প্রিয় পাঠক আজকের বাংলা রচনা পর্বে যে রচনাটি আমরা উপস্থাপন করতে চলেছি তা হল-সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা । বাংলা রচনা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক , সমস্ত প্রকার রচনা তোমাদের এই পেজে রয়েছে ।
সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা
ভূমিকা :
যে পত্রে সংবাদ পরিবেশন করা হয় তা হল সংবাদ পত্র। সংবাদ পত্র কোনো স্থির বিষয় না এটি একটি চলমান বিষয়। তাই আমাদের সমাজে প্রতিদিন প্রাকৃতিক সামাজিক ও রাজনৈতিক যে ঘটনা প্রবাহ চলেছে তার পরিবেশক পত্র হল সংবাদ পত্র। খাদ্য যেমন দেহকে পুষ্ট করে সংবাদ পত্র তেমনই মানুষের মনকে পুষ্ট করছে।
আধুনিক জীবন ও সংবাদ পত্র :
আধুনিক কালে সংবাদ পত্র কেবল সংবাদই পরিবেশন করে না, অর্থনীতি রাজনীতি , সমাজনীতি , ক্রিয়া, বিনোদন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করে। সংবাদপত্র যেমন সামাজিক অপরাধকে তুলে ধরে তেমনই সামাজিক অপরাধের প্রতিকারেরও দাবি রাখে এবং জনসচেতনতা বুদ্ধি করে। সংবাদ পত্রের মাধ্যমে আজকাল বহু চিত্র শিল্পি ও লেখকের লেখনি অঙ্কিত হয় যার শিক্ষামূলক অবদান অনস্বীকার্য। তাই এককথায় বলা যায় সংবাদপত্র জনগণের শিক্ষক।
সংবাদপত্রের বিষয় বৈচিত্র্য :
মানুষের জীবন নানান ঘটনার ঘাত প্রতিঘাতে অস্থির , ও উদ্বেল । সাধারণ থেকে শুরু করে অতিসাধারণ জীবন যাপনের বহু দৃষ্টান্ত থেকে শুরু করে দুর্ভিক্ষ মহামারি , বন্যা , ভুমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় স্থান পায় সংবাদ পত্রের পাতায় । সামাজিক , রাজনৈতিক ওঠা-পড়া , দেশ-বিদেশের খবর জানান দেয় সংবাদ পত্র । সংবাদের পাতায় চোখ রাখলেই জানতে পারি দেশের মেয়ের মেডেল জয়ের কথা , অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ জয়ের খবর । শিল্প, সাহিত্য, বানিজ্যের সংবাদ । ভাগ্যগণনা , পাত্র-পাত্রী , কর্মখালি , আইন-আদালত , অর্থাৎ জীবনের বিচিত্র সার্বিক কর্মযজ্ঞই সংবাদ পত্রের বিষয় ।
সংবাদ ও সংবাদ পত্র :
সংবাদ পত্রের সম্পদায়িক অংশে প্রতিকার সম্পাদক রাজনৈতিক ও সামাজিক ঘটনা নিয়ে যে কলম লেখেন তার দ্বারা মানুষের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে। মানুষ তার গণতন্ত্রের অধিকার বুঝতে পারে তাই বলা হয় সংবাদ পত্র হল জনগণের লোক সংখ্যা “Peoples parliament. ”
সংবাদ পত্র বা সঠিক জ্ঞান :
সংবাদ পত্রে কুরুচীপূর্ণ সংবাদ যেমন মনকে দূষিত করে তেমনি এমন অনেক সংবাদ পত্র আছে যা মানুষকে আলোর পথের সন্ধান দেয়। সংবাদ পত্রের কোনো কলম দেখে কোনো মানুষের অর্থনৈতিক জীবন শুরু হতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি চাকরি পেতে পারে, আবার কেউ কেউ ক্ষুদ্র ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারে। যে সব সংবাদ পত্র নিরপেক্ষ ভাবে সংবাদ পরিবেশন করে তারাই মানুষের জীবনে প্রকৃত আলোর পথের সন্ধান দিতে পারে।
জনমত গঠনে সংবাদ পত্র :
গণ মাধ্যমগুলির মধ্যে অন্যতম হল সংবাদ পত্র । আমদের সমাজে প্রতিনিয়ত দুর্বলের ওপর হয়ে চলেছে সবলের অত্যাচার । শাসকের অপশাসন থেকে শুরু করে গৃহবধূ নির্যাতন প্রভৃতি , রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নানান অন্যায় অবিচার । সংবাদ পত্র প্রতিনিয়ত এই সব চিত্র মানুষের কাছে তুলে ধরে , অন্যায়ের বিরুদ্ধে জনসমাজকে সংগঠিত করে । এর ফলে ধীরে ধীরে মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয় , প্রবল জনমত গড়ে উঠে ।
জাগ্রত প্রবল জনমতের আঘতে ধ্বসে পড়ে অন্যায় , অবিচারের বিশাল সাম্রাজ্য । সংবাদ পত্রই মানুষকে সামিল করে শান্তি মিছিলে । রাশিয়ার যুদ্ধ বিগ্রহ সমদ্ধে বিশ্ববাসীকে জানিয়েছে সংবাদ পত্র । সংবাদ পত্রই নির্মম হত্যার সূত্র ফাঁস করেছে । সংবাদ পত্রের মাধ্যমে বহু বার জাগ্রত হয়েছে মানুষের বিবেক। বৈষম্য ও বর্ণভেদ সম্পর্কে মানুষকে সচেতন করে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে সংবাদ পত্রের ভূমিকা অপরিসীম ।
সংবাদ পত্রের অমিত শক্তি :
সংবাদ পত্র আজ এক অমিত শক্তির আধার। তার ক্ষমতা অপরিসীম। জনজীবনে তার প্রভাব প্রশ্নাতীত । ভাল-মন্দ বিচারের ক্ষেত্রেও সংবাদপত্রের নেপথ্য ভূমিকা কম নয়। রুচিগঠনে তার অপরিহার্য ভূমিকা। যেখানেই কোন সরকার বা প্রতিষ্ঠান জনস্বার্থ-বিরোধী নীতি গ্রহণ করেছে, সংবাদপত্র সেখানেই সোচ্চার।
যেখানেই অমিত শক্তি প্রতিকারহীন বিচারের অসহায় চিত্র, সেখানেই সংবাদপত্র জনজাগরণের বলিষ্ঠ হাতিয়ার। সংবাদপত্র দেশের রাষ্ট্র-কাঠামোকে বদলে দিতে পারে। পারে স্বৈরাচারী অপশাসনের অবসান ঘটাতে। সংবাদপত্রই মূঢ়, ম্লাল মুখে ভাষা যোগায়। অত্যাচারীকে এনে হাজির করে গণবিচার-মঞ্চে।
সংবাদপত্র ও বিজ্ঞাপন :
সংবাদ পত্রের সফলতা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদে ও সত্য উদঘাটনে । কিন্তু বর্তমানে সংবাদ পত্র এক ব্যাবসায় পরিণত হয়েছে । আদর্শ সাংবাদিকতাকে গ্রাস করেছে লোভ ও লালসা। অর্থাগামের কথা ভেবে সংবাদ পত্রে ছাপা হয় স্থুল রুচির বিজ্ঞাপন, অশালীন খবর। বিজ্ঞাপন- বৈচিত্র্য সংবাদপত্রকে করে আকর্ষণের সামগ্রী। বিজ্ঞাপনের দৃষ্টি-নন্দন মুগ্ধতায় সংবাদপত্রের বিক্রি বাড়ে। বিজ্ঞাপন এখন এক তীব্র নেশা। আদর্শহীনতা, লোভ হত্যা করে চলেছে নির্ভীক সাংবাদিকতা। এর ফলে পাঠক বিভ্রান্ত হয় । সত্য ঘটনা অনেক সময়ই ছাপা পড়ে যায় , বাড়ে ভুল বোঝাবুঝি , জনস্বার্থ হয় উপেক্ষিত।
উপসংহার :
সংবাদ পত্রের অপকারীতা থাকা সত্যেও আমরা বলতে পারি যে, আধুনিক জীবনে জাতীয় ও দেশের উন্নতিতে সংবাদ পত্রের ভূমিকা অনস্বিকার্য। একজন সুস্থ প্রগতিশীল সংস্কৃতিবান নাগরিক তৈরি করতে সংবাদপত্রের ভূমিকা আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো।
Thanks For Reading : সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা রচনা |
অনুসরণে লেখা যায়ঃ জনজীবনে সংবাদপত্রের ভূমিকা রচনা ।
আরো পড়ুনঃ