এই পর্বে আমরা মাধ্যমিক উচ্চমাধ্যমিক , সপ্তম শ্রেনী ,অষ্টম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের জন্য যে রচনাটি উপস্থাপন করছি তা হল- আধুনিক জীবন ও বিজ্ঞান- প্রবন্ধ রচনা।
আধুনিক জীবন ও বিজ্ঞান
“সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত।
রাত তাই দিন হল, দিন হল রাত। ”
ভূমিকা :
আধুনিক সভ্যতা সুদীর্ঘকাল ধরে স্বপ্ন ও সাধনার ফল। মানুষের চিন্তা শক্তি সভ্যতাকে প্রাণ শক্তি দিয়েছে। সভ্যতা যেমন মানুষের সাধনার ফসল, তেমনই বিজ্ঞানও মানুষের একটি সাধনার ফসল। বিজ্ঞানী হল আধুনিক সভ্যতার রথের সারথী। বিজ্ঞান আজ মানুষের কাছে আলাদীনের আশ্চর্য প্রদীপের মতো। কারণ বিজ্ঞানের ছোঁয়াতেই মানুষের জীবনের জয় যাত্রা।
মানব জীবন ও বিজ্ঞান :
মানব জীবন নদীর মতো চলমান। নদী যেমন কখনও থেমে থাকে না, মানব জীবনও তেমনই কখনও থাকে না। জীবন চলমান বলেই আদিম যুগের বন্য জীবন থেকে মানুষ আজ আধুনিক জীবনে প্রবেশ করতে পেরেছে। এতা সম্ভব হয়েছে বিজ্ঞানের অগ্রগতির জন্য। তাই এক কথায় বলা যায় আধুনিক জীবন ও বিজ্ঞান একটি পৃষ্ঠায় দুটি দিক। অর্থাৎ একই সত্ত্বা।
বিজ্ঞানে সর্বগামীতা :
মানুষের জীবনের এমন একটি ক্ষেত্র নেই যেখানে বিজ্ঞান পৌঁছাতে পারেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আমাদের জীবনকে উপলব্ধি করছি বিজ্ঞানের মাধ্যমে। তাই দৈনন্দিন জীবনে বিজ্ঞানের দাম অপরিসীম।
গৃহস্থলীতে বিজ্ঞান :
বিজ্ঞানকে ব্যবহার করে গৃহস্থলীতে কাজকর্ম আজ আরামদায়ক হয়ে উঠেছে। খাবার বানানো থেকে শুরু করে খাবার সংরক্ষিত রাখা, প্রচন্ড গরম ও শীত থেকে রক্ষা করা ইত্যাদি। বিজ্ঞানের উন্নতিতে ধনী গৃহের নৃত্য প্রয়োজনীয় জিনিসপত্র আজ মধ্য ভ্ত্তের গৃহে পা রেখেছে।
শিক্ষা ক্ষেত্রে বিজ্ঞান :
আজকের ছাত্র – ছাত্রীরা আধুনিক শিক্ষার উপকরণ হিসেবে ইন্টারনেট ব্যবস্থাকে বেছে নিয়েছে। কারণ এই তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষনীয় বিষয় সঠিক ভবে অতি সহজে জানা যায়। তাই কম্পিউটার, ক্যালকুলেটর, স্মার্ট ফোন, ইন্টারনেট ইত্যাদি ছাড়াও আজকের পড়াশোনার কথা ভাবাই যায় না।
স্বাস্থ্য ক্ষেত্রে বিজ্ঞান :
চিকিৎসায় বিজ্ঞানের সাফল্য অভাবনীয়। রোগ নির্নয় করে কেবল রোগের চিকিৎসা করা নয়, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের ব্যবস্থাও করেছে বিজ্ঞান । ক্যানসার , এইডস ইত্যাদির ক্ষেত্রেও বিজ্ঞান যথেষ্ট সফলতা এনেছে। জিন মানচিত্র বিজ্ঞানের এক অভিনব অবদান।
কৃষি ও শিল্প ক্ষেত্রে প্রভাব :
বিজ্ঞানকে কাজে লাগিয়ে শিল্প জগতের যেমন উন্নতি হয়েছে, তেমনই কৃষিক্ষেত্রে এসেছে সবুজ বিপ্লব। শিল্পের কাঁচা মালের জোগান যেমন বেড়েছে, তেমনই বেড়েছে শিল্পজাত পণ্য । বিজ্ঞানের অনুকুলে কৃষির উৎপাদন বেড়েছে এবং মানুষের মাথা পিছু আয় বেড়েছে।
কুফল :
অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা মানুষকে যান্ত্রিক করে তুলেছে। যা মানুষকে বিপদের পথে ঠেলে দিচ্ছে। তাই মানুষকে সঠিকভাবে বিজ্ঞানমুখী করে তোলার জন্য বিজ্ঞান সচেতনতার প্রসার একান্ত প্রয়োজন । তাই বিবেকানন্দ বলেছেন- “শুধু জ্ঞান নয়, তাকে কাজে লাগানোও জানা চাই।”
উপসংহার :
বিজ্ঞান আধুনিক জীবনকে আলোক শিখা দিয়ে আলোকিত করেছে। তাই বিজ্ঞানকে ছাড়া আমাদের বর্তমান জীবন অন্ধকারাচ্ছন্ন। তাই বিজ্ঞানকে জীবনে গ্রহণ করতেই হবে।
“ বিজ্ঞান চায় সবার মাঝে প্রাণের কথা বলতে,
অন্ধ আবেগ সরিয়ে দিয়ে আলোর পথে চলতে। ”
এই রচনা অনুসারে যেসব রচনা লেখা যাবে সেগুলি হল-
১. আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি রচনা।
২. মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি রচনা ।
৩. মানব কল্যাণে বিজ্ঞান রচনা।
৪. মানব কল্যাণে বিজ্ঞান রচনা class 7।
৫. মানব কল্যাণে বিজ্ঞান রচনা ।
Thanks For Reading : আধুনিক জীবন ও বিজ্ঞান- প্রবন্ধ রচনা।
আন্যান্য রচনা পড়ুন-
১. বাংলার উৎসব প্রবন্ধ রচনা class 10
২. ছাত্রজীবনে খেলাধূলার গুরুত্ব
৩.মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রবন্ধ রচনা