একাদশ শ্রেণীর Education দ্বিতীয় সেমিস্টার ,সিলেবাসের একটি অন্যতম বিষয় Group-C; Unit – II: Growth & Development : adolescence.
যা Class 11 Education Semester 2 , why is adolescence a period of storm and stress। ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন- কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন | ও শিশুর প্রাক্ষোভিক বিকাশ কি |
Education-এর প্রয়োজনীয় সব Notes তোমরা এই পেজে পাবে , আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয়গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি । আলোচনার এই পর্বের আলোচ্য বিষয়ঃ কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন | শিশুর প্রাক্ষোভিক বিকাশ কাকে বলে |
কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন | ও শিশুর প্রাক্ষোভিক বিকাশ কাকে বলে |
কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় কেন
বাল্য ও বয়স্ক কালের মধ্যবর্তী সময়কাল হল কৈশর বা বয়সসন্ধিকাল। জীবনের এই পর্যায়ে দৈহিক, মানসিক, সামাজিক প্রাক্ষোভিক প্রভৃতি বিভিন্ন দিক থেকে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে যার সঙ্গে তারা সহজে মানিয়ে নিতে পারে না। এই পরিবর্তনগুলি যেহেতু জীবনে নানা সমস্যা সৃষ্টি করে তাই মনোবিদ মনোবিদ স্ট্যানলি হল কৈশোর বা বয়সসন্ধিকালকে ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল বলেছেন।
মনোবিদগণ শিশুর জীবন বিকাশের দ্বিতীয় পর্যায়কে বাল্যকাল বলে চিহ্নিত করেছেন, 6 থেকে 12 বছর পর্যন্ত সময়কালকে বাল্যকাল বলা হয়। এই সময়কালে শিশুর দৈহিক, মানসিক, প্রক্ষোভিক ও সামাজিক দিকগুলির বিকাশ ঘটে।
শিশুর প্রাক্ষোভিক বিকাশ কাকে বলেঃ
প্রক্ষোভিক বিকাশ কিঃ
বাল্যকালে প্রক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় এই সময় শৈশবের যে প্রক্ষোভগুলি ছিল তার বহু পরিবর্তন ঘটেছে। এই সময় শিশু বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া করতে সক্ষম হয়। এই বয়সে শিশু সামাজিক পরিস্থিতি অনুযায়ী নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে।
আবেগের বিকাশ সামগ্রিক না হলেও তা নির্দিষ্ট রূপ পায়। বয়স্কদের অবহেলা, সমবয়স্কদের পরিহাস, অন্য ছেলেমেয়েদের সঙ্গে তুলনা এই বয়সের ছেলে মেয়েদের ক্রোধের কারণ হয়। উল্লাস, ভালোবাসা, আনন্দ, কৌতুহল, বিষাদ, প্রভৃতি বৈশিষ্ট্য এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়। এই সময়ের প্রক্ষোভিক প্রতিক্রিয়াগুলির বিশেষত আনন্দদায়ক অনুভূতিকে কেন্দ্র করেই গড়ে ওঠে।
প্রশ্ন উত্তরঃ
১. কে কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন
উত্তরঃ মনোবিদ স্ট্যানলি হল কৈশোর কালকে ঝড় ঝঞ্ঝার কাল বলেছেন ।
২. কৈশোর কালের বৈশিষ্ট্যগুলি কি কি ?
উত্তরঃ কৈশোর কালের বা বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য হলঃ-
(i) উচ্চতা ও ওজন বৃদ্ধির সাথে সাথে দেহের অন্যান্য অংশের আনুপাতিক হারে পরিবর্তন হয়।
(ii)এই সময়ে যৌন অঙ্গগুলি পরিপূর্ণতা লাভ করে।
(iii) শব্দ ভান্ডার বৃদ্ধির সাথে সাথে স্মৃতিশক্তি উন্নত হয়।
(iv) ছেলেমেয়েরা স্বাধীনভাবে নানা সমস্যার সমাধান করতে পারে।
৩. মানব জীবন বিকাশের স্তর গুলি কি কি ?
উত্তরঃ মনোবিদ আর্নেস্ট জোন্স মানব জীবন বিকাশের স্তরকে চারটি ভাগে ভাগ করেছেন -i) শৈশবকাল ii) বাল্যকাল iii)কৈশোর কাল iv) প্রাপ্ত বয়স্ক ।
একাদশ শ্রেণী এডুকেশন অন্যান্য বিষয় আরও পড়ুনঃ
- শৈশব বলতে কি বোঝো | শৈশবের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো | Class 11 Education
- পরিণমন কাকে বলে ? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখ | Class 11 Education
- বৃদ্ধি ও বিকাশ প্রশ্ন উত্তর | একাদশ শ্রেণী এডুকেশন
- কৈশোর বা বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝ ? কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো । Class 11 Education