WBBSE মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি অসামান্য প্রয়াস হল- মাধ্যমিক ইতিহাস মক টেস্ট চতুর্থ অধ্যায় । এই Online Test টি প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে class 10 history chapter 4 MCQ with answers এই অংশটি আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।
এখানে তোমাদের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণথেকে বাছাই করা 55 টি প্রশ্ন দেওয়া হয়েছে । Class 10 History Chapter 4 MCQ Online Test এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।
পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.com পেজটিতে ।
মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় MCQ MOCK TEST |
তৃতীয় অধ্যায়ঃ-সংঘবদ্ধতার গোড়ার কথাঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
MCQ MOCK TEST
এখানে 55 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।
Full Marks- 55×1=55
#1. ‘আনন্দমঠ’ প্রকাশিত হয়
#2. জমিদার সভা 1 (ল্যান্ডহোল্ডার্স সোসাইটি) কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়
#3. ভারতমাতা চিত্রটির পূর্বনাম ছিল
#4. উনিশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়। কারণ এসময়-
#5. ‘Eighteen Fifty Seven’ গ্রন্থের লেখক কে?
#6. মহারানি ভিক্টোরিয়া ‘ভারত সম্রাজ্ঞী’ উপাধি পান-
#7. ‘বাংলার মুকুটহীন রাজা’ নামে পরিচিত-
#8. ‘হিন্দুমেলা’ গড়ে ওঠে
#9. মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রধান উদ্দেশ্য ছিল-
#10. ‘The Government of India Act’ আইনটি পাস হয়
#11. মহারানির ঘোষণাপত্র (১৮৫৮ খ্রি) অনুযায়ী ভারতের ‘রাজপ্রতিনিধি’ হিসেবে প্রথম নিযুক্ত হন –
#12. ভারতসভার কার্যক্রমে যুক্ত ছিলেন
#13. এখানে আলাদা গোত্রের উপাদানটি হল
#14. রাজনারায়ণ বসু যুক্ত ছিলেন
#15. চৈত্রমেলা, ‘হিন্দুমেলা’ রূপে পরিচিত হয়
#16. ‘গোরা’ উপন্যাসটি প্রকাশিত হয়
#17. সিপাহি বিদ্রোহ প্রথম ঘটেছিল
#18. মহারানির ঘোষণাপত্রটি প্রকাশিত হয়
#19. ‘বর্তমান ভারত’ প্রথম প্রকাশিত হয়
#20. দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন
#21. ‘ভাইসরয়’ কথার অর্থ
#22. কার্ল মার্কস ১৮৫৭-এর বিদ্রোহকে বলেছেন-
#23. ‘হিন্দুমেলা’ অপর কী নামে পরিচিত ছিল?
#24. লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন গভর্নর জেনারে
#25. ‘ভারতের জাতীয়তাবাদের জনক’ বলা হয়-
#26. ‘পুনা সার্বজনিক সভা’ প্রতিষ্ঠিত হয়-
#27. ভারতসভার প্রথম অধিবেশন বসে কলকাতার
#28. বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি ছিলেন-
#29. ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি রচনা করেছিলেন –
#30. ‘বর্তমান ভারত’ প্রথম স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশিত হয়েছিল।
#31. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল-
#32. ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন
#33. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলেছেন।
#34. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে
#35. ভারতসভার প্রথম সভাপতি ছিলেন
#36. ল্যান্ডহোল্ডার্স সোসাইটির সভাপতি ছিলেন-
#37. সর্বভারতীয় জাতীয় সম্মেলন হয়েছিল-
#38. দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস হয়
#39. ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল
#40. অবনীন্দ্রনাথ ঠাকুর-এর সৃষ্টি
#41. মহারানির ঘোষণাপত্র অনুযায়ী ভারত
#42. জমিদার সভা গড়ে উঠেছিল
#43. ৭৬-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে-
#44. ‘আনন্দমঠ’ উপন্যাসের পটভূমি ছিল-
#45. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয়
#46. ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন
#47. গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন
#48. আধুনিক জাতীয়তাবাদী ব্যঙ্গ বা কার্টুন চিত্রের জনক হলেন
#49. হিন্দুমেলার সম্পাদক ছিলেন-
#50. ১৮৫৭-এর বিদ্রোহকে ‘সিপাহি বিদ্রোহ’ বলা হলে নীচে দেওয়া বিকল্পগুলির মধ্যে কোন্টিকে তুমি যুক্তি হিসেবে বেছে নেবে?-
#51. ‘রাষ্ট্রগুরু’ নামে পরিচিত ছিলেন-
#52. মহাবিদ্রোহকে (১৮৫৭) ‘কৃষক বিদ্রোহ’ আখ্যা দিয়েছেন
#53. আনন্দমোহন বসু ছিলেন ভারতসভার
#54. ‘বন্দেমাতরম’ সংগীতটি রচনা করেন
#55. গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন (১) ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য, (২) বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য, (৩) চিত্রশিল্পের উৎকর্ষ সাধনের জন্য, (৪) সাংস্কৃতিক বিকাশের জন্য।
Results
Congratulations! You are Passed.
Improve Your Knowledge And Try Again.
HD Quiz powered by harmonic design
দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:
- Class 10 Geography Chapter1 MCQ Online Test
- মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ভূগোল তৃতীয় অধ্যায় বারিমন্ডল | MCQ MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস তৃতীয় অধ্যায় MCQ MOCK TEST |
- মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় | MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় | MCQ Mock Test
- মাধ্যমিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় | MCQ MOCK TEST
- মাধ্যমিক ইতিহাস সপ্তম অধ্যায় | MCQ MOCK TEST
আমাদের আয়োজিত Class 10 MCQ Online Test / Madhymik Mock test এই পরীক্ষাগুলি তোমাদের উপকারে এলে আমাদের অবশ্যই কমেন্ট করো এবং বন্ধুদের শেয়ার করে তাদেরকেও পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করো ।
অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সমূহ তোমরা এই পেজে পাবে –
- দশম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় MCQ
- মাধ্যমিক ভূগোল ম্যাপ পয়েন্টিং
- দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর |
- মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় ছোট প্রশ্ন উত্তর ।
- বঙ্গানুবাদ ইংরেজি থেকে বাংলা class 10
- মাধ্যামিক বাংলা রচনা