সমগ্র জীব জগৎকে সুস্থ সবল করার জন্য আমাদের সবুজায়নের প্রয়োজন। তাই পৃথিবীকে সুস্থ রাখার সংকল্প আজ দিকে দিকে প্রচারিত হচ্ছে-

‘গাছ লাগান প্রান বাঁচান। ’

গাছই আমাদের প্রান, গাছই আমাদের মন্ত্র। তাই সকলের কণ্ঠে মন্ত্র ধ্বনিত হোক –

“একটি গাছ একটি প্রান এই মন্ত্র

শিখে নিন ।

গাছ লাগিয়ে শোধ করে যাও, গাছের

প্রতি জীবন ঋন। ”


একটি গাছ একটি প্রাণ এই  রচনা অনুসারে যে রচনাগুলি লেখা যাবে তা হল-

১.একটি গাছ একটি প্রাণ ছোটদের রচনা।

২. গাছ একটি জীবন রচনা।

৩.একটি গাছ অনেক প্রাণ ।


 

Thanks For Reading: একটি গাছ একটি প্রাণ রচনা class 10।


আন্যান্য রচনা পড়ুনঃ 

১. বাংলার উৎসব প্রবন্ধ রচনা ৪০০ শব্দের

২. ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা রচনা

৩.মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ রচনা

৪. পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা

 


 

Leave a comment