সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি

দর্শন আলোচনার আজকের পর্বের পাশ্চাত্য নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করতে চলেছি । সেটি হল-সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি | BA Philosophy SEM 1-এর  দর্শন শাস্ত্রের সমস্ত Topic আলোচনা করা হবে। আশা রাখি ,আমাদের এই উপস্থাপনা দর্শন শাস্ত্রের সকল ছাত্রছাত্রীদের উপকারে আসবে ।

সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি |
সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি |

 

সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি |

The main statements of Simple Materialism 

যে মতবাদ অনুসারে জাগতিক বস্তু সমূহের অস্তিত্ব আমাদের জানার উপর নির্ভর করে না, আমরা না জানলেও তার অস্তিত্ব আছে তাকে বস্তুবাদ বলে। অর্থাৎ বস্তুবাদের মূল কথা হল জগৎ এবং জাগতিক বস্তুর  নিরপেক্ষভাবে স্বতন্ত্র অস্তিত্ব আছে।

জ্ঞান ও জ্ঞেয় বস্তু সম্পর্কে সাধারণ লোক যে বিশ্বাস প্রসন করেন তাকেই সংক্ষেপে সরল বস্তুবাদ বলে। জ্ঞাতার মন নিরপেক্ষ ভাবে একটি বাহ্য জগৎ আছে এবং সেই জগৎকে ইন্দ্রিয় অভিজ্ঞতায় জানা যায় এই অভিমত সরল লৌকিক বস্তু নামে পরিচিত। অধ্যাপক হসপার্স সরল বস্তুবাদের মূল বক্তব্যকে নিম্নলিখিত ভাবে উপস্থিত করেছেন।

(i)  নদী , গাছপালা, পাহাড় পর্বত, ঘরবাড়ি ইত্যাদি বিভিন্ন বস্তু নিয়ে বাহ্য জগৎ গঠিত বলে বাহ্য জগতের অস্তিত্ব আছে অতএব সরল বস্তুবাদে বস্তুবাদ সমর্থিত হয়েছে।

(ii)  এইসব বিভিন্ন বস্তুকে প্রত্যক্ষ করা হোক বা না হোক এদের অস্তিত্বের কিছু এসে যায় না। অর্থাৎ এই সব বস্তুর জ্ঞান নিরপেক্ষ অস্তিত্ব আছে।

(iii)  ইন্দ্রিয় অনুভবের সাহায্যে এই সব বস্তুকে নির্ভুল ভাবে জানতে পারি অর্থাৎ বস্তুগুলি বাস্তবে যে রকম ভাবে আছে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে তাদেরকে ঠিক সেরকম ভাবে জানতে পারি।

(iv) বস্তুগুলি বাস্তবে যে রকম ভাবে আছে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে তাদেরকে ঠিক সেরকম ভাবে জানতে পারি।

(v)  জ্ঞান ও জ্ঞানের বিষয়ের সাহায্যে বাহ্যিক যে সম্পর্ক স্থাপিত হয়। সেই সম্পর্ক বিচ্ছিন্ন হলে জ্ঞানের বিষয়ের কোনো ক্ষতি হয় না, তেমনই ভাবে জ্ঞাতারও কোনো ক্ষতি হয় না। একইভাবে বস্তুতে আশ্রিত বিভিন্ন গুণাবলীরও কোনো ক্ষতি হয় না।


আরো পড়ুনঃ


প্রশ্ন উত্তরঃ

১. বস্তুবাদ কাকে বলে ?

উত্তরঃ যে মতবাদ অনুসারে জাগতিক বস্তু সমূহের অস্তিত্ব আমাদের জানার উপর নির্ভর করে না আমরা না জানলেও তার অস্তিত্ব আছে তাকে বস্তুবাদ বলে।

২. সরল বস্তুবাদ কাকে বলে ?

উত্তরঃ জ্ঞান ও জ্ঞেয় বস্তু সম্পর্কে সাধারণ লোক যে বিশ্বাস প্রসন করেন তাকেই সংক্ষেপে সরল বস্তুবাদ বলে।

৩. সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি ?

উত্তরঃ সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি হল – i)সব বস্তুর জ্ঞাননিরপেক্ষ অস্তিত্ব আছে।

ii)বস্তুগুলি বাস্তবে যে রকম ভাবে আছে আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে তাদেরকে ঠিক সেরকম ভাবে জানতে পারি।

৪. বাস্তববাদ কত প্রকার ও কি কি?

বাস্তববাদ দুই প্রকার – i) সরল বস্তুবাদ   (ii) প্রতিরূপী বস্তুবাদ।

৫. বাস্তববাদ দর্শনের প্রতিষ্ঠাতা কে ?

বাস্তববাদ দর্শনের প্রতিষ্ঠাতা- চার্লস স্যান্ডার্স পিয়ার্স ।


 

Leave a comment