ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ Mock Test

darshanshika.com আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস হল একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য বিষয় ভিত্তক Online MOCK TEST. এখানে একাদশ শ্রেণীর বাংলা থেকে Online MOCK TEST Set দেওয়া হল। একাদশ শ্রেণীর বাংলা নতুন সিলেবাসে  কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা রয়েছে তা হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই কবিতা থেকে MCQ Mock Test দেওয়া হল।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ Mock Test
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ Mock Test

 

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ Mock Test


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ MOCK TEST

এখনে 40 টি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের মান ২।
Full Marks- 40×2=80
 
START MOCK TEST

#1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কি ধরনের কবিতা –

#2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোথায় প্রকাশিত হয়-

#3. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় মোট কবিতার সংখ্যা কয়টি –

#4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা –

#5. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় মূল কবিতার সংখ্যা কয়টি –

#6. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় প্রথম কবিতা –

#7. চতুর্দশপদী কবিতাবলী প্রকাশনায় শেষ কবিতা কোনটি –

#8. সনেট কথার অর্থ কি –

#9. বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন কে ?

#10. মাইকেল মধুসূদন দত্ত প্রথম কোথায় সনেট লিখেছিলেন –

#11. কে স্টোন হোপ প্রেস থেকে চতুর্দশপদী কবিতা প্রকাশ করেন –

#12. ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতাটি কোন ছন্দে লেখা –

#13. বিদ্যাসাগর তুমি বিখ্যাত –

#14. সিন্ধু শব্দের অর্থ হলো-

#15. দীনের বন্ধু হলেন –

#16. হেমাদ্রি শব্দের অর্থ হলো –

#17. হেমকান্তি শব্দের অর্থ –

#18. গিরিশ শব্দের অর্থ –

#19. যে জন আশ্রয় নেয় –

#20. কিন্তু _____________সে মহা পর্বতে।

#21. কিঙ্করী শব্দের অর্থ হলো –

#22. বিমলা বলতে বোঝানো হয়েছে –

#23. অমৃত ফল দান করে –

#24. শীতল শ্বাসী ছায়া প্রদান করে –

#25. এই কবিতায় কে, কার বন্দনা করেছেন-

#26. হেমকান্তি কার ?-

#27. কবিতায় হেমাদ্রির হেমকান্তি বলতে যা বোঝানো হয়েছে-

#28. বিদ্যাসাগরের হৃদয়কে যার সাথে তুলনা করা হয়েছে-

#29. বিমলা কিঙ্করী বলতে কি বোঝানো হয়েছে-

#30. রাত্তিবেলায় যার দ্বারা ক্লান্তি দূর হয় –

#31. শীতল শ্বাসী শব্দের অর্থ হলো-

#32. তরুন দল যেভাবে অমৃত ফল যোগায় তা হলো –

#33. অমৃত ফল বলতে বোঝানো হয়েছে –

#34. বারি দান করে –

#35. বিদ্যাসাগরকে কবিতায় কার কার সঙ্গে তুলনা করা হয়েছে

#36. দিশ শব্দের অর্থ হলো-

#37. সদন-এর সমার্থক শব্দ হলো-

#38. উজ্জ্বল জগতে যা তা হলো হেমাদ্রির হেম –

#39. হেমাদ্রির হেমকান্তি অম্লান হয়-

#40. বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করেন-

Previous
Finish

Results

Congratulations! You are Passed.

Improve Your Knowledge And Try Again.


একাদশ শ্রেনীর আন্যান্য বিষয় থেকে MCQ প্রশ্ন উত্তর ও Online Mock Test:

 

1 thought on “ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার MCQ Mock Test”

Leave a comment