WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল-মাধ্যমিক ইতিহাস মক টেস্ট সপ্তম অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 history chapter 7 MCQ with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।
এখানে তোমাদের দশম শ্রেণীর সপ্তম অধ্যায় | বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে বাছাই করা 45 টি প্রশ্ন দেওয়া হয়েছে । Class 10 history chapter 7 MCQ Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।
পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.com পেজটিতে ।
মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় MCQ MOCK TEST |
সপ্তম অধ্যায়ঃ- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
MCQ MOCK TEST
এখানে 45 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।
Full Marks- 45×1=45
#1. ‘ভারতের নাইটিঙ্গেল’ নামে পরিচিত ছিলেন
#2. সরলাদেবী চৌধুরানি যে উৎসব পালন করতেন তা হল
#3. দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়
#4. ‘জয়শ্রী’ পত্রিকাটি প্রকাশ করেন
#5. ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে স্মরণীয় হয়ে আছেন পাঞ্জাবের।
#6. ‘ভারত স্ত্রী মহামন্ডল’ প্রতিষ্ঠা করেন
#7. এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন
#8. তাম্রলিপ্ত জাতীয় সরকার কোন্ আন্দোলনের সময় গড়ে ওঠে?-
#9. তিলক স্বরাজ তহবিল গঠন করা হয়-
#10. অল ইন্ডিয়া হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন
#11. প্রথম দেবদাসী প্রথার বিলোপের জন্য বিল আনেন-
#12. রশিদ আলি ছিলেন
#13. বাংলায় অরন্ধন দিবস পালিত হয় ১৯০৫ খ্রিস্টাব্দের
#14. ‘Anti-Circular Society’ প্রতিষ্ঠিত হয়-
#15. চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন-
#16. বুড়িবালামের তীরে ব্রিটিশ পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে নেতৃত্ব দেন-
#17. ঝাঁসির রানি ব্রিগেডের নেতৃত্বে ছিলেন
#18. অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন
#19. ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত ছিলেন-
#20. ধরসানা লবণগোলা সত্যাগ্রহে নেতৃত্ব দেন-
#21. ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নারী প্রথম শহিদ হয়েছিলেন তিনি হলেন
#22. ‘গুলামগিরি’ গ্রন্থটির লেখক হলেন। –
#23. ‘ভারতে বিপ্লববাদের জনক’ বলা হয়-
#24. নারীদের ভোটাধিকার অর্জনে নেতৃত্ব দেন-
#25. মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে
#26. বাংলার নমঃশূদ্ররা ছিলেন মূলত
#27. ‘নারী কর্ম মন্দির’ প্রতিষ্ঠা করেছিলেন
#28. সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল
#29. দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন-
#30. বঙ্গভঙ্গবিরোধী আন্দোলন হয়েছিল-
#31. আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন-
#32. রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন
#33. ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল
#34. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রী ছিলেন-
#35. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন
#36. অ্যান্টি-সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন-
#37. অ্যান্টি-কার্লাইল সোসাইটি গড়ে ওঠে-
#38. সরলাদেবী চৌধুরানি লক্ষ্মীর ভান্ডার গড়ে তোলেন
#39. রশিদ আলি দিবস পালিত হয়েছিল
#40. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন
#41. ‘নারী সত্যাগ্রহ সমিতি’ প্রতিষ্ঠিত হয়েছিল
#42. ‘মাস্টারদা’ নামে পরিচিত ছিলেন
#43. মাদ্রাজে ‘আত্মসম্মান আন্দোলন’ শুরু করেন-
#44. ‘বঙ্গলক্ষ্মীর ব্রতকথা’ রচনা করেন-
#45. ভাইকম সত্যাগ্রহ পরিচালনা করেন।
Results
Congratulations! You are Passed.
Improve Your Knowledge And Try Again.
HD Quiz powered by harmonic design
দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:
- Class 10 Geography Chapter1 MCQ Online Test
- মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস MCQ MOCK TEST দ্বিতীয় অধ্যায়
- মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ MOCK TEST |
- মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় | MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় | MCQ Mock Test
আমাদের আয়োজিত Class 10 MCQ Online Test / Madhymik Mock test এই পরীক্ষাগুলি তোমাদের উপকারে এলে আমাদের অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো ।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে –
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
- দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
- মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর ।
- বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা class 10
- মাধ্যামিক বাংলা রচনা