WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল-মাধ্যমিক ইতিহাস মক টেস্ট পঞ্চম অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 history chapter 5 MCQ with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।
এখানে তোমাদের দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ঃ- বিকল্প চিন্তা ও উদ্যোগথেকে বাছাই করা 55 টি প্রশ্ন দেওয়া হয়েছে । Class 10 History Chapter 5 MCQ Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।
পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.com পেজটিতে ।
মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় MCQ MOCK TEST |
পঞ্চম অধ্যায়ঃ-বিকল্প চিন্তা ও উদ্যোগ
(উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত): বৈশিষ্ট্য ও পর্যালোচনা ।
MCQ MOCK TEST
এখানে 55 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।
Full Marks- 55×1=55
START MOCK TEST
#1. কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়
#2. ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন
#3. ১৮৬৩ খ্রিস্টাব্দে বোলপুরে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন-
#4. শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়-
#5. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়?
#6. পোর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়?
#7. ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন-
#8. 'A Grammar of the Bengal Language' গ্রন্থটি রচনা করেন
#9. বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন
#10. ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল
#11. 'University College of Science and Technology'-এর প্রতিষ্ঠা করেন
#12. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়
#13. 'U Ray & Sons Company' প্রতিষ্ঠিত হয়
#14. 'Indian Association for the Cultivation of Science' প্রতিষ্ঠিত হয় -
#15. বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়-
#16. 'A History of Hindu Chemistry' গ্রন্থের লেখক
#17. রাধানাথ শিকদার কাজ করতেন
#18. 'U Ray & Sons' ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন।
#19. বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হল-
#20. 'আধুনিক ছাপাখানার জনক' বলে পরিচিত
#21. 'ইউ রায় অ্যান্ড সন্স' ভূমিকা নিয়েছিল
#22. 'বিশ্বভারতী'-এর প্রথম উপাচার্য হলেন
#23. IACS-এর প্রথম অধিকর্তা হলেন-
#24. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন
#25. 'ক্রেসকোগ্রাফ' যন্ত্র আবিষ্কার করেন
#26. পদার্থবিদ্যায় 'নোবেল' পুরস্কার পান
#27. 'বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট' বর্তমানে যে নামে পরিচিত তা হল-
#28. মুদ্রণশিল্পের প্রথম উদ্ভব ঘটে
#29. ছাপাখানার বিকাশের সঙ্গে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোন্টি/ কোনগুলি সম্পর্কিত?- (i) বইয়ের সহজলভ্যতা, (ii) শিক্ষার বিস্তার, (iii) সংবাদপত্র, সাময়িকপত্রের প্রসার, (iv) ঔপনিবেশিক কাঠামোর সুদৃঢ়করণ।
#30. উইলিয়ম কেরি ছাপাখানা স্থাপন করেন
#31. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন-
#32. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন
#33. 'ভারতের বেকন' বলা হত
#34. রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন-
#35. যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়
#36. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল-
#37. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স'-এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-
#38. 'আধুনিক বিজ্ঞানচর্চার জনক' হলেন-
#39. 'গোলদীঘির গোলামখানা' নামে পরিচিত ছিল।
#40. বেঙ্গল কেমিক্যালস-এর প্রতিষ্ঠাতা ছিলেন
#41. রবীন্দ্রনাথের 'তোতাকাহিনী' গল্পটি মূলত
#42. উনিশ শতকে বাংলায় বিদ্যালয়স্তরে পাঠ্যবই জোগান দিত।
#43. ঔপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল
#44. জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল
#45. ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হত-
#46. রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাভাবনার চরিত্র ছিল-
#47. 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল
#48. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়-
#49. 'বাংলার গুটেনবার্গ' অথবা 'বাংলা মুদ্রণশিল্পের জনক' বলা হয়-
#50. 'শিশুশিক্ষা' গ্রন্থটি রচনা করেন-
#51. বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন-
#52. 'বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ' প্রতিষ্ঠিত হয়েছিল-
#53. 'জাতীয় শিক্ষা পরিষদ' (১৯০৬)-এর প্রথম সভাপতি ছিলেন-
#54. 'দিগদর্শন'-এর সম্পাদক ছিলেন।
#55. বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন-
Finish
Results
-
Congratulations! You are Passed.
Improve Your Knowledge And Try Again.
দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:
আমাদের আয়োজিত Class 10 MCQ Online Test / Madhymik Mock test এই পরীক্ষাগুলি তোমাদের উপকারে এলে আমাদের অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো ।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে –