একাদশশ্রেণি রাষ্ট্রবিজ্ঞান ভারতের সংবিধান MCQ

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার ১ এর Unit-5 তে ট্রপিকটি রয়েছে সেটি হল  ভারতীয় সংবিধান ও তার দর্শন (Indian Constitution and its philosophy)। এই অংশে পরীক্ষার উপযোগী কিছু MCQ  প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমাদের উপস্থাপনা ।

একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায় – ভারতীয় সংবিধান  রচনা ও তার দর্শন MCQ প্রশ্ন উত্তর (ভারতীয় সংবিধান class 11)  আলোচনা করা হল।একাদশ শ্রেণীর যেসব ছাত্র ছাত্রী রয়েছ তাদের আশা করছি খুবই উপকারে লাগবে।

একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান ভারতের সংবিধান MCQ ।
একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান ভারতীয় সংবিধান রচনা ও তার দর্শন MCQ ।

 

 একাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম অধ্যায়

ভারতীয় সংবিধান ও তার দর্শন ।

(Indian Constitution and its philosophy)

 

1) গণপরিষদ গঠন হয়েছিল- 

ক) 1946 খ্রিঃ

খ) 1947 খ্রিঃ

গ) 1949 খ্রিঃ

ঘ) 1950  খ্রিঃ

Ans: ক) 1946 খ্রিঃ ।

 

2) ভারতের সংবিধান গৃহিত হয়___________ দ্বারা –

ক)  ক্যাবিনেট মিশন

খ) ক্লিপস মিশন

গ) গণপরিষদ

ঘ) মন্ত্রী মিশন

Ans: গ) গণপরিষদ ।

 

3) ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন-

ক) আম্বেদকর

খ) বল্লভ ভাই প্যাটেল

গ) সচ্চিদানন্দ সিংহ

ঘ) ডঃ রাজেন্দ্রঃ প্রসাদ

Ans:  ঘ) ডঃ রাজেন্দ্রঃ প্রসাদ

 

4) গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন-

ক) আম্বেদকর

খ) বল্লভ ভাই প্যাটেল

গ) জি.ভি. মভলস্কার

ঘ) সীতারামাইয়া

Ans: গ) জি.ভি. মভলস্কার ।

 

5) ভারতের সর্বোচ্চ আইন হলো –

ক) সংবিধান

খ) প্রস্তাবনা

গ) ভারতীয় দণ্ডবিধি

ঘ) দেওয়ানি আইন

Ans:   ক) সংবিধান ।

 

6) “গণপরিষদ ছিলো কংগ্রেস, এবং কংগ্রেসই ছিলো ভারত”  বলেছেন- 

ক) ডঃ বি . আর . আম্বেদকর

খ)  ঠাকুরদাস  ভার্গার

গ) গ্রেনভিল অস্টিন

ঘ) সচ্চিদানন্দ সিংহ

Ans: গ) গ্রেনভিল অস্টিন

 

7) গণপরিষদের মোট সদস্য হলো-

ক) 389 জন

খ) 400 জন

গ) 356  জন

ঘ) 388  জন

Ans:  ক) 389 জন ।

 

8) সাইমন কমিশন ভারতে আসে –

ক)1927 খ্রিঃ

খ) 1922 খ্রিঃ

গ) 1919 খ্রিঃ

ঘ) 1928 খ্রিঃ

Ans:  ক)1927 খ্রিঃ ।

 

9) ব্রিটিশ সরকার শ্বেতপ্ত্র প্রকাশ করেন –

ক) 1930 খ্রিঃ

খ)  1932 খ্রিঃ

গ) 1931 খ্রিঃ

ঘ) 1933 খ্রিঃ

Ans:  ঘ) 1933 খ্রিঃ ।

 

10) ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী, গণপরিষদের সদস্য হবে –

ক) 385 জন

খ) 386 জন

গ) 389 জন

ঘ) 390 জন

Ans:  ক) 385 জন ।

 

11) ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী প্রদেশ গুলিকে ভাগ করা হয় –

ক) ২ টি

খ) ৭টি

গ) ৩ টি

ঘ) ৫ টি

Ans:  ক) ২ টি ।

 

12) গণপরিষদের অস্থায়ী পরিষদ ছিলেন-  

ক) অম্বেদকর

খ) রাজেন্দ্র প্রসাদ

গ) সচ্চিদানন্দ সিংহ

ঘ) জওহরলাল নেহেরু

Ans:  গ) সচ্চিদানন্দ সিংহ ।

 

13) গনপরিষদের নির্বাচনে মুসলিম লিগ মোট আসন পেয়েছিলেন –  

ক) 52টি

খ) 62 টি

গ) 77 টি

ঘ) 73 টি

Ans:  ঘ) 73 টি ।

 

14) ভারতীয় সাংবিধানে, জম্মু-কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে-

ক) 170 নং ধারায়

খ) 360  নং ধারায়

গ) 370 নং ধারায়

ঘ) 366  নং ধারায়

Ans:  গ) 370 নং ধারায় ।

 

15) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল –

ক) 34 তম সাংশোধনে

খ) 4০ তম সাংশোধনে

গ) 42 তম সাংশোধনে

ঘ) 54 তম সাংশোধনে

Ans:  গ) 42 তম সাংশোধনে ।

 

16) গণপরিষদকে আইনজীবিদের স্বর্গ বলেছেন-

ক) ডঃ আম্বেদকর

খ) নাজির উদ্দিন আহমেদ

গ) কে.ভি রাও

ঘ)  আইভার জেনিংস

Ans:  ঘ)  আইভার জেনিংস ।

 

17)  “আমি গণপরিষদে এসেছিলাম তপসিলিদের স্বার্থরক্ষার জন্য ” বলেছেন- 

ক) বি.আর. আম্বেদকর

খ) নেহেরু

গ) প্যাটেল

ঘ) রাজেন্দ্র প্রসাদ

Ans:  ক) বি.আর. আম্বেদকর ।

 

18)  গণপরিষদে সংবিধান রচনার জন্য খসরা কমিটি তৈরি  হয়েছিল-

ক) 1947 সালের 29 শে আগস্ট

খ) 1947 সালের 15 ই আগস্ট

গ) 1947 সালের 8 ই আগস্ট

ঘ) 1947 সালের 11ই আগস্ট

Ans:  ক) 1947 সালের 29 শে আগস্ট ।

 

19)  সংবিধান প্রথম পাঠ হয়-

ক) 1948 সালের 15 ই নভেম্বর

খ) 1947 সালের 17 ই নভেম্বর

গ) 1947 সালের 29ই আগস্ট

ঘ) 1950 সালের 26 শে জানুয়ারি

Ans:  ক) 1948 সালের 15 ই নভেম্বর ।

 

20) গনপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ করে –

ক) 1947 সালের 17ই নভেম্বর

খ) 1947 সালের 23 শে  আগস্ট

গ) 1947 সালের 14 ই আগস্ট

ঘ) 1948 সালের 15ই নভেম্বর

Ans:  ক) 1947 সালের 17ই নভেম্বর ।

 

21) ভারতীয় সংবিধানে  “কর্তব্য ” শব্দটি সংযোজিত হয়েছে – 

ক) 42 তম সংবিধান সংশোধনে

খ) 36 তম সংবিধান সংশোধনে

গ) 43 তম সংবিধান সংশোধনে

ঘ) 41 তম সংবিধান সংশোধনে

Ans:  ক) 42 তম সংবিধান সংশোধনে ।

 

22) ভারতীয় সংবিধানের __________প্রস্তাবনার মধ্যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি তিনটি শব্দ সাংযোজিত করা হয়েছে  (1976 খ্রিঃ)।

ক) 50 তম সংবিধান সংশোধনে

খ)  20 তম সংবিধান সংশোধনে

গ) 42 তম সংবিধান সংশোধনে

ঘ) 21 তম সংবিধান সংশোধনে

Ans:  গ) 42 তম সংবিধান সংশোধনে ।

 

23) সংবিধানের সর্বোচ্চ মূল্যবান অংশ হলো প্রস্তাবনা- এই কথাটি বলেছেন –

ক) কালী প্রসন্ন সিং

খ)  রাজেন্দ্র প্রসাদ

গ) জহরলাল নেহেরু

ঘ) পন্ডিত ঠাকুরদাস ভার্গব

Ans:  ঘ) পন্ডিত ঠাকুরদাস ভার্গব ।

 

24) বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে সংবিধানের-

ক) 41 নং  ধারায়

খ) 31 নং   ধারায়

গ) 51 নং  ধারায়

ঘ) 50 নং ধারায়

Ans:  গ) 51 নং  ধারায় ।

 

25) সংবিধানের 19-22 নং ধারায়  কিসের কথা বলা হয়েছে-

ক) স্বাধীনতার অধিকারের

খ) ধর্মনিরপেক্ষতার

গ) প্রধান মন্ত্রীর অধিকারের

ঘ) কোনটি নয়

Ans:  ক) স্বাধীনতার অধিকারের ।

 

26) সংবিধানের কত নং ধারায় ধর্মের অধিকারের কথা বলা হয়েছে-

ক) 20-21 নং  ধারায়

খ) 30-36  নং  ধারায়

গ) 25-28 নং  ধারায়

ঘ)  25-30 নং  ধারায়

Ans:  গ) 25-28 নং  ধারায় ।

 

27) লিখিত সংবিধান ও প্রস্তাবনার ধারনাগুলি  কোন দেশের থেকে গ্রহন করেছে ?

ক) ইতালি

খ) ফ্রান্স

গ) মার্কিন যুক্তরাষ্ট্র

ঘ) কানাডা

Ans:  গ) মার্কিন যুক্তরাষ্ট্র ।

 

28) ভারতীয় সংবিধানের ব্যাখা কর্তা হলেন-

ক) হাইকোর্ট

খ) পার্লামেন্ট

গ) রাজ্যসভা

ঘ) সুপ্রিম কোর্ট

Ans:  ঘ) সুপ্রিম কোর্ট ।

 

29) ” কংগ্রেস কখনই গান্ধিবাদী ছিলনা” – বলেছেন-

ক)  জহরলাল নেহেরু

খ) গ্রেনভিল  অস্টিন

গ) বল্লভ ভাই প্যাটেল

ঘ) রাজেন্দ্র প্রসাদ

Ans: খ) গ্রেনভিল  অস্টিন ।

 

30) ভারতের সর্বোচ্চ আইন হলো –

ক) পার্লামেন্ট

খ)  হাই কোর্ট

গ) সংবিধান

ঘ) সুপ্রিম কোর্ট

Ans:  গ) সংবিধান ।

 

31) ভারতীয় যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও কেন্দ্রে শক্তিশালী সরকারের উপস্থিতি কোন সংবিধান অনুকরনেগৃহিত হয়েছে?

ক) ফ্রান্স

খ) কানাডা

গ) মার্কিন যুক্তরাষ্ট্র

ঘ) ব্রিটেন

Ans:  খ) কানাডা।

Thanks For Reading  : একাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান ভারতীয় সংবিধান ও তার দর্শন (পঞ্চম অধ্যায় )MCQ ।  


আরো পড়ুনঃ


 

Leave a comment