আজকের এই পর্বে আমরা আলোচনা করবো class 11 political science থেকে একটি প্রশ্ন উত্তর । সেটি হল-রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের উপাদান গুলো কি কি। এই অংশটি Class 11 political science Notes | Class 11 political science Question ansewer আকারে লিখিত এবং পরীক্ষার উপযোগী করে লেখা।
রাষ্ট্র কাকে বলে | রাষ্টের বিভিন্ন উপাদান গুলি লেখ।
রাষ্ট্র কাকে বলেঃ
ল্যাটিন শব্দ Status থেকে State বা রাষ্ট্র শব্দটি এসেছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়া ভ্যালি 1513 সালে ‘দ্য প্রিন্স’ গ্রন্থে State শব্দটি প্রথম ব্যবহার করেন। রাষ্ট্রের সংজ্ঞাটি কী হবে তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। তবে রাষ্ট্রের সকল সংজ্ঞায় মধ্যে অধ্যাপক গার্নারের সংজ্ঞা সর্বশ্রেষ্ঠ।
অধ্যাপক গার্নার বলেছেন – “রাষ্ট্র হল অল্প বিস্তর বা বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জন সমাজ ,যার নির্দিষ্ট ভূখন্ডে তারা অস্থায়ীভাবে বসবাস করে, বহিশক্তির নিয়ন্ত্রণ মুক্ত, যার একটি সরকার আছে, যার প্রতি সমগ্র অধিবাসী আনুগত্য প্রকাশ করে।” তবে মাকর্সবাদী দার্শনিকরা রাষ্ট্রের ভিন্ন সংজ্ঞা দিয়েছেন । তাদের মতে রাষ্ট্র হল শ্রেণী শাসন ও শ্রেণী শোষণের যন্ত্র।
রাষ্টের বিভিন্ন উপাদানঃ
অধ্যাপক গার্নারের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে কতকগুলি উপাদান পাওয়া যায়।যথা-
জনসমষ্টি
রাষ্ট্র একটি মানবিক প্রতিষ্ঠান, মানুষের জন্যই রাষ্ট্র। তাই জনসমষ্টিকে বাদ দিয়ে রাষ্ট্রের কল্পনা করা যায় না। জনহীন কোনো অঞ্চলে রাষ্ট্রের সৃষ্টি হতে পারে না। তবে কত সংখ্যক জনগণ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হবে এবিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। একসময় কয়েক হাজার জনগণকে নিয়ে রাষ্ট্র গঠিত হলে বর্তমানে সেই রাষ্ট্রের জনসংখ্যা কোটিতে দাঁড়িয়েছে।
ভূখন্ড
রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান হল একটি নির্দিষ্ট ভূখন্ড অর্থাৎ গঠিত হতে গেলে জনসমষ্টিকে একটি নির্দিষ্ট ভূখন্ডে স্থায়ীভাবে বসবাস করতে হবে। বেদুইন যাযাবরেরা একটি নির্দিষ্ট জনগোষ্টী হলেও একটি নির্দিষ্ট ভূখন্ডে তারা স্থায়ীভাবে বসবাস করে না রাষ্ট্র সৃষ্টি হতে পারে না।
সরকার
সরকার হল রাষ্ট্রের একটি সংঘবদ্ধ যন্ত্র। রাষ্ট্র সৃষ্টির জন্য সেই জনসমষ্টিকে সুসংবদ্ধ রাখতে হবে। সরকার হল এমন একটি যন্ত্র যা রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে, নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করে এবং রাষ্ট্রের সার্বভৌম্যত্ব রক্ষা করে।
সার্বভৌম্যত্ব
সার্বভৌম্যকতা হল রাষ্ট্রের মৌলিক উপাদান। সার্বভৌমকতা হল রাষ্ট্রের এক চূড়ান্ত ক্ষমতা, যে ক্ষমতা বলে একটি রাষ্ট্র অভ্যন্তরীণ ক্ষেত্রে আইন বলবত করে এবং বাহ্যিকভাবে বহিঃশক্তির হাত থেকে নিজ রাষ্ট্রকে স্বাধীন রাখে।
স্থায়ীত্ব
রাষ্ট্রকে স্থায়ী হতে হবে ক্ষণস্থায়ী কোনো প্রতিষ্ঠান রাষ্ট্র হতে পারে না। গার্নারের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট ভূখন্ডে জনসমষ্টিকে স্থায়ীভাবে বসবাস করতে হবে।
অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি
আন্তর্জাতিক স্বীকৃতি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ন উপাদান। কোনো একটি দেশ তখনই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে যখন সেই দেশ অন্য রাষ্ট্রের দ্বারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করবে। অর্থাৎ আন্তর্জাতিক আইনের দৃষ্টিভঙ্গিতে স্বীকৃতি ছাড়া কোনো দেশকে রাষ্ট্র বলা যায় না।
জাতীয়তাবাদ
অনেকে জাতীয়তাবাদের বন্ধনকে রাষ্ট্রের অন্যতম উপাদান বলেছেন। তাদের মতে কোনো নির্দিষ্ট ভূখন্ডে বসবাসকারী জনসমষ্টি যদি জাতীয়তাবাদের বন্ধনে আবদ্ধ হয় তাহলে রাষ্ট্র গড়ে উঠতে পারে। তবে বিশ্বায়নের যুগে এইরূপ দৃষ্টি ভঙ্গি দোষে দুষ্ট।
উপসংহার
পরিশেষে বলা যায় উপরিউক্ত উপাদান গুলি থাকলে একটি মানবিক জন সমষ্টিকে রাষ্ট্র বলা যাবে।
Thanks For Reading: রাষ্ট্র কাকে বলে | উপাদান গুলো কি কি | class 11 political science question answer
প্রশ্ন উত্তর
1.রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি?
উত্তর- রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌম্যত্ব।
2. রাষ্ট্রের চারটি উপাদান কি কি?
উত্তর- রাষ্ট্রের চারটি উপাদান হল –
- ভূখন্ড
- সরকার
- জনসমষ্টি
- সার্বভৌম্যত্ব
3. রাষ্ট্র বলতে কী বোঝ?
উত্তর- রাষ্ট্র হল অল্প বিস্তর বা বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত একটি জন সমাজ ,যার নির্দিষ্ট ভূখন্ডে তারা অস্থায়ীভাবে বসবাস করে।
4. রাষ্ট্র শব্দের অর্থ কি?
উত্তর- ল্যাটিন শব্দ Status থেকে State বা রাষ্ট্র শব্দটি এসেছে।
5. রাষ্ট্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? | রাষ্ট্রের ধারণা কে দেন?
উত্তর- প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়া ভ্যালি প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেন।
6. রাষ্ট্র তিন প্রকার কি কি?
উত্তর- রাষ্ট্র তিনটি প্রকার হল প্রজাতন্ত্র ,গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ।
আরো পড়ুনঃ
1. রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।
২. চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর
৩. আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী
4. রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো