আজকের পর্বে আমরা দর্শন শাস্ত্রের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-সক্রিয় কৃপাহত্যা ও নিস্ক্রিয় কৃপাহত্যার মূল্য কি এক যুক্তি দিয়ে ব্যাখা কর। এই প্রশ্নটি ভারতীয় নীতি বিদ্যার আলোচ্য বিষয় ।
সক্রিয় কৃপাহত্যা ও নিস্ক্রিয় কৃপাহত্যার মূল্য কি একঃ
Active and passive euthanasia value are the same:
পিটার সিঙ্গার করুণাহত্যাকে দুটি ভাগে বিভক্ত করেছেন । যথা – সক্রিয় কৃপাহত্যা , নিষ্ক্রিয় কৃপা হত্যা ।
হত্যাকারী যদি সক্রিয় ভূমিকা গ্রহণ করে কোন ব্যক্তিকে কৃপা হত্যা করে তবে তাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা । যেমন – অসহনীয় কোন যন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে যদি কোন রোগীকে প্রাণঘাতী ওষুধ দিয়ে হত্যা করা হয় । তবে তাকে সক্রিয় কৃপা হত্যা বলে ।
অপরদিকে , হত্যাকারী ব্যক্তি যদি নিক্রিয় ভূমিকা পালন করে অনুকম্পাবশত কোন ব্যক্তিকে মরতে দেয় তাহলে সেই প্রকার হত্যাকে নিস্ক্রিয় কৃপাহত্যা বলে । এক্ষেত্রে যে ব্যক্তিকে মরতে দেওয়া হবে তার সমস্ত জীবন দায়ী ওষুধ অপসারিত করা হয় ।
অনেকে মনে করেন সক্রিয় কৃপা হত্যা করা হল মরতে দেওয়ার তুলনায় অনেক বেশি নিন্দেনীয় । কারণ কোন ব্যাক্তি প্রাণ রক্ষার জন্য কিছু না করাটা অনেক বেশি অনৈতিক কাজ । উদারণ- স্বরূপ বলা যায় – একজন আনাহার ক্লিষ্ট ব্যক্তিকে বিষাক্ত কিছু খাবার দেওয়া ।
কিন্তু জেমস র্যাচেলস মনে করেন নিস্ক্রিয় ভাবে কৃপা হত্যা কে কখনও সস্ক্রিয়ভাবে কৃপা হত্যার তুলনায় বেশি নীতিসম্মত বলে ভাবার কোন কারণ নেই । কারন উভয় ক্ষেত্রেই আমরা সমানভাবে দায়বদ্ধ । আমরা সক্রিয় কৃপা হত্যার জন্য যতটা দায়ী , নিস্ক্রিয় কৃপা হত্যার জন্য ততটাই দায়ী । সুতরাং আমরা এই সিদ্ধাতে উপনীত হতে পারি যে , উভয়ই প্রকার হত্যার ক্ষেত্রেই আমাদের নৈতিক দায়বদ্ধতা একই ।
আরো পড়ুনঃ
- আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো
- অ্যারিস্টটলের কার্যকারণ তত্ত্ব
- জৈনদের অনেকান্তবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো
- চার্বাক নীতি তত্ত্ব -সুখবাদ কী?
- অধিবিদ্যার সম্ভাব্যতা হিউম ও কান্টের মতবাদ
- অধিবিদ্যার সম্ভাব্যতা বিষয়ে যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতবাদ।
- পরিবেশ সংরক্ষণে স্বতঃ মূল্যের গুরুত্ব লেখ
- স্বতঃমূল্য সম্পর্কে G.E MOORE-এর তত্ত্ব
- পরিবেশ নীতিবিদ্যা | স্বতঃমূল্য ও পরতমূল্যে।
প্রশ্ন উত্তরঃ
1. কৃপাহত্যা কয় প্রকার কি কি ?
উত্তরঃ করুণা হত্যাকে দুটি ভাগে বিভক্ত -যথা , i) সক্রিয় কৃপাহত্যা ii) নিষ্ক্রিয় কৃপা হত্যা ।
2. সক্রিয় কৃপা হত্যা কাকে বলে ?
উত্তরঃ হত্যাকারী যদি সক্রিয় ভূমিকা গ্রহণ করে কোন ব্যক্তিকে কৃপা হত্যা করে তবে তাকে বলা হয় সক্রিয় কৃপা হত্যা ।
3. নিস্ক্রিয় কৃপাহত্যা কাকে বলে ?
উত্তরঃ হত্যাকারী ব্যক্তি যদি নিক্রিয় ভূমিকা পালন করে অনুকম্পাবশত কোন ব্যক্তিকে মরতে দেয় তাহলে সেই প্রকার হত্যাকে নিস্ক্রিয় কৃপাহত্যা বলে ।