সংস্কৃত গল্পসাহিত্যে পণ্ডিত সোমদেব ‘কথাসরিৎসাগর’ গ্রন্থটি রচনা করেন। আজ এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করতে চলেছি তা হল- কথাসরিৎসাগর টীকা লেখ | পন্ডিত সোমদেব |
আশা রাখি , আমাদের এই উপস্থাপনা B.A Sanskrit –এর ছাত্রছাত্রীদের এবং WBBSC class -11 এর ছাত্রছাত্রীদের পক্ষে খুবই উপযোগী হতে চলেছে।
কথাসরিৎসাগর টীকা লেখ |পন্ডিত সোমদেব
কথাসরিৎসাগরঃ
ভারতীয় রূপকথার উৎস গুনাচ্যের পৈশাচী প্রাকৃতে লেখা ‘মহাগ্রন্থ’, ‘বৃহৎকথা’ অবলম্বনে কাশ্মীরের পন্ডিত সোমদেব ‘কথাসরিৎ সাগর’ রচনা করেন। ‘কথাসরিৎসাগর’ – শব্দটির অর্থ হল অনেক নদীর সম্মিলনে কথাসরিতের সাগর। এই বিশাল গ্রন্থটি আঠারোটি পরিচ্ছেদ বা লম্বক আছে।
সমগ্র গ্রন্থে আছে ১২৪ টি তরঙ্গ এবং প্রায় ২১ হাজার শ্লোক। এই গ্রন্থে প্রায় ৯০০ টি কাহিনীর সমাবেশ দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল নরবাহন দত্ত, বাসবদত্তা, সুলোচনা, রাজা বিক্রমাদিত্য, ব্রহ্মরাক্ষস প্রভৃতি গল্প।
কাশ্মীরের রাজা অনন্তের মহিষী বিদূষী সূর্যবতীর আগ্রহেই পণ্ডিত সোমদেব ‘কথাসরিৎ সাগর’ গ্রন্থটি রচনা করেন। এই বিশাল গ্রন্থটিতে তৎকালীন সমাজের অনেক মূল্যবান তথ্য জানা যায়। এই গ্রন্থে তৎকালীন সামাজচিত্র , বিভিন্ন ধর্ম, বাণিজ্য ও সম্প্রদায় সম্পর্কে বহু ঘটনার উল্লেখ পাওয়া যায় । তাছাড়া স্থাপত্য শিল্পেরও বিস্তার বিশেষভাবে লক্ষ্য করা যায়।
সমাজের নিম্নশ্রেণীর মানুষ – চোর, ধুর্ত, ভিক্ষুক, বেশ্যা , কৃপণ প্রভৃতির চিত্রন যেমন একাধারে গ্রন্থ সমুজ্জল করেছে, তেমনি ভাবে লোকপ্রিয় প্রেম, বীরত্ব ও বিস্ময়ের নানা কাহিনীর স্রোত ধারা এসে যেন সমুদ্রের মতো বিশাল আকার ধারণ করেছে । তৎকালীন সমাজের শৈব ও বৌদ্ধ ধর্মের প্রবান্ত গ্রন্থটিতে সমানভাবে আলোকিত।
কথাসরিৎসাগর গ্রন্থটি বহু ভাষায় অনুমোদিত হয়েছে। গ্রামীণ ও নাগরিক সমাজের সর্বস্তরের উপভোগযোগ্য গ্রন্থটি কবি অতি সহজবোধ্য ও প্রাঞ্জল ভাষায় রচনা করেছেন। গ্রন্থটি শুধু ভারতে নয়, ভারতের বাইরে যেমন – ইরান, জার্মানি, গ্রিস, আরব প্রভৃতি দেশেও এই গ্রন্থখানি বিশেষভাবে সমাদর লাভ করেছে।
সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ভারতীয় আখ্যান সাহিত্যে কথাসরিৎসাগর এর মূল্য অপরিসীম।
প্রশ্ন উত্তরঃ
১. কথাসরিৎসাগর গ্রন্থের রচয়িতা কে ?
উত্তরঃ কাশ্মীরের পন্ডিত সোমদেব ‘কথাসরিৎ সাগর’ রচনা করেন।
২. কথাসরিৎসাগর কথার অর্থ কি ?
উত্তরঃ “কথাসরিৎ সাগর” – শব্দটির অর্থ হল অনেক নদীর সম্মেলনে কথাসরিতের সাগর এই বিশাল গ্রন্থটি আঠারোটি পরিচ্ছেদ লম্বকে আছে।
৩. কথাসরিৎসাগর গ্রন্থের বিষয়বস্তু কি ?
উত্তরঃ কথাসরিৎসাগর এই গ্রন্থে তৎকালীন সামাজ , বিভিন্ন ধর্ম, বানিজ্য ও সম্প্রদায় সম্পর্কে বহু ঘটনার উল্লেখ পাওয়া যায়
আরো পড়ুন –
- ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব আলোচনা করো । B.A Sanskrit |
- মহাভারতের রচনাকাল সম্পর্কে আলোচনা করো । B.A Sanskrit
- রামায়ণের রচনাকাল সম্বন্ধে আলোচনা | B.A Sanskrit
- শ্রীমদ্ভগবদ্গীতার বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করো | B.A Sanskrit
- সংস্কৃতগল্প সাহিত্যে পঞ্চতন্ত্রের স্থান আলোচনা করো | B.A Sanskrit
- গল্পসাহিত্যে পণ্ডিত নারায়ণ শর্মার ভূমিকা আলোচনা করো । B.A Sanskrit