দশম শ্রেণি বাংলা জ্ঞানচক্ষু গল্প MCQ মক টেস্ট

মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের একটি অসামান্য প্রয়াস-দশম শ্রেণি বাংলা জ্ঞানচক্ষু গল্প MCQ মক টেস্ট । তোমরা খুব সহজেই এই class 10 mock test গুলিতে অংশগ্রহণ করতে পারবে । প্রতিটি পরীক্ষার্থীদের কাছে খুবই মূল্যবান হবে বলে আমরা আশা করছি। এই পরীক্ষাটি দিলে জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর আশা করছি তোমাদের খুব ভালো ভাবে প্রস্তুত হয়ে যাবে।

এখানে তোমাদের জ্ঞানচক্ষু mcq প্রশ্ন উত্তর থেকে বাছাই করা কিছু প্রশ্নপ্রত্র দেওয়া হয়েছে। আমাদের আয়োজিত এই পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে তোমরা সহজেই বুঝে নিতে পারবে যে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কতটা প্রস্তুত হতে পেড়েছ।

পশ্চিমবঙ্গের MADHYAMIK পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য, দশম শ্রেণীর ইতিহাস, ভূগোল, বাংলা ,সমস্ত subject-এর MCQ MOCK TEST পেতে অবশ্যই visit করুন আমাদের www.darsanshika.comপেজটিতে ।

দশম শ্রেণি বাংলা জ্ঞানচক্ষু গল্প MCQ মক টেস্ট
দশম শ্রেণি বাংলা জ্ঞানচক্ষু গল্প MCQ মক টেস্ট

 

class 10 bengali mcq mock test

 


দশম শ্রেণীর জ্ঞানচক্ষু গল্পের মক টেস্ট  

মাধ্যমিক বাংলা বিষয়ের সিলেবাসের প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমাদের গল্প থেকে থাকছে Total 15 নম্বরের প্রশ্নপ্ত্র। বাংলা গল্প থেকে 3 নম্বরের mcq , 3 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন , 4 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন,  5 নম্বরের ব্যখ্যামূলক প্রশ্ন থাকছে । পরীক্ষার্থীদের সুবিধার্থে আমারা প্রত্যকটি গল্প , কবিতা , প্রবন্ধ, ও বাংলা ব্যাকরণ অংশের মক টেস্টের আয়োজন করেছি , যা তোমরা এই পেজে পেয়ে যাবে।

জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী রচিত । গল্পটির প্রধান চরিত্র তপন , যাকে কেন্দ্র করে জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু এক অন্য মাত্রা পেয়েছে । জ্ঞানচক্ষু গল্পের উৎস  আশাপূর্ণা দেবীর ‘কুমকুম’ গল্পগ্রন্থ । জ্ঞানচক্ষু গল্প তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের জ্ঞানচক্ষু গল্পের বড় প্রশ্ন উত্তর মনোযোগের সহিত অধ্যায়ন করতে হবে তবেই তোমরা পরীক্ষায় ভালো ফল করতে পারবে ।

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর mcq-এর পস্তুতির জন্য আমাদের বিশেষ উদ্যোগ জ্ঞানচক্ষু মক টেস্ট । এখানে জ্ঞানচক্ষু গল্প থেকে 15 টি  বাছাই করা প্রশ্ন প্ত্র রয়েছে । তোমাদের পরীক্ষার প্রস্তুতি কি রূপ তা যাচাই করে নিতে তোমরা এই মক টেস্টগুলিতে অংগ্রহণ করলে নিশ্চয়ই উপকৃত হবে । গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে সাজানো মাধ্যমিক বাংলা মক টেস্ট । এই পর্বে আমারা যে কবিতাটির মক টেস্ট প্রদান করেছি তা হল –

জ্ঞানচক্ষু mcq Mock Test | 

 এখানে 20 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান 1।

Full Marks- 20×1=20

 
START MOCK TEST

#1. ‘সেই বই নাকি ছাপাও হয়’- যার লেখা বই ছাপা হয়

#2. ‘এ দেশের কিছু হবে না’ কথাটি কে বলেছিলেন?,

#3. ছোটো মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কী বলেছিলেন?

#4. পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম

#5. তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে হয়ে যায়।’

#6. তপনের মেসোমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন? –

#7. চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে

#8. ‘তপনের হাত আছে।’ কথাটির অর্থ হল

#9. ‘শুধু এইটাই জানা ছিল না’ অজানা বিষয়টি হল –

#10. তপনের মেসোমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?

#11. তপন তার প্রথম গল্পটি লিখেছিল

#12. নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল

#13. বাড়িতে তপনের নাম হয়েছে-

#14. তপনের সম্পূর্ণ নাম কী ছিল?

#15. ‘তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়।’ একথা বলেছেন-

#16. ‘তারপর ধমক খায়’ তপন ধমক খায়

#17. ছোটোমাসি তপনের থেকে কত বছরের বড়ো? –

#18. লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের-

#19. গভীরভাবে সংকল্প করে তপন”

#20. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?”- ‘অলৌকিক ঘটনা’টি হল

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

 

Improve Your Knowledge And Try Again.

HD Quiz powered by harmonic design


দশম শ্রেনীর অন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test: 


আরো পড়ুনঃ 


 

 

Leave a comment