প্রিয় পাঠক আজকের পর্বে BA Education এর একটি গুরুত্বপূর্ন প্রশ্ন আজকে আলোচনা করতে চলেছি। প্রশ্নটি হল-মনোবিজ্ঞানকে আচরণ বিজ্ঞান বলা হয় কেন। BA Education honours /BA Education Generalএর যেসব ছাত্র ছাত্রী BA Education Semester-2 তে Psychological Foundation Of Education CC-2 Notes খুঁজছ তাদের জন্য এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ন। Education এর যেসব ছাত্রছাত্রী রয়েছ তাদের উপকারে এলে আমাদের পরিশ্রম সফল হবে।
মনোবিজ্ঞানকে আচরণ বিজ্ঞান বলা হয় কেন।Why is psychology called a behavioural science ।
মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে আধুনিক মনোবিজ্ঞানের সংজ্ঞার বিশেষ সম্পর্ক নেই। অর্থাৎ মনোবিজ্ঞানের সংজ্ঞা আত্মা, মন এই অস্পষ্ট ধারনাসমূহের বিশেষ গুরুত্ব নেই। ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে যখন সংগঠনবাদ ও ক্রিয়াবাদের দ্বন্দ্ব প্রবল তখন James Mckeen cattell ,প্রথম বলেন মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান।
১৯৪৪ খ্রিস্টাব্দে JB Watson তাঁর বিখ্যাত ‘Behaviour’ নামক পুস্তকে আচরণবাদকে জোরালোভাবে প্রতিষ্ঠিত করেন এবং সেখানেই তিনি মনোবিজ্ঞানের সংজ্ঞা প্রসঙ্গে স্পষ্টভাবে বলেন মনোবিজ্ঞান আচরণের বিজ্ঞান।
আচরণ যে-কোনো উদ্দীপকের প্রতিক্রিয়া (Response to any stimulus is behaviour)। আমরা কোনো সুন্দর ফুল দেখলে তার কাছে গিয়ে আরও মনোযোগ দিয়ে দেখি, প্রশ্ন করলে উত্তর দিই, হঠাৎ প্রচন্ড শব্দে চমকে উঠি, মুখে কোনো খাবার দিলে লালা নির্গত হয় কিংবা হঠাৎ আলোর ঝলকানিতে চোখ বন্ধ হয়ে যায় , এরকম অজস্র প্রতিক্রিয়া আমরা প্রতিনিয়ত করে থাকি। এই কাছে যাওয়া, মনোযোগ দেওয়া, উত্তর দেওয়া, চমকে ওঠা এসবই এক একটি আচরণ। আবার আচরণ তথা প্রতিক্রিয়ার হিসেবে আছে একটি উদ্দীপক। সুতরাং উদ্দীপক কাকে বলে সেটিও স্পষ্ট হওয়া প্রয়োজন।
আরো পড়ুন
- সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য
- শিক্ষা শব্দের অর্থ | শিক্ষার কার্যাবলী আলোচনা
- শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো
- শিখন কী | শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো
- স্মৃতি কী।স্মৃতির উপাদানগুলি ব্যাখা করো
- ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের তত্ত্ব
- শিক্ষা মনোবিজ্ঞান কেন একটি পৃথক শাখা বলা হয়
প্রশ্ন উত্তর
১. আচরণ বিজ্ঞান কাকে বলে ?
উত্তরঃ বিজ্ঞানের যে শাখায় মানসিক প্রক্রিয়া ও পরিবেশে জীবের মধ্যে ঘটে যাওয়া আচরণগত মিথস্ক্রিয়াগুলি বিচার বিশ্লেষণ করা হয় । তাকেই আচরণ বিজ্ঞান বলা হয় ।
২. আচরণ বিদ্যার জনক কে ?
উত্তরঃ আচরণ বিদ্যার জনক হলেন -জন বি. ওয়াটসন।
৩. Behaviour’ নামক পুস্তকটি কার লেখা ?
উত্তরঃ ‘Behaviour’ নামক পুস্তকটি , জন বি. ওয়াটসন- এর লেখা ।
৪. আচরণবাদ কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ আচরণবাদ প্রতিষ্ঠা করেন -জন বি. ওয়াটসন ।