ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর class 8

অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আমাদের বিশেষ প্রয়াস , অষ্টম শ্রেণির ইতিহাস সকল অনুশীলনী প্রশ্নের উত্তর, আমাদের এই পেজে তোমরা পেয়ে যাবে । অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় প্রশ্ন উত্তর | class 8 history chapter 3 question answer এই অধ্যায়ে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে অনুশীলনীর এই প্রশ্নগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের সামনে তুলে ধরা হল ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তৃতীয় অধ্যায়।  

ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর
ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্ন উত্তর

 

অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় অনুশীলনী প্রশ্নউত্তর

১। বেমানান শব্দটি খুঁজে বার করো :

ক) বোম্বাই, মাদ্রাজ, কলকাতা, বাংলা ।

Ans: বাংলা 

খ) ক্লাইভ, হেস্টিংস, দুপ্লে, কর্নওয়ালিস ।

Ans: দুপ্লে

গ) বাংলা, বিহার, সিন্ধু প্রদেশ, উড়িষ্যা ।

Ans: সিন্ধু প্রদেশ 

ঘ) ডেভিড হেয়ার, উইলিয়ম কেরি, জোনাথন ডানকান, উইলিয়ম পিট ।

Ans: উইলিয়ম পিট 

 

২। নীচের কোনটি ঠিক , কোনটি ভুল বেছে নাও  : 

ক) বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হত। ভুল 

খ) জোনাথন ডানকান বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক

গ) উইলিয়ম কেরি ছিলেন শ্রীরামপুরের মিশনারি সোসাইটির সদস্য। ঠিক

ঘ) দশ বছরের ভূমি রাজস্ব ব্যবস্থার জন্য কোম্পানি ইজারাদারি ব্যবস্থা চালু করে। ভুল

 

৩। অতি সংক্ষেপে উত্তর দাও (৩০-৪০টি শব্দ):

ক) ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে ?

Ans:  ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানি নামক একটি বণিক সংস্থা ,ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে কতগুলি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল। সেই বাণিজ্যিক ঘাঁটি গুলির মধ্যে ছিল মাদ্রাজ, বোম্বাই, ও কলকাতা । এই তিনটি বাণিজ্যিক ঘাঁটিকে কেন্দ্র করে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয় ।

খ) কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কী ভূমিকা নিয়েছিলেন ?

Ans: কোম্পানি পরিচালিত আইন ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস কতক গুলি কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন। দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয় । জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়। নিম্ম আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন স্বীকার করা হয় । সমস্ত আদালতে ইউরোপীয় বিচারপতি নিয়োগ করা হয়। তৎকালীন ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থাকে সংহত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে এই কর্নওয়ালিস কোড বা বিধিবদ্ধ আইন এবং যা ঔপনিবেশিক শাসনের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিল।

গ) কোম্পানির সিপাহিবাহিনী বলতে কী বোঝো ?

Ans: ঔপনিবেশিক শাসনের যেকোনো ঘোরতর বিরোধিতার মোকাবিলা করা পুলিশ বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। ফলে ঔপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে , ব্রিটিশ কোম্পানি মুঘল সেনা নিয়োগের পরম্পরাকে অনুসরণ করে , কৃষকদের নিয়ে গঠন করে এক বিশাল ভারতীয় সেনাবাহিনী যা কোম্পানির সিপাহি বাহিনী নামে পরিচিত ।

ঘ) কোম্পানির শাসনে জরিপের ক্ষেত্রে জেমস রেনেলের  কী ভূমিকা ছিল

Ans: ১৭৬৪ খ্রিস্টাব্দে বাংলার বাংলার নদী পথের জরিপ করেছিলেন জেমস রেনেল। নদী পথ গুলির জরিপ করে তিনি ১৬ টি মানচিত্র তৈরি করেছিলেন । সেই প্রথম বাংলার নদীর গতি পথের মানচিত্র বানানো হয়েছিল। তাঁর এই মানচিত্র কোম্পানি শাসনে অন্যতম এক কীর্ত্তি। ১৭৬৭ খ্রিস্টাব্দে কোম্পানি রেনেলকে ভারতের সার্ভেয়ার জেনারেল বা জরিপ বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত করেন।

ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা তৃতীয় অধ্যায় অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

 

প্রতিটি প্রশ্নের মানঃ ১

 ১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানি কোথায় কোথায় বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে ছিল ?

উত্তরঃ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার কোম্পানি মাদ্রাজ, বোম্বাই, ও কলকাতা বাণিজ্যিক ঘাঁটি নির্মাণ করে ছিল।

২. ব্রিটিশ কোম্পানি কোথায় সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল ?

উত্তরঃ ব্রিটিশ কোম্পানি মাদ্রাজপটনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ নির্মাণ করেছিল ।

৩. মাদ্রাজ প্রেসিডেন্সির কটি প্রশাসনিক কেন্দ্র ছিল ও কি কি ?

উত্তরঃ মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল , গ্রীষ্মকালে ওটাকামুন্দ ও শীতকালে মাদ্রাজ ।

৪. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি বাংলায় নিজামতের অধিকার পায় ?

উত্তরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি বাংলায় নিজামতের অধিকার পায় ।

 ৫. কত খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বলবৎ হয় ?

উত্তরঃ ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট বলবৎ হয়

৬. কত খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রণীত হয় ?

উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রণীত হয় ।

৭. কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায় ?

উত্তরঃ ১৭৬৫ খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানির অধিকার পায় ।

৮. কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটে ?

উত্তরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটে ।

৯. এলিজা ইম্পে কে ছিলেন ?

উত্তরঃ এলিজা ইম্পে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ।

১০. কত খ্রিস্টাব্দে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৮০১ খ্রিস্টাব্দে মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ।

১১. মহলওয়ারি বন্দোবস্ত কে চালু করেন ?

উত্তরঃ  লর্ড  বেন্টিংক মহলওয়ারি বন্দোবস্ত চালু করেন ।

১২. কত খ্রিস্টাব্দে কে পুলিশি ব্যবস্থা চালু করেন ?

উত্তরঃ ১৭৯৩খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস পুলিশি ব্যবস্থা চালু করেন  ।

১৩. ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার  কি ছিল ?

উত্তরঃ ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার ছিল পুলিশি ব্যবস্থা।

১৪. সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা কে চালু করেন ?

উত্তরঃ সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস ।

১৫. কত খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় ?

উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয় ।

১৬. A grammar of the Bengal language বাংলা ব্যাকরণ বইটি সর্বপ্রথম কোথায় ছাপা হয় ?

উত্তরঃ  A grammar of the Bengal language বাংলা ব্যাকরণ বইটি সর্বপ্রথম ছাপা হয় হুগলীর জন এন্ড্রুজের ছাপাখানায় ।

 ১৭. কত খ্রিস্টাব্দে কে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ১৭৯১ খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বেনারসে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন ।

১৮. কত  খ্রিস্টাব্দে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ১৭৮৪  খ্রিস্টাব্দে উইলিয়ম জোনস কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

১৯. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

২০. কত খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন স্থাপন করেন ?

উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে, শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন স্থাপন করেন ।

 ২১. উইলিয়ম কেরি কে ছিলেন ?

উত্তরঃ  শ্রীরামপুরের মিশনারির একজন উল্লেখযোগ্য সদস্য ছিল উইলিয়ম কেরি । তিনি ভারতীয় মহাকাব্যগুলিকে ইংরেজি ভাষায় অনুবাদ করেন ।

 ২২. কে কত খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি  স্থাপন করেন ?

উত্তরঃ  ১৮৩০ খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাভ জেনারেল অ্যাসেম্বলি স্থাপন করেন

২৩. কত খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন তৈরি করা হয় ?

উত্তরঃ  ১৮২৩ খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন তৈরি করা হয় ।

২৪. আলেকজান্ডার ডাভ কে ছিলেন ?

উত্তরঃ স্কটিশ মিশনারির সদস্য ছিলেন আলেকজান্ডার ডাভ ।

২৫. কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় ?

উত্তরঃ ১৮১৭খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করা হয় ।

২৬. ঔপনিবেশিক শাসনে নারীশিক্ষার অন্যতম উদ্যোক্তা কে ছিলেন ?

উত্তরঃ ঔপনিবেশিক শাসনে নারীশিক্ষার অন্যতম উদ্যোক্তা ছিলেন বীটন সাহেব ।

২৭. কত খ্রিস্টাব্দে কে বাংলার নদী পথ গুলির জরিপ করেন ?

উত্তরঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে জেমস রেনেল সর্বপ্রথম বাংলার নদী পথ গুলির জরিপ করেন ।

২৮. কত খ্রিস্টাব্দে কে সর্ব প্রথম ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন ?

উত্তরঃ ১৭৭২ খ্রিস্টাব্দে  ওয়ারেন হেস্টিংস নদীয়ায়  সর্ব প্রথম ভূমি রাজস্ব বন্দোবস্ত চালু করেন ।

২৯. কত খ্রিস্টাব্দে কে  চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ?

উত্তরঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে লর্ড কর্ণওয়ালিশ বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ।

৩০. উডের ডেসপ্যচে পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসাবে কোন কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় ?

উত্তরঃ উডের ডেসপ্যচে পাশ্চাত্য শিক্ষার মাধ্যম হিসাবে দুই ধরনের ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় -যথা- ইংরেজি ও ভারতীয় ।

 

   প্রতিটি প্রশ্নের মানঃ ২ 

১. পিটের ভারত শাসন আইন কি ?

উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট নতুন একটি আইন প্রণয়ন করেন যার দ্বারা ভারতের ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেন পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয় । এই আইনকে পিটের ভারত শাসন আইন বলা হয় ।

২. কর্ণওয়ালিশ কোড কাকে বলা হয় ?

উত্তরঃ ১৭৯৩ খ্রিস্টাব্দে  লর্ড কর্ণওয়ালিশ  ব্রিটিশ কোম্পানিকে আইনগত দিক থেকে  সংহত করার জন্য বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিছু সংস্কারমূলক কাজ করেন। নতুন  কয়েকটি বিধিবদ্ধ আইন তৈরি করেন একে কর্নওয়ালিস কোড বলা হয় । এটি ছিল ঔপনিবেশিক কাঠামোর মূল স্তম্ভ ।

৩. উইলিয়াম বেন্টিংকের সংস্কারগুলি লেখো ?

উত্তরঃ ভূমি রাজস্ব নির্ধারণের বিষয়ে তিনি  গুরুত্ব  দিয়েছিলেন । তিনি প্রশাসনিক ব্যয় কমাতে চেয়েছিলেন । তাঁর সংস্কারগুলি ছিল – (i) এলাহাবাদ ও বারাণসী অঞ্চলে ভূমি-রাজস্ব বন্দোবস্ত গড়ে তোলেন।

(ii)  বেন্টিংকের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট, ও ডেপুটি কালেক্টর প্রভৃটি পদ ভারতীয়দের নিয়োগ করা শুরু হয় ।

(iii) কোম্পানির কর্মচারী নিয়োগের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণের উদ্ধে গিয়ে যোগ্যতাভিত্তিক নিয়োগ করা হয় ।

(iv) ভারতীয়দের উচ্চপদে নিয়োগ করলেও বেতন কম দেয়া হয় ।

 ৪. সামরিক জাতি কাদের বলা হয় ?

উত্তরঃ পাঠান, উত্তর ভারতের রাজপুত  ও নেপালি গুর্খারা ছিল যুদ্ধে অনেক বেশী দক্ষ, ঔপনিবেশিক শাসকেরা এই সব সেনাদেরই সেনাবাহিনীতে নিয়োগ বেশী পরিমাণে নিয়োগ করত। এদের বলা হয় সামরিক জাতি ।

৫. আমলাতন্ত্র কি ?

উত্তরঃ  অসামরিক শাসন ব্যবস্থাকে দৃঢ় করতে । ইংরেজ সরকারের গৃহীত নীতিগুলি প্রয়োগ করার জন্য, লর্ড কর্নওয়ালিস একটি সুগঠিত ব্যবস্থা গড়ে তোলেন। এই ব্যবস্থাকেই বলে আমলা তন্ত্র ।

৬. ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কি ছিল ?

উত্তরঃ ওয়েলেসলি ইউরোপীয় প্রশাসকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ১৮০০ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়ম  কলেজ প্রতিষ্ঠা করেন ।

৭. আইনের শাসন বলতে কি বোঝ ?

উত্তরঃ ঔপনিবেশিক শাসকের স্বার্থ  সুরক্ষিত করার জন্য  ব্রিটিশ প্রশাসন কিছুটা গনতান্ত্রিক ধারায় শাসন প্রণালীর কথা বলেন , যেখানে বলা হয় শাসকের খামখেয়ালীর উপর শাসন প্রণালী নির্ভর করেবে না । আদালতে আইনের ব্যাখ্যা মোতাবেক ঔপনিবেশিক প্রশাসন কাজ করবে। এই শাসন ব্যবস্থাকেই বলা হয় আইনের শাসন।  এক্ষেত্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই আইন চালু করা হয় ।

৮. এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কি ছিল ?

উত্তরঃ কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন ভারতীয় সাহিত্যগুলিকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করা। এর ফলে ভারতের শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া ভালো হবে এবং ঔপনিবেশিক প্রশাসনের পথ আরও সুগম হবে। তাই জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ।

৯. মেকলে মিনিটস বা মেকলের প্রতিবেদন কি ?

উত্তরঃ ১৮৩৫ খ্রিস্টাব্দে জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশনের সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতবর্ষের শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন পেশ করেন যেখানে তিনি বলেন- ভারতবর্ষের ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তাঁর প্রতিবেদনে তিনি আরও বলেছেন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলি কোন সকারি সাহায্য পাদে না। এর মাধ্যমে তিনি ভারতীয় প্রচলিত জ্ঞানকে হেয় করে পাশ্চাত্য শিক্ষা প্রসারের প্রতি জড় দিয়েছিলেন । তাঁর এই  প্রতিবেদনকে মেকলের প্রতিবেদন বা মেকলে মিনিটস বলা হয় ।

১০. উডের প্রতিবেদন বা উডের ডেসপ্যাচ কাকে বলে ?

উত্তরঃ ১৮৫৪  খ্রিস্টাব্দে  বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড  শিক্ষাসংক্রান্ত একটি প্রতিবেদনে ব্রিটিশ সরকারকে প্রাথমিক থেকে বিদ্যালয়স্তর পর্যন্ত একটি সুগঠিত শিক্ষা কাঠামো গড়ে তোলার নির্দেশ দেন । তাঁর এই প্রতিবেদনকে উডের ডেসপ্যাচ বলা হয় ।

১১. ইজরাদারি বন্দোবস্ত  বলতে কি বোঝ ?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংসের ভূমি-রাজস্ব বন্দোবস্ত অনুযায়ী যে ব্যক্তি জমির নিলামে সবথেকে বেশি খাজনা দেওয়ার ডাক দেবে তাঁর সঙ্গে কোম্পানি ঐ জমির  বন্দোবস্ত করবে পাঁচ বছরের জন্য ঐ জমিকে ইজারা দেওয়া হবে এই জমি বন্দোবস্তকে ইজারাদারি বন্দোবস্ত বলা হয়

 

 

Thanks For Reading : ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা প্রশ্নউত্তর | অষ্টম শ্রেণীর ইতিহাস তৃতীয় অধ্যায় |

 


আরো পড়ুনঃ   

বাংলা রচনা 


 

Leave a comment