Grant In Aid বা অনুদান সহায়তা প্রথা কী

শিক্ষার, ইতিহাস প্রসিদ্ধ সুদীর্ঘ গুরুত্বপূর্ণ একটি  দলিল হল –উডের ডেসপ্যাচ (Wood’s Despatch 1854) সুপারিশের মাধ্যমে ‘Grant – In – Aid’ প্রথার প্রবর্তন করা হয় । এই প্রথার মাধ্যমে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আমরা  জানব ।

আমরা সহজ ও সংশ্লিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য স্বরূপ বিষয় গুলি উপস্থাপন করে থাকি । যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে খুবই সহায়ক হবে ,বলেই আশা রাখি ।

Class 11 Education , Semester 2  এর যেসব ছাত্রছাত্রী রয়েছ তাদের জন্য  এই পোস্টগুলি খুবই গুরুত্বপূর্ন।Education -এর প্রয়োজনীয় সব Notes তোমরা এই পেজে পাবে ।

আলোচনার এই পর্বের আলোচ্য বিষয়ঃ Grant In Aid বলতে কী বোঝো | বা অনুদান সহায়তা প্রথা বলতে কি বোঝ | 

Grant In Aid বা অনুদান সহায়তা প্রথা কী |
Grant In Aid বা অনুদান সহায়তা প্রথা কী |

 

Grant  In  Aid ব্যবস্থা বলতে কী বোঝ | 

উডের ডেসপ্যাচে বলা হয়েছিল দেশের সকল জনসাধারণের জন্য শিক্ষার ব্যবস্থা করা সরকারের পক্ষে এককভাবে সম্ভব নয়। তাই নীতিগতভাবে সরকারকে ‘অনুদান প্রথা’ বা ‘Grant – in – aid’ প্রথা প্রবর্তন করা নির্দেশ দেওয়া হয়েছিল, এই Grant – In – aid প্রথার মূল বক্তব্য হল – বেসরকারি শিক্ষা বিস্তারের প্রচেষ্টাকে সরকার আর্থিক সাহায্য দিয়ে উৎসাহিত করবে।


আরো পড়ুন – 

Related Post:   উডের ডেসপ্যাচ কি | এর সুপারিশগুলি কি কি ও গুরুত্ব আলোচনা করো | Class 11 Education 


 

যাতে দেশের জনসাধারণ শিক্ষা বিস্তারে উদ্যোগী হয় অধিক সংখ্যায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে। এই উদ্দেশ্যে উডের ডেসপ্যাচে ‘Grant– in – aid’ এর প্রথা প্রতিষ্ঠানের নির্দেশ দেওয়া হয়।

এ প্রসঙ্গে উডের ডেসপ্যাচে বলা হয়েছিল যে সব বেসরকারি বিদ্যালয়গুলি সরকারি অনুমোদন পাবার যোগ্য বলে বিবেচিত হবে তা হল –

(i) ধর্ম নিরপেক্ষভাবে শিক্ষাদানের ব্যবস্থা থাকতে হবে।

(ii) বিদ্যালয় পরিচালকমন্ডলী সরকারকে বোঝার ক্ষমতা থাকতে হবে।

(iii) সরকারি পরিদর্শকের দেওয়া পরামর্শ মেনে চলতে হবে।

(iv) ছাত্র ছাত্রীদের কাছ থেকে সামান্য হলেও বেতন আদায় করতে ।

(v)  Grant – in – aid’ প্রথার প্রবর্তনের ফলে ভারতের জনশিক্ষার সম্প্রসারণের কাজ যথেষ্ঠ উৎসাহিত হয়েছিল।


একাদশ শ্রেণীর অন্যান্য গুরুত্বপূর্ণ  বিষয় আরো পড়ুনঃ


 

Leave a comment