বিশ্বায়ন কি | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো

Class 12 Political Science-এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল- বিশ্বায়ন কাকে বলে । বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো ।Class 12 Political Science Notes যারা খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন ।Class 12 Political Science Question Answer এর মধ্যে যে প্রশ্নটি আলোচনা করা হল তা হল বিশ্বায়নের প্রকৃতি।

বিশ্বায়ন কি | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো
বিশ্বায়ন কি | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো

বিশ্বায়ন কি | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো

 

বিশ্বায়ন কি:

বিশ্বায়ন হল পুঁজিকেন্দ্রীকরন বিভিন্ন কারণে পুঁজিবাদ আজ সংকটাপন্ন  এই সংকটের আরও একনাম বিশ্বায়ন। বস্তুত বিশ্বায়নের অর্থই হল পশ্চিমি বহুজাতী প্রতিষ্ঠানের কবজায় বিশ্বের অর্থনীতিকে আরও বেশি সংহত করা। বহুজাতীক কোম্পানীগুলি বিশ্ব ব্যঙ্ক , IMF এবং অধুনা গঠিত বিশ্ব বানিজ্য সংস্থাকে ব্যবহার করছে।

বহুজাতীক সংস্থাগুলির এই প্রক্রিয়ার নামই বিশ্বায়ন। নোবেল জয়ী  অর্থনীতিবিদ্যা জোসেফ ই. স্টিগলিটজ তার বিখ্যাত গ্রন্থ গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস, এ বলেছেন “বিশ্বায়নের অর্থ হল এমন এক সামাজিক অবস্থা যেখানে সাধারণ মানুষ ক্ষতি গ্রস্ত এবং বহু জাতীক সংস্থাগুলি স্বার্থরক্ষা হয়” ।

 

বিশ্বায়নের প্রকৃতি ও উদ্দেশ্য  

বিশ্বায়নের প্রধান দুটি অক্ষ হল উদারীকরণ ও বেসরকারি করণ। বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করলে করতগুলি বৈশিষ্ট্য পাওয়া যায়।

 

শ্রমশক্তির অপচয় :

শ্রম খরচ কমাতে শ্রম শক্তিকে ব্যপক ভাবে কমানো হচ্ছে। এর ফলে দেশে বেকার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের মোট 54 টি দেশে আরও গরিব হয়ে পড়েছে। উন্নয়নশীল দেশে বিনিয়োগের জন্য বহুজাতীক কর্পোরেশনের জন্য অবাধ হয়ে পড়েছে।

 

শ্রমিক ছাটাই :  

স্বেচ্ছাসেবক প্রকল্পের মাধ্যমে ব্যপক শ্রমিক এর ছাটাই হচ্ছে। শ্রমিকের কাজ ও জীবন ধারনের অবস্থা, সামাজিক সুরক্ষা ও অর্জিত সুযোগ সুবিধা ব্যপক ছাটাই চলছে। ক্ষুদ্র শিল্পগুলি ধ্বংস হয়ে কারিগরদের শিল্পি সত্যা নষ্ট হচ্ছে।

কর্মী সংকোচন : 

বিশ্বায়ন মানে দায়হীন শোষণ। উদারীকরণ , বেসরকারিকরণ ও বিশ্বায়নের ফলে দেশের সমজীবী মানুষ চরম দুর্শোদশার মুখমুখি। একদিকে কর্মী সংকোচন ও অপরদিকে রাষ্ট্র নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলি বেসরকারি সংস্থার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এছাড়া বিদেশি দ্রব্য আমদানি করার ফলে দেশের ক্ষুদ্র কুটির শিল্প বিপন্ন হচ্ছে ফলে জীবন যাত্রার মান -এর অউন্নয়ন ঘটেছে।

মুনাফা বৃদ্ধি :

বিজ্ঞান ও প্রযুক্তির অনুকূলে আধুনিক মেশিন ও কম্পিউটারের সাহায্যে অতিক্রম সংখ্যক শ্রমিক দিয়ে অধিক উৎপাদন হওয়ার মুনাফার হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

 

শ্রম ও পরিবেশ :

যে সব দেশে শ্রম আইন প্রযোজ্যময় সেখানে শ্রমিকদের কাজের পরিবেশ খুবই খারাপ।

ট্রেট ইউনিয়ন অধিকার হরণ :

শ্রম আইন সংশোধনের মধ্য দিয়ে শ্রমিক ট্রেট হিউনিয়ন ও গণতান্ত্রিক অধিকারের ব্যাঘাত ঘটছে।

Thanks for Reading-বিশ্বায়ন কি | বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো


প্রশ্ন উত্তর:-

১.গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টস – গ্রন্থটির লেখক কে?

Ans.জোসেফ ই. স্টিগলিটজ.

2.বিশ্বায়নের প্রধান দুটি অক্ষ হল কি কি?

Ans.বিশ্বায়নের প্রধান দুটি অক্ষ হল উদারীকরণ ও বেসরকারি করণ।

৩.বিশ্বায়নের প্রধান কারন কি?

Ans.বিশ্বায়নের প্রধান  কারণ গুলির মধ্যে রয়েছে বাণিজ্য, প্রযুক্তি ,পরিবহন,এবং যোগাযোগের বৃদ্ধি ইত্যাদি।


আরো পড়ুন

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ

 আইনের সংজ্ঞা দাও | এর বৈশিষ্ট্য গুলি কী কী

  রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দাও। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সম্পর্কে আলোচনা করো।

 চার্বাক দর্শন বড় প্রশ্ন উত্তর

রাষ্ট্র কাকে বলে | উপাদান গুলো কি কি

.রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান ব্যাখ্যা করো


Leave a comment