আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির পার্থক্য

Class 12 Political Science- এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ। Class 12 Political Science Notes যারা খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Class 12 Political Science Question Answer এর মধ্যে যে প্রশ্নটি আলোচনা করা হল তা হল- আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি।

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ
আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ

 

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য

আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা :

বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কে সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য কোনো সংজ্ঞা নেই। আন্তর্জাতিক সম্পর্কে সুনির্দিষ্ট ও সংজ্ঞা নির্ধারনের একটি অন্যতম সমস্যা হল- আন্তর্জাতিক সম্পর্কে অনেকে আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতির সমর্থন বলে মনে করা হয়। হাট্মেনের মতে আন্তর্জাতিক সম্পর্ক হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে।

হপম্যান আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞায় বলেছেন- বিশ্ব যেসব মূল এককে বিভক্ত তাদের বহিঃ বিষয়ক নীতি ও শক্তিকে প্রভাবিত করতে সক্ষম উপাদান সমূহ ও কার্যাবলী নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে।

জন হাউসটন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন, কুটনীতিবিদ্যা গমনাগমন, চুক্তি সম্পাদন, সৈন্য বাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বানিজ্যের অবাধ প্রসার সহ বহু ও বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করে। বিভিন্ন মানবগোষ্ঠীর ভাব ধারা ও মতাদর্শ এই সব বিষয়ের অন্তর্ভূক্ত।

উপরিউক্ত সংজ্ঞাগুলির ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কে একটি সাধারণ সংজ্ঞা নির্দেশ করা যেতে পারে, আন্তর্জাতিক সম্পর্কে হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান , ক্ষমতা রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ ও শান্তি, নিরস্তকরণ, জনমত , প্রচার, কূটনীতি, সন্ত্রাসবাদ বিশ্ববানিজ্য, বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করে।

 

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য –

আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পরিধিগত ও বিষয়গত পার্থক্য রয়েছে ।

পরিধিগত পার্থক্যঃ

আন্তর্জাতিক রাজনীতির আলোচনার ক্ষেত্র অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা ক্ষেত্র অনেক ব্যপক। আন্তর্জাতিক সম্পর্ক অর্থনীতি, সামাজিক পরিবেশ , রাজনীতি ও কূটনীতি ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা করে তাছাড়া অরাজনৈতিক বিষয়গুলি আন্তর্জাতিক সম্পর্কের অন্তর্ভুক্ত।

      অপরদিকে , আন্তর্জাতিক রাজনীতি কেবলমাত্র রাজনৈতিক বিষয়গুলি নিয়েই আলোচনা করে। আন্তর্জাতিক রাজনীতির সাথে আন্তর্জাতিক সম্পর্কের পার্থক্য নিরূপণ করতে গিয়ে C.F . অলজার বলেছেন, আন্তজার্তিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, অর্থনীতি আইন, যোগাযোগ ব্যবস্থা, বিশ্বযুদ্ধ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করে। কিন্তু বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কে নিয়ে সংশ্লিষ্ট বিষয়গুলি হল আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয়।

বিষয়গত পার্থক্যঃ 

বস্তুবাদী তত্ত্বের প্রবক্তা  মর্গেন থাউ আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বুঝিয়েছে।

অপরদিকে, আন্তর্জাতিক সম্পর্ক প্রধানত সহযোগিতা, প্রতিযোগিতা, শত্রুতা ,মিত্রতা ,সংঘর্ষ ও সম্বনয় প্রভৃতি বিষয়কে বোঝায়। অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্কের কোন কোন দিক নিয়ে আলোচনা করা হবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির যথেষ্ট পার্থক্য রয়েছে।

সুতরাং বলা যায় আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্য বিষয় বস্তুর যথেষ্ঠ ব্যপক হলেও,  আন্তর্জাতিক রাজনীতির বিষয়বস্তু সংকীর্ন গন্ডীর মধ্যে আবধ্য। তবে একথা সত্য যে আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক সম্পর্কে একটি আলচ্য বিষয় হিসাবে  খুবই গুরুত্বপূর্ন।

Thanks for Reading- আন্তর্জাতিক সম্পর্কে সংজ্ঞা দাও। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখ।


প্রশ্ন উত্তর:

১. বৈদেশিক নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য কি?

উত্তর- আন্তর্জাতিক সম্পর্কে হল এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান , ক্ষমতা রাজনৈতিক মতাদর্শ গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করে। অন্যদিকে বৈদেশিক নীতি  হল এমন নীতি যা এক দেশের সাথে অন্য দেশের যোগাযোগ রক্ষা করে।

২. আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে?

উত্তর-  আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যা আন্তর্জাতিক সম্মেলন, কুটনীতিবিদ্যা গমনাগমন, চুক্তি সম্পাদন, সৈন্য বাহিনী নিয়োগ এবং আন্তর্জাতিক বানিজ্যের অবাধ প্রসার সহ বহু ও বিচিত্র বিষয় নিয়ে আলোচনা করে। 

৩. আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বিষয় কি?

উত্তর-

  • আন্তর্জাতিক সম্মেলন
  • আন্তর্জাতিক বানিজ্যের অবাধ প্রসার
  • সৈন্য বাহিনী নিয়োগ
  • সহযোগিতা, প্রতিযোগিতা, শত্রুতা ,মিত্রতা ,সংঘর্ষ ও সম্বনয়

৪. আন্তর্জাতিক রাজনীতি বলতে কী বোঝো?

উত্তর- আন্তর্জাতিক রাজনীতি বলতে মূলত ক্ষমতার লড়াইকে বোঝান হয়।

৫. আন্তর্জাতিক শব্দটি কে প্রবর্তন করেন?

উত্তর- আন্তর্জাতিক শব্দটি প্রবর্তন করেন জেরেমি বেন্থাম।


আরো পড়ুন


 

Leave a comment